West Bengal News Live : মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা
আজ থেকে শুরু গঙ্গাসাগর মেলা। এখনও ধরা পড়ল না কুলতলির বাঘ, বাড়ছে আতঙ্ক। এবিপি আনন্দে মুখ খুললেন বাংলাদেশ ফেরত মৎস্যজীবীরা।
LIVE
Background
- এক দিনে বাংলার তিন মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। SSC, DA এবং OBC সার্টিফিকেট মামলা পিছিয়ে গেল। ১৫ জানুয়ারি দুপুরে SSC মামলার শুনানি হবে সুপ্রিমকোর্টে। ডিএ মামলার শুনানি হবে মার্চে। আর, OBC সার্টিফিকেট মামলার শুনানি হবে ২৮ এবং ২৯ জানুয়ারি।
- বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে মুখ খোলায় প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছি। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জ গঠনের সময় এমনই দাবি করে বিচারকের ধমক খেলেন কুন্তল ঘোষ। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্য়ায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায় বিচারককে বলেন, সরকারের সঙ্গে যুক্ত ছিলাম না। কোনও অনৈতিক কাজের সঙ্গে তিনি যুক্ত নন।
- মানিক ভট্টাচার্যর মেডিক্য়াল বিল জমা দেওয়াকে কেন্দ্র করে বিধানসভায় তৈরি হল জটিলতা। বিলের তারিখ খতিয়ে দেখার সময় ধরা পড়ে, যে সময়ের বিল জমা দিয়েছেন, সেই সময় তিনি জেলে ছিলেন। প্রেসিডেন্সি জেলের সুপারকেও ডেকে পাঠান বিধানসভার অধ্যক্ষ। যদিও এ প্রসঙ্গে কিছু বলতে চাননি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।
- পুরনো বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল মুর্শিদাবাদের ভগবানগোলা। দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ গড়াল ধুন্ধুমার পরিস্থিতিতে। গুরুতর আহত হয়েছেন দু'পক্ষের ১০ জন।
সন্দেশখালি গণধর্ষণের অভিযোগের মামলায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা
থানায় FIR দায়ের করলেও কোনও সুরাহা হয়নি! অবশেষে সন্দেশখালি গণধর্ষণের অভিযোগের মামলায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা। তাঁর অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতা দিলীপ মল্লিককে গ্রেফতার না করে আশ্রয় দিচ্ছে পুলিশ। এদিন পুলিশকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি অভিযোগকারিণীকে নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।
WB News Live : পাসপোর্ট জালিয়াতিতে সর্ষের মধ্যেই ভূত! পুলিশের পর এবার গ্রেফতার ল ক্লার্ক
পাসপোর্ট জালিয়াতিতে সর্ষের মধ্যেই ভূত! পুলিশের পর এবার গ্রেফতার ল ক্লার্ক । রীতিমতো রেট চার্ট করে ভুয়ো নথি তৈরির অভিযোগ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডেও পুর নিয়োগ দুর্নীতির ছায়া। বাংলাদেশিদের জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরির অভিযোগে ধৃত ল ক্লার্ক
Birbhum News : বীরভূমে ফের বিস্ফোরকের ভাণ্ডার!
বীরভূমে ফের বিস্ফোরকের ভাণ্ডার! ঝাড়খণ্ডের কাছে রামপুরহাটে জঙ্গলের ভিতরে মিলল ২০ হাজার ডিটোনেটর। এত বিস্ফোরক কী উদ্দেশ্যে, এখনও রহস্য।
WB News Live : ত্রিপুরা সীমান্তে হামলার মুখে বিএসএফ
বাংলাদেশি পাচারকারীদের ধরতে গিয়ে ত্রিপুরা সীমান্তে হামলার মুখে বিএসএফ। বিজিবির সামনেই রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা।
Bangladesh News : BSF-BGB মুখোমুখি সংঘাতের পর থমথমে মালদার বৈষ্ণবনগর সীমান্ত
BSF-BGB মুখোমুখি সংঘাতের পর থমথমে মালদার বৈষ্ণবনগর সীমান্ত। BSF-এর কড়া নজরদারিতে চলছে কাঁটাতার দেওয়ার কাজ। BSF-কে সমর্থন করতে সীমান্তের এপারের গ্রামবাসীদের জমায়েত, স্লোগান