SSC Case: 'আন্দোলন চলবে,' SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠকেও কাটল না জট
SSCC Job Loss: যোগ্য-অযোগ্যের তালিকার দাবিতে ঠায় স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে পড়ে রয়েছেন চাকরিহারারা। যদিও, শিক্ষামন্ত্রীও আবার স্পষ্ট করে দিয়েছেন, কোনও তালিকা প্রকাশ করা হবে না।

কলকাতা: SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরেও কাটল না জট (SSC Case)। ৬ জনের প্রতিনিধি দল বেরিয়ে এসে জানিয়ে দিলেন আন্দোলন চলবে। ঘেরাও করে রাখা হবে SSC চেয়ারম্যান এবং অন্য়ান্য আধিকারিকদের। স্কুলে যাচ্ছি না। ঘেরাও-কর্মসূচি যেমন চলছিল চলবে।
যোগ্য-অযোগ্যের তালিকার দাবিতে ঠায় স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে পড়ে রয়েছেন চাকরিহারারা। যদিও, শিক্ষামন্ত্রীও আবার স্পষ্ট করে দিয়েছেন, কোনও তালিকা প্রকাশ করা হবে না। এরমধ্যেই, মঙ্গলবার স্কুল শিক্ষা কমিশনার জেলা স্কুল পরিদর্শকদের একটি নোটিস পাঠিয়ে জানিয়েছেন, কারা অযোগ্য় বলে নির্দিষ্ট করে চিহ্নিত নন SSC তার একটা তালিকা পাঠিয়েছে। এদিন বিকেলে ফের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী চাকরিহারাদের প্রতিনিধি দল। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "সমস্ত যোগ্য শিক্ষক-শিক্ষিকা তাঁরা বেতন পাবেন। এতে শুধু কি সন্তুষ্ট? একদমই নই। একদমই নই। কারণ আমরা বেতন নেব। শুধুমাত্র ওই ৮ মাসের জন্য়। তারপরে আমাদের তাড়িয়ে দেবে এটা হতে পারে না।যোগ্য-অযোগ্যের যে সার্টিফায়েড লিস্ট সেই লিস্ট যেহেতু মিনিস্টার ইন চার্জ আমাদের শিক্ষামন্ত্রী তিনি ইতিমধ্য়েই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে রিভিউয়ের আগে সেইটা দেওয়া হবে না। আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ছি না। ছাড়ব না।''
এর আগে এদিন দুপুরেই একটি সংখ্যা জানান শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বলেন, "১৭ হাজার ২০৬ জন তারা যোগ্য এটা মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে। ১৭ হাজার ২০৬ জন।'' যদিও, সুপ্রিম কোর্টের নির্দেশনামায় উল্লেখ রয়েছে- কলকাতা হাইকোর্টে SSC যে রিপোর্ট দিয়েছিল, তাতে বলা হয় - নবম-দশম ও একাদশ-দ্বাদশে মোট নিয়োগের সুপারিশের সংখ্য়া ১৭ হাজার ২০৬। শিক্ষামন্ত্রী বলছেন, মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে তালিকা দিয়েছে। SSC-ও যোগ্যদের তালিকা স্কুল শিক্ষা দফতরকে পাঠাচ্ছে। আর এখানেই, চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের প্রশ্ন, তাহলে তা প্রকাশ্যে আনতে সমস্যা কোথায়? আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "আসলে আমরা দেখতে পাচ্ছি DI অফিসে একটা তালিকা পাঠানো হয়েছে, যে তালিকা পাঠানো হয়েছে এবং বলা হয়েছে, যারা নির্দিষ্ট ভাবে 'দাগি' চিহ্নিত নন, তাদের কাজ চালিয়ে যেতে দেওয়া হোক ৩১ ডিসেম্বর অবধি। এবার এই তালিকা কারা আছে, সেটা তো আমাদের জানতে হবে। আমাদেরকে তো এটা দেখতে হবে যে, নির্দিষ্ট ভাবে 'দাগি' চিহ্নিত নই যারা তাঁরা যেমন যাচ্ছি, আর যারা নির্দিষ্ট ভাবে 'দাগি' চিহ্নিত তাঁরা যেন না যেতে পারে, এটা আমাদের নিশ্চিত করতে হবে।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
