Vande bharat express: আজ হাওড়া-পুরী বন্দে ভারতের উদ্বোধন, চলতি সপ্তাহেই শুরু পরিষেবা
বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে প্রথম দাঁড়াবে খড়গপুরে।
![Vande bharat express: আজ হাওড়া-পুরী বন্দে ভারতের উদ্বোধন, চলতি সপ্তাহেই শুরু পরিষেবা Howrah-Puri Vande bharat express inauguration, service to start this week Vande bharat express: আজ হাওড়া-পুরী বন্দে ভারতের উদ্বোধন, চলতি সপ্তাহেই শুরু পরিষেবা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/18/6765f1f6e2d09b2a9612eb67b133af5e1684396424194176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পুরী থেকে আজ হাওড়া-পুরী বন্দে ভারতের উদ্বোধন। ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পুরীতে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ২০ মে থেকে চালু হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ওইদিন থেকে শুরু হবে নিয়মিত চলাচল। হাওড়া-পুরী রুটে রাজ্যের দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। হাওড়া থেকে মাত্র সাড়ে ৬ ঘণ্টায় পৌঁছনো যাবে পুরী। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে প্রথম দাঁড়াবে খড়গপুরে। তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোডে দাঁড়াবে বন্দে ভারত। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১ হাজার ২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৪২০ টাকা।
পুরী থেকে উদ্বোধন হল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধোন করলেন প্রধানমন্ত্রী। যাত্রী পরিষেবা শুরু হবে শনিবার থেকে। এবার সাড়ে ৬ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে পুরী!
শঙ্খধ্বনিতে শুভ সূচনা। এবার হাওড়া থেকে মাত্র ৬ ঘণ্টা ২৫ মিনিটেই পুরী! রাজ্য পেল দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেন। বৃহস্পতিবার হাওড়া-পুরী রুটে উদ্বোধন হল বন্দে ভারত এক্সপ্রেসের। ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পুরীতে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ বহু বিশিষ্ট ব্যক্তি। প্রিমিয়াম ট্রেনের উদ্বোধন উপলক্ষ্য়ে এদিন সকাল থেকেই পুরী স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে ছিল সাজ সাজ রব।
নাগাদ ভার্চুয়াল মাধ্যমে পতাকা নেড়ে ট্রেনের যাত্রার সূচনা করবেন নরেন্দ্র মোদি। হাওড়া এবং পুরী থেকে যাত্রী পরিষেবা শুরু হবে শনিবার থেকে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে বন্দে ভারত। 22895 হাওড়া-পুরী ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ১০ মিনিটে। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে 22896 বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে।
হাওড়া থেকে ছেড়ে পুরীগামী বন্দে ভারত প্রথম দাঁড়াবে খড়্গপুরে। তার পর বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোডে দাঁড়াবে ট্রেনটি। ১৬ কামরার বন্দে ভারতে দু’টি শ্রেণি থাকবে। সাধারণ এবং এক্সিকিউটিভ। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১ হাজার ২৬৫ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া ২ হাজার ৪২০ টাকা।
এখন হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন ছাড়ে তাতে পুরী যেতে সব থেকে কম সময় লাগে শতাব্দী এক্সপ্রেসে। ৭ ঘণ্টা ৩৫ মিনিট। বন্দে ভারতে লাগবে ১ ঘণ্টা ১০ মিনিট কম। হাওড়া-পুরী শাখায় বন্দে ভারতের গতিবেগ হবে ঘণ্টায় ৭৭ কিমি। সর্বোচ্চ ঘণ্টায় ১৩০ কিমি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)