100 Days Work : বড় সিদ্ধান্ত রাজ্যের, স্বাস্থ্য দফতরের কাজে ১০০ দিনের জব হোল্ডারদের কাজে লাগানোর নির্দেশ
West Bengal Government : ১০০ দিনের কাজে জব কার্ড হোল্ডার কারা তাঁদের তালিকা তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে।
সুমন ঘড়াই, হাওড়া : কেন্দ্রের (Central Government) ওপর ভরসা না করে এবার একশো দিনের প্রকল্পে রাজ্যের প্রান্তিক মানুষকে কাজ দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্যের স্বাস্থ্য দফতর এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পে যার জড়িত তাঁদের আয়ের ধারা বজায় রাখতে তাঁদের সরকারি বিভিন্ন কাজে যুক্ত করা হবে। সেই অনুযায়ী, স্বাস্থ্য দফতরের কাজে ১০০ দিনের কাজের কর্মীদের লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১০০ দিনের কাজে জব কার্ড হোল্ডার (Job Card Holders of 100 days work) কারা তাঁদের তালিকা তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে।
সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই রাজ্যের সব জেলাই পঞ্চায়েত দফতরের সঙ্গে সমন্বয় রেখে ওই সব জব কার্ড হোল্ডারদের নামের তালিকা তৈরি করতে শুরু করেছে। ঘটনাচক্রে বৃহস্পতিবারও ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
ঠিক কী নির্দেশ-একশো দিনের কাজে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ দীর্ঘ দিন। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তাদের কাজের ব্যবস্থা করছে রাজ্য সরকার (West Bengal Governmen1)। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাজে তাদের লাগানো হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের কাজেও ব্যবহার করা হবে একশ দিনের শ্রমিকদের । জেলায় জেলায় স্বাস্থ্য দফতরের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পে অদক্ষ শ্রমিক হিসাবে তাঁদের কাজ দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ১০০ দিনের প্রকল্পের কাজে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও ৫০ লক্ষ কর্মদিবস তৈরি করেছি।' ১০০ দিনের প্রকল্পে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ করেছেন। বিভিন্ন সভায় একই বক্তব্য শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর মুখে। এই বিষয়ে পথে নেমে প্রতিবাদও করেছেন তৃণমূল। এদিন ফের সেই বিষয় উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
১০০ দিনের প্রকল্পের টাকার দাবিতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রধানমন্ত্রীর কাছেও এই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থবর্ষ শেষ হওয়ার মাত্র ২ মাস আগে টাকা পাঠানো নিয়েও সরব হয়েছিলেন তিনি। একশো দিনের প্রকল্পে বরাদ্দের দাবিতে সংসদেও সরব হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।
আরও পড়ুন- 'বন্দে ভারতে পাথর ছোড়া হয় বিহারে, বদনাম করা হচ্ছে বাংলাকে', সরব মমতা বন্দ্যোপাধ্যায়