Renault EV: একবার চার্জেই যাবে ৪০০ কিমি, ফ্রান্স থেকে সোজা ভারতে রেনল্টের এই মডেল ?
Renault Electric Car: নতুন রেনল্ট ৫-এর মডেলে থাকছে একটি 52kWh ব্যাটারি প্যাক। দৈর্ঘ্যে এই গাড়িটি ৩.৯ মিটার এবং এর আকার প্রায় মিনি কুপারের মডেলের মতই। ভারতে আসছে কি এই গাড়ি ?

Renault Cars: ফের পুরনো রেনল্টে ফিরছে বিশ্বের বাজারে। ৫ হ্যাচব্যাক আবারও আসবে গাড়িপ্রেমীদের নজর কাড়তে। আর কিছুদিনের মাত্র অপেক্ষা। তবে এই রেনল্ট ৫ হ্যাচব্যাক কিন্তু এবার সম্পূর্ণ নতুন মডেলে, নতুনরূপে। ইলেকট্রিক ভার্সনে আসছে রেনল্ট ৫ (Renault 5)। বাজারে মিনি কুপারের সঙ্গে পাল্লা দিতে আসছে রেনল্টের এই নতুন মডেল। এতে এক্সটার্নাল চার্জ ইন্ডিকেটরটি বনেটেই রয়েছে আর রিয়ার স্টাইলিংয়ের রেফারেন্সে সত্তর দশকের ফ্রান্সের রাস্তায় চলা গাড়ির চেহারা একইরকম ধরা আছে বলা চলে।
কিছু সময় আগে রেনল্ট ৫-এর (Renault 5) যে কনসেপ্ট বাজারে এসেছিল, তার সঙ্গে তুলনা করে দেখতে গেলে ডিজাইন এই গাড়িতে একই আছে। ৩ ডোরের একটা হ্যাচব্যাক মডেল এই রেনল্ট ৫। তবে কনসেপ্টের আরও কিছু কিছু স্পেসিফিকেশন এখনও যোগ করা হতে পারে গাড়িতে। গাড়ির ধারে লাগানো আছে চার্জিং পোর্ট। হুইল লার্চটিও সেখানেই সেট করা আছে।
নতুন রেনল্ট ৫-এর মডেলে থাকছে একটি 52kWh ব্যাটারি প্যাক। দৈর্ঘ্যে এই গাড়িটি ৩.৯ মিটার এবং এর আকার প্রায় মিনি কুপারের মডেলের মতই। ইন্টিরিয়রের কথা বলতে গেলে একটা ডুয়াল স্ক্রিন সেট আপ রয়েছে এই গাড়িতে। রয়েছে গুগল বেসড ইনফোটেইনমেন্ট সিস্টেম। তবে ফেব্রিক ইন্টিরিয়রের মত বেশ কিছু ডিজাইন পুরনো রেনল্ট ৫-এর (Renault 5) মডেলের মত একই রয়ে গেছে। Renault 5 একটা আদপে প্রিমিয়াম হ্যাচব্যাক মডেলের গাড়ি যা কিনা শুধুমাত্র বিশ্বের বাজারেই পাওয়া যাবে। বিশ্ববাজারেই এত প্রিমিয়াম মডেলের গাড়ির চাহিদা রয়েছে। ভারতের বাজারের জন্য এটি অত্যন্ত দামি ও বিলাসবহুল, যেখানে পুরনো গাড়ির মডেলকেই ইলেকট্রিক ভার্সনে ফিরিয়ে আনা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে সাম্প্রতিককালে।
ভারতের বাজারের জন্য, রেনল্ট (Renault 5) বেশ কিছু SUV গাড়ির পরিকল্পনা করেছে যেগুলি আগামী বছরের মধ্যেই বাজারে এসে যাবে। এর মধ্যে রয়েছে রেনল্টের নতুন ডাস্টার মডেল, এবং এর একটি ৭-সিটার ভার্সন। গাড়িপ্রেমীদের কথা মাথায় রেখে এর একটি ইলেকট্রিক ভার্সনও আসবে খুব শীঘ্রই। এর আগে ডাসিয়া ডাস্টার বাজারে এসেছিল, তবে এই ডাস্টার মডেল রেনল্ট ব্যাজে এই প্রথম বাজারে আসতে চলেছে। সম্ভবত সবার আগে মাইল্ড হাইব্রিড ডাস্টারই বাজারে আগে আসবে, পরে আসবে ফুল হাইব্রিড ভার্সনটি। বর্তমানে গাড়িনির্মাতা সংস্থা ট্রাইবার (Triber), কিগার (Kiger), কুইডের (Kwid) মত মডেল বিক্রি করছে।
আরও পড়ুন: SUV Cars: আসছে Renault-এর নতুন ৭-সিটার SUV ! কী ফিচার্স ? দামই বা কত ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
