Infosys: ১৮৫০ কোটি টাকার সম্পদ নিমেষে উধাও, ইনফোসিসের শেয়ারের দাম পড়তেই বিপুল ক্ষতি নারায়ণ মূর্তির
Infosys Stock Price: গত শুক্রবার এক ধাক্কায় ৬ শতাংশ পতন আসে ইনফোসিসের শেয়ারে। আর এই পতনের জেরেই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির পারিবারিক সম্পদের পরিমাণ এক ধাক্কায় ১৮৫০ কোটি টাকা কমে আসে।

Narayana Murthy: গত শুক্রবার শেয়ার বাজারে এক ধাক্কায় ৬ শতাংশ পতন আসে ইনফোসিসের শেয়ারে। আর এই পতনের জেরেই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির পারিবারিক সম্পদের পরিমাণ এক ধাক্কায় ১৮৫০ কোটি টাকা কমে আসে। বিপুল ক্ষতি (Narayana Murthy) নারায়ণ মূর্তির। তার পরিবার যৌথভাবে এই সংস্থায় মোট ৪.০২ শতাংশ স্টেক রেখেছে। আর এই শেয়ারের দামে (Infosys Stock Price) পতন আসায় নারায়ণ মূর্তির পরিবারের স্টেকের (Stock Price) মূল্য ৩২,১৫২ কোটি টাকা থেকে কমে আসে ৩০ হাজার কোটি টাকায়। অর্থাৎ ১৮৫০ কোটি টাকার ক্ষতি হয় নারায়ণ মূর্তির পারিবারিক সম্পদের।
ডিসেম্বর মাসের পরিসংখ্যান অনুসারে এখনও পর্যন্ত নারায়ণ মূর্তির স্টেকের অঙ্ক স্পষ্ট করে জানা যায়নি। ইনফোসিসে নারায়ণ মূর্তির স্টেক আছে ০.৪০ শতাংশ, আর তার স্ত্রী সুধা মূর্তির স্টেক রয়েছে ০.৯২ শতাংশ, তাদের পুত্র রোহন মূর্তি এবং কন্যা অক্ষতা মূর্তির কাছে যথাক্রমে এই সংস্থার ১.৬২ শতাংশ এবং ১.০৪ শতাংশ স্টেক রয়েছে। অন্যদিকে নারায়ণ মূর্তির নাতি একাগ্র রোহন মূর্তির কাছেও এই সংস্থার ০.০৪ শতাংশ স্টেক রয়েছে।
শুক্রবার ১৭ জানুয়ারি ইনফোসিসের স্টকের দাম ৬ শতাংশ নেমে আসে এবং ১৮৩২ টাকায় ট্রেড বন্ধ হয় সেদিনের বাজারে। ২০২৫-২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পাওয়ার পরেই এই পতন এসেছে শেয়ারের দামে। কনসলিডেটেড নেট মুনাফা ১১ শতাংশ বেড়ে ৬৮০৬ কোটিতে পৌঁছালেও বিনিয়োগকারীদের মনে হতাশা এসেছে। সংস্থার অপারেটিং রেভিনিউ মাত্র ৮ শতাংশ বেড়ে হয়েছে ৪১,৭৬৪ কোটি টাকা। যদিও ইনফোসিসের অক্টোবর ডিসেম্বরের উপার্জন বাজারের আশাকে বাড়িয়ে তুলেছিল অনেকটাই। তবে এর পতনের কারণেই স্টকের দামে এর ব্যাপক প্রভাব পড়েছে।
গত বৃহস্পতিবার ইনফোসিস জানিয়েছিল যে আগামী অর্থবর্ষ থেকেই ভারতে কর্মীদের বেতন ৬-৮ শতাংশ বাড়ানো হবে। এই জানুয়ারি মাস থেকেই বর্ধিত বেতন গণনা হবে কর্মীদের। প্রথম পর্বের বেতন বৃদ্ধি হবে এই জানুয়ারি মাসে আর দ্বিতীয় পর্বের বেতন বৃদ্ধি হবে এপ্রিল মাসে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: SEBI Ban: ১ মাসেই ৩৭২ শতাংশ মুনাফা ! শেয়ারে কারচুপির অভিযোগ; এই সংস্থাকে নিষিদ্ধ করল সেবি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
