(Source: ECI/ABP News/ABP Majha)
Kalimpong Hailstroam : পুড়ছে যখন দক্ষিণ, উত্তরের কালিম্পংয়ে তখন শিলাবৃষ্টি, গাছ পড়ে বন্ধ রাস্তা
Weather Update : দক্ষিণবঙ্গে কবে নাগাদ বৃষ্টির সম্ভাবনা, কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
উমেশ তামাঙ্গ, কালিম্পং : একদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) ১১টি জেলাতে চলছে তাপপ্রবাহ (Heatwave), অন্যদিকে কালিম্পঙে (kalimpong) হল শিলাবৃষ্টি (haiolstrom)। আলিপুর আবহাওয়া দফতর (alipore weather office) জানাচ্ছে, দক্ষিবঙ্গে আরও দুদিন তাপপ্রবাহ চলবে। যে সময় তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ সেই সময়েই বৃষ্টি উত্তরবঙ্গের (north bengal) একাধিক জায়গায়। যার মধ্যে কালিম্পংয়ে জোরদার শিলাবৃষ্টি। ঝড়-বৃষ্টির দাপটে কালিঝোরায় ঝড়ে গাছ পড়ে কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল।
তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ
গরমে পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। এপ্রিল মাসে কলকাতায় (Kolkata) আর বৃষ্টির সম্ভাবনা নেই, জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। আগামী সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২ মাস কলকাতায় বৃষ্টি নেই। গরমে নাজেহাল শহরবাসী। আজও গোটা দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। ৩৯ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা।
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি হবে। পশ্চিম ঘেঁষা বিপরীত ঘূর্ণাবর্তই কাল। মূল ভূখণ্ড দিয়ে যাওয়ার কারণে শুকোচ্ছে জলীয় বাষ্প। তাই বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। জানাল আবহাওয়া দফতর।
দেখুন- তাপের তেজে নাজেহাল, ফুড-লিস্টে মাস্ট এই খাবারগুলো
View this post on Instagram
চিকিৎসকদের পরামর্শ
অসহ্য এই গরমের হাত থেকে রেহাই মিলবে কীভাবে? চিকিৎসকদের দাওয়াই,
- খুব প্রয়োজন না হলে ভর দুপুরে বাইরে না বেরনোই ভাল।
- জোর দিতে হবে তরল খাবারের ওপর।
- পরতে হবে সুতির পোশাক, ব্যবহার করতে হবে ছাতা।
তাপদাহে অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে শিশুদেরও। তাই অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। গরমের সবে তো শুরু, এখনই যদি এই হয় তাহলে মে-জুনে কী হবে তা ভেবেই আঁতকে উঠছেন সকলে।
আরও পড়ুন- তাপপ্রবাহের চরম সতর্কতা, শরীর সুস্থ রাখতে কী কী করা আবশ্যক?