Systematic Withdrawal Plan: SIP করেন ? জমানো টাকা থেকেই পেতে পারেন আজীবন পেনশন; অবসরের আগেই করতে হবে এই কাজ
SWP Benefits: আপনি যে এখন মিউচুয়াল ফান্ডে SIP করছেন, তাতে অবসরের আগে যে পরিমাণ টাকা বা কর্পাস জমবে তা থেকে SWP অপশন বেছে নিলে অবসরের পর থেকেই মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা তুলতে পারবেন আপনি।
Retirement: এখন মানুষের জীবনকাল অনেকটাই বেড়েছে। একটা সময় চাকরি হোক বা ব্যবসা কাজ থেকে অবসর নিতেই হবে। আর সরকারি চাকরি যারা করেন, তারা যেমন অবসরের পর মাসিক পেনশন পাবেন, ফলে তাদের অত চিন্তা করতে হবে না। কিন্তু যারা বেসরকারি সংস্থায় কাজ করেন কিংবা কোনো ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে এই অবসরের (Retirement Planning) পরিকল্পনা আগে থেকে করে রাখা দরকার। জীবন চালানোর জন্য তাদের প্রতি মাসেই কিছু টাকা আবশ্যিক দরকার পড়ে, এই টাকা কোথা থেকে আসবে ? তারই রাস্তা দেখায় সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান (Systematic Withdrawal Plan), সংক্ষেপে এসডব্লিউপি। এই কাজ করলে মাসে মাসে পেনশনের মতই টাকা ঢুকবে অ্যাকাউন্টে।
কীভাবে করতে হবে এই কাজ
আপনি যদি এই কাজ করতে চান, তাহলে আপনাকে আপনার মিউচুয়াল ফান্ডের কিছু ইউনিট রেখে দিতে হবে, বিক্রি করা যাবে না। আর ফান্ড ম্যানেজার আপনাকে টাকা দেওয়ার জন্য সেগুলির থেকে অল্প অল্প করে বিক্রি করতে থাকবে। অর্থাৎ আপনি যে এখন মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন, সেই এসআইপি করতে করতে অবসরের আগে যে পরিমাণ টাকা বা কর্পাস জমবে তা থেকে SWP অপশন বেছে নিলে অবসরের পর থেকেই মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা তুলতে পারবেন আপনি।
আর আশ্চর্যের বিষয় হল আপনি যে টাকা তুলছেন বলে আপনার জমানো টাকা সব শেষ হয়ে যাবে তা নয়, আপনার কর্পাস রিটার্ন দিতে থাকবে এবং তার পরিমাণও বাড়তে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে। আপনি যে টাকা তুলছেন, তা বাদে বাকি টাকার উপর রিটার্ন মিলতে থাকবে। পোর্টফোলিওর পারফরম্যান্স ঠিক রাখে ফান্ড ম্যানেজার।
কীভাবে কাজ করে SWP ?
আপনার মিউচুয়াল ফান্ডে এসআইপি করার সময় আপনি যেমন কিছু ইউনিট কেনেন, এবার SWP-র ক্ষেত্রে আপনি কত টাকা তুলতে চান তার উপর নির্ভর করে আপনার ফান্ড ম্যানেজার সেই ফান্ডের কিছু ইউনিট বিক্রি করতে থাকে নির্দিষ্ট সময় অন্তর। এই টাকা তোলার মেয়াদ মাসিক হতে পারে, ত্রৈমাসিক হতে পারে, ষাণ্মাসিক হতে পারে, কিংবা বার্ষিক হতে পারে। আপনি যদি প্রতি মাসে ১০ হাজার টাকা তুলতে চান, সেই ভিত্তিতে একই মূল্যের মিউচুয়াল ফান্ড ইউনিট প্রতি মাসে বিক্রি করা হবে।
আরও পড়ুন: Provident Fund: প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটে বেতন থেকে ? আপনার সেই টাকা নিয়ে কী করে সরকার ?