WB HS Results 2023: IFS অফিসার হতে চান উচ্চমাধ্যমিকে পঞ্চম হৃষিতা, ফাঁস করলেন পড়াশোনার টিপস
WB Higher Secondary Results 2023: বীরভূমের নব নালন্দা শান্তিনিকেতন স্কুল থেকে এবার উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছেন হৃষিতা সিনহা মহাপাত্র। নব নালন্দা শান্তিনিকেতন স্কুলের ছাত্রী তিনি।
![WB HS Results 2023: IFS অফিসার হতে চান উচ্চমাধ্যমিকে পঞ্চম হৃষিতা, ফাঁস করলেন পড়াশোনার টিপস West Bengal HS Results 2023 Fifth Position Wrishita Sinha Mahapatra comments on exam result WB HS Results 2023: IFS অফিসার হতে চান উচ্চমাধ্যমিকে পঞ্চম হৃষিতা, ফাঁস করলেন পড়াশোনার টিপস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/d739e9c0510d3a78d2cbbfabee7531521684918159136223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
উজ্জ্বল মুখোপাধ্যায়, বীরভূম : আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশিত হয়েছে। এবার পাসের হারের নিরিখে মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। বীরভূমের নব নালন্দা শান্তিনিকেতন স্কুল থেকে এবার উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছেন হৃষিতা সিনহা মহাপাত্র। নব নালন্দা শান্তিনিকেতন স্কুলের ছাত্রী তিনি।
এদিন রেজাল্ট শুনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। এবিপি আনন্দকে ঋষিতা বলেন, 'প্রথম নাম শুনে বিশ্বাস করতে পারিনি। মা ভীষণ খুশি। পরিবারের সকলে খুশি। আত্মীয়-বন্ধুরা সবাই ফোন করছেন। আমি পরীক্ষার আগে ১০ ঘণ্টা পড়তাম। পরীক্ষার সময়টা ৬ থেকে ৮ ঘণ্টা পড়ি। আমি টেস্ট পেপার প্র্যাকটিস করিছি নিয়মিত। আমি ইতিহাস বিষয়টা খুব ভালবাসি। আমার বাবা ইতিহাসের প্রফেসর। মা-ও ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। আমার ভালবাসাটা বুঝেছেন। বিজ্ঞান নিলেই যে কেবল ভাল রেজাল্ট করা যায় তা নয়, এটাও বুঝিয়েছেন। আমি আগামী দিনে আইএফএস হতে চাই।'
এক নজরে উচ্চমাধ্যমিকের রেজাল্ট
উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউট। উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় ২ জন, প্রাপ্ত নম্বর ৪৯৫। দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু সামা। উচ্চমাধ্যমিকে তৃতীয় ৪ জন, প্রাপ্ত নম্বর ৪৯৪। তৃতীয় তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা। তৃতীয় আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক।
এবার পাসের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি। ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ। এবার সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী। এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে। ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪। এবার পাসের হার ৮৯.২৫ শতাংশ। ছেলের পাসের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি। ৩১ মে মার্কশিট বিলি’।
পর্ষদের তরফে জানান হয়েছে, পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২ থেকে ৩.২৫ পর্যন্ত পরীক্ষা। উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন
মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন। বেলা ১২.৩০ থেকে দেখা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে https://bengali.abplive.com-এ
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)