App Based Cab: অ্যাপ ক্যাবে যাতায়াত করলে অবশ্যই জানুন এই বিষয়, না হলে নিচ্ছেন ঝুঁকি
App Based Cab: দেশের বর্তমান পরিবহণ পরিস্থিতি বলছে, দেশে গত কয়েক বছরে বেড়েই চলেছে অ্যাপ ভিত্তিক ক্যাবের সংখ্যা। মানুষের যাতায়াতকে সহজ করে তুললেও এদের পরিষেবা নিয়ে উঠছে বেশ কয়েকটি প্রশ্ন।
Risk at App Based Cab: অ্যাপ ক্যাবে অফিসে যান ? প্রয়োজন পড়লেই মেট্রো বা বাসের পরিবর্তে বেছে নেন Ola, Uber বা Rapido ? অ্যাপ ক্যাবে আপনার এই গাড়ি, বাইক বুকিংই হতে পারে আপনার ক্ষতির কারণ। জেনে নিন কেন এই কথা বলছি আমরা।
App Based Cab: দেশের বর্তমান পরিবহণ পরিস্থিতি বলছে, দেশে গত কয়েক বছরে বেড়েই চলেছে অ্যাপ ভিত্তিক ক্যাবের সংখ্যা। মানুষের ভ্রমণকে সহজ করে তুললেও এদের পরিষেবা নিয়ে উঠছে বেশ কয়েকটি প্রশ্ন। অ্যাপ থেকে বুকিংয়ের কারণে আপনার ডেটা পৌঁছে যাচ্ছে এদের স্টোরেজ বক্সে। কোম্পানি দাবি করছে, পরিষেবা উন্নয়নের জন্যই এই ডেটা সংরক্ষণ করছে কোম্পানিগুলি। যদিও রিপোর্ট বলছে অন্য কথা। অভিযোগ, তৃতীয় পক্ষের কাছে আপনার-আমার সংরক্ষিত তথ্য বিক্রি করছে এই অ্যাপক্যাব সংস্থাগুলি।
Risk at App Based Cab: এই অ্যাপগুলো সবচেয়ে বেশি ডেটা রাখছে
সম্প্রতি অ্যাপ ক্যাবের এই কারবার নিয়ে গবেষণা করেছে সাইবার সিকিউরিটি কোম্পানি সার্ফশার্ক। এতে উঠে এসেছে চাঞ্চল্যকর অনেক তথ্য। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গ্র্যাবট্যাক্সি, ইয়ানডেক্স গো ও উবের তাদের গ্রাহকদের সবচেয়ে বেশি ডেটা সংরক্ষণ করছে। পিছিয়ে নেই ওলাও। গ্রাহকদের ডেটা সংগ্রহ করছে এই কোম্পানি। একই কাজ করছে বাইক ট্যাক্সি দিয়ে রাস্তায় নামা র্যাপিডো। গ্রাহকের তথ্য সংগ্রহ করছে এই সংস্থা। তবে অন্যদের তুলনায় এর যাত্রী ডেটা সংরক্ষণের হার কম।
App Based Cab: আপনার তথ্য যাচ্ছে কোথায় ?
গবেষণার রিপোর্ট বলছে, এই কোম্পানিগুলি বিজ্ঞাপন সংস্থাগুলির কাছে আপনার ডেটা বিক্রি করে। Surfshark-এর সিইও Vytautas Kaziukonis-এর মতে, যিনি গবেষণাটি পরিচালনা করেছিলেন, ৩০টি রাইড হ্যালিং অ্যাপ এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর মধ্যে, আমরা ৯টি কোম্পানি খুঁজে পেয়েছি যারা বিজ্ঞাপনের উদ্দেশ্যে তাদের গ্রাহকদের বিবরণ তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে। কোম্পানিগুলি ব্যবহারকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেলের বিষয় দেয় তৃতীয় পক্ষের কাছে।