Stock Market Crash: ট্রাম্পের কর ঘোষণার জেরে রক্তাক্ত শেয়ার বাজার, এক ধাক্কায় ১১০০ পয়েন্ট ধস; টাকা বাঁচাতে কী করবেন ?
Sensex Today: ত্রাহি ত্রাহি রব দালাল স্ট্রিটে। ১১০০ পয়েন্ট নেমে গিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। মাথায় হাত বিনিয়োগকারীদের। ট্রাম্পের কর ঘোষণায় আবারও রক্তাক্ত শেয়ার বাজার।

Sensex Today: গতকাল সোমবারও বিপুল ধস নেমেছিল বাজারে, আর আজকেও রেহাই নেই বিনিয়োগকারীদের। আজ মঙ্গলবারেও দুপুর ১টা ৪১ নাগাদ ১০৩৮ পয়েন্ট ধসে গিয়েছিল সেনসেক্স সূচক। তারপরেও পতন থামেনি। ১১০০ পয়েন্ট (Sensex Today) নেমে গিয়েছে সূচক। বিপুল লোকসান বিনিয়োগকারীদের। ত্রাহি ত্রাহি রব দালাল স্ট্রিটে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ৩২৭ পয়েন্ট পড়েছে, অর্থাৎ এই সূচকেও (Stock Market Today) ১.২৭ শতাংশ পতন এসেছে। স্টিল ও অ্যালুমিনিয়ামের উপরে ২৫ শতাংশ আমদানি কর আরোপের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প (Trump Tariff) আর তার জেরেই ধস শেয়ার বাজারে। মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকে ৩.৫ শতাংশ ধস নেমেছে।
জানা গিয়েছে ট্রাম্প যে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর কর আরোপ করেছেন, তা আগে ১০ শতাংশ ছিল এবং এই নতুন কর আরোপ হবে আগামী ৪ মার্চ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ সরবরাহকারী দেশ কানাডা ও ব্রাজিল থেকে পণ্য আমদানিতে, ইস্পাত আমদানিতে এই কর প্রযোজ্য হবে বলেই জানিয়েছেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী মার্কিন মুলুকে যাওয়ার (Stock Market Today) ঠিক দু'দিন আগেই এই ঘোষণা হয়েছে। ফিনিশড ধাতব পণ্যের উপরেও এই কর আরোপ করার কথা বলেছেন ট্রাম্প যার ফলে সমস্যায় পড়বে রাশিয়া ও চিন। তবে অনেকেই বলছেন এই কর আরোপের ফলে দেশীয় উৎপাদন বাড়বে এবং কর্মসংস্থান বেশি হবে আমেরিকায়।
আজ বাজারে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৭৭০০০ –এর নিচে নেমে গিয়েছে। ভোলাটলিটিও তুঙ্গে রয়েছে। নিফটি ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি আইটি ইত্যাদি সূচকে ব্যাপক সেলিং প্রেশার রয়েছে। এর আগের ট্রেডিং সেশন (Stock Market Today) থেকেই নিফটি ও সেনসেক্স চাপে রয়েছে। তবে শুধু ট্রাম্পের ঘোষণাই এর কারণ নয়, বিদেশি বিনিয়োগকারীরাও ব্যাপকহারে শেয়ার বিক্রি করতে শুরু করেছে দেশীয় বাজারে।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
আরও পড়ুন: Adani Power Stock: টাকা মেটাবে বাংলাদেশ, বিদ্যুৎ নিয়ে আর্জি আদানির কাছে; এক খবরে দৌড় শুরু এই স্টকে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
