Rachana Banerjee : নতুন বছরে হঠাৎ হুগলির স্কুলে রচনা, চেখে দেখলেন মিড ডে মিলের খাবার; পরে যা বললেন...
Mid Day Meal Food: হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে ঢুকেই সাংসদ মিড ডে মিলের ঘরে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি জানতে চান, শিশুদের জন্য কী ধরনের খাবার রান্না করা হচ্ছে।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া : এর আগে স্কুলে সারপ্রাইজ ভিজিট করেছেন । পড়ার বই নিয়ে রীতিমতো পড়াও ধরেছেন । ফের একবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নতুন বছর উপলক্ষে বৃহস্পতিবার চুঁচুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানান তিনি। মহসিন কলেজ থেকে শুরু করে তিনি হুগলি উইমেন্স কলেজ, অনুকূলচন্দ্র বিদ্যাপীঠ, গড়বাটি হাই স্কুল এবং শেষে হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে যান।
হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে ঢুকেই সাংসদ মিড ডে মিলের ঘরে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি জানতে চান, শিশুদের জন্য কী ধরনের খাবার রান্না করা হচ্ছে। রান্নার কর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন ফুলকপি এবং ভাত রান্না হয়েছে। তিনি নিজে একটি স্টিলের থালায় পরিবেশন করা ভাত এবং ফুলকপি হাতে নিয়ে তা চেখে দেখেন। পরে রচনা বলেন, "খাবার একেবারে ভালো। তেল-মশলা কম হলেও স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। শরীর ঠিক রাখার জন্য এমন খাবারই প্রয়োজন।"
এদিন তিনি সরাসরি মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, 'খাবারে পুষ্টির মান ঠিক রাখতে তেল-মশলা কম রাখা উচিত এবং শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ধরনের খাবার দেওয়া জরুরি।' সাংসদের এই ভূমিকায় মিড ডে মিল কর্মী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে।
গত অগাস্ট মাসে পান্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন হুগলির সাংসদ। পঞ্চম শ্রেণির ঘরে ঢুকে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা সারেন সাংসদ। পঞ্চম শ্রেণির এক ছাত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের "আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে/ বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে," শোনান সাংসদকে। পড়ার বই হাতে নিয়ে একাধিক শব্দের বানান জিজ্ঞাসা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। সবাই ঠিকঠাক উত্তর দেওয়ায় খুশি সাংসদ। সবাইকে ভালো করে পড়াশোনা করার পরামর্শ দেন রচনা বন্দ্যোপাধ্যায়।
স্কুল থেকে বেরিয়ে সাংসদ বললেন, 'খুব ভাল। সুন্দর স্কুল হচ্ছে। বাচ্চারা সবাই সুন্দরভাবে পড়াশোনা করছে। মিড ডে মিল চলছে। বাচ্চাদের সঙ্গে খুব মজা লেগেছে। সবাই ঠিকঠাক উত্তর দিয়েছে।' পাশাপাশি স্কুলের পরিকাঠামো নিয়ে কিছুটা উস্মা প্রকাশ করেন। তিনি জানান, 'টেবিল চেয়ার কম, অনেকে মেঝেতে বসে আছে। সেটা দরকার। আরও কয়েকটা শ্রেণিকক্ষ হলে ভাল হয়। একটা-দুটো ঘর বন্ধ আছে চাঙর খসে পড়ছে বলে। সেটা মেরামতি করলে ঠিক হয়ে যাবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।