West Bengal News Live : কসবাকাণ্ডে বিহার-যোগের তোলপাড়ের মধ্যেই ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে উত্তরপ্রদেশ যোগ?
WB News Live : রাজ্যের প্রতি প্রান্তের খবরের আপডেট দেখুন এখানে এক ঝলকে
LIVE
Background
বিহার থেকে শ্যুটার এনে কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলা। সুশান্তরই পরিচিত ব্যবসায়ীর কালিন্দীর ফ্ল্যাটে ডেরা। মূল চক্রীকে গ্রেফতারের পরে দাবি পুলিশের।
কসবায় টার্গেট মিস, পরে গলসিতে গ্রেফতার। ধৃত গুলজার সুশান্তর এলাকা পঞ্চান্নগ্রামেরই বাসিন্দা। একমাস আগে বিহার থেকে ২ দুষ্কৃতীকে এনে হামলার ছক!
কসবায় হামলা, শ্যুটার, ট্যাক্সি চালকের পর মূলচক্রীও গ্রেফতার। হাওড়া থেকে বাইকে চেপে পালানোর সময় গলসিতে পাকড়াও। এখনও ফেরার আরও ৩। কেন সুশান্তর উপরে হামলা? কে দিয়েছিল সুপারি? এখনও পরেও ধোঁয়াশা।
কসবায় শপিং মলের কাছেই শ্যুটারদের হামলা। ক্রমশ জনবিচ্ছিন্ন হওয়ার অভিযোগে দলেরই একাংশকে নিশানা সুশান্তর।
কাউন্সিলরের ওপর হামলা। খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। বাড়িতে গেলেন মেয়র, ডেপুটি মেয়র। বারবার সেই কসবা। গুলি-বোমা। অল্পের জন্য খোদ জনপ্রতিনিধির রক্ষা। নিরাপত্তা বাড়াল সুশান্তর।
কসবাকাণ্ডে বিহার-যোগের তোলপাড়ের মধ্যেই ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে উত্তরপ্রদেশ যোগ? বালিয়া পালিয়ে যাওয়ার আগেই নৈহাটি থেকে আরেকজন গ্রেফতার।
৮এ। বক্সিরহাটে গুলিকাণ্ডে নাটকীয় মোড়। বদলা নিতেই বিজেপি কর্মীদের নামে মিথ্যে অভিযোগ, তৃণমূল নেতার ভাগ্নে-সহ ২জনকে গ্রেফতার করে জানাল পুলিশ।
কোচবিহারে 'সাজানো' গুলি!
উত্তর ব্যারাকপুরের উপ পুরপ্রধানের রহস্যমৃত্যু। একদিন নিখোঁজ থাকার নোয়াপাড়ার ভাড়া বাড়ির ছাদে ঝুলন্ত দেহ। ব্ল্যাকমেলের চাপে আত্মঘাতী, দাবি পরিবারের।
টানা ৩ দিন। লটারিকাণ্ডে ইডির ম্যারাথান তল্লাশি। একযোগে কলকাতা-চেন্নাইয়ে হানা। বাজেয়াপ্ত প্রায় ৯ কোটি টাকা। লটারির মাধ্যমে কালো টাকা সাদা? হিসেব কষছে এজেন্সি।
জেলায় জেলায় তরুণের স্বপ্ন গায়েব। গোয়ালপোখরের টাকা পড়ল কেরলে। আরামবাগের টাকা বিহারের অ্যাকাউন্টে। মালদা-কালিম্পং থেকে ২জন গ্রেফতার।বাংলার টাকা বিহার, কেরলে!
কেষ্টর নেতৃত্বেই চলবে বীরভূম তৃণমূলের কোর কমিটি। অভিষেকের বার্তার পরে এক বৈঠকে সিদ্ধান্ত। একসঙ্গে কাজ করার বার্তা। ১৫ ডিসেম্বর ফের বৈঠক।
আজ আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার। ফের পথে নাগরিক সমাজ। বিচারের দাবিতে জ্বলল মোমবাতি।উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন। পুড়ে ১০ শিশুর মর্মান্তিক মৃত্যু, দগ্ধ আরও ৫০। আমদাবাদে বহুতলে আগুন, মৃত ১, ২২ জন আহত।
মাঝ নভেম্বরেও শীতের অপেক্ষায় কলকাতা। কাশ্মীরে তুষারপাত। কুপওয়ারা থেকে বান্দিপোরার সীমান্তবর্তী গুরেজ থেকে গুলমার্গ, সোনমার্গ ঢাকল বরফে।
West Bengal News Live Update: রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার খেল পুলিশ
শহরে ফের আক্রান্ত পুলিশ! রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার খেল পুলিশ! গতকাল রাতে মালঞ্চ মোড়ের কাছে দুই গোষ্ঠীর সংঘর্ষ। দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসিকে মারধরের অভিযোগ। আহত পুলিশ আধিকারিককে নিয়ে যাওয়া হয় SSKM-এ। পুলিশ কর্মীকে কাজে বাধা ও মারধরের অভিযোগে গ্রেফতার ৩।
West Bengal Live: মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা, মালিকের গলায় কোপ
এবার খাস কলকাতায় ভরা বাজারে সোনার দোকানে লুঠের চেষ্টা! মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা, বাধা দিলে মালিকের গলায় কোপ। লুঠে বাধা দিলে সোনার দোকানের মালিকের ওপর হামলা, পাকড়াও ২ দুষ্কৃতী।
West Bengal News Live Update: বিধায়কের গাড়ির বেপরোয়া গতি, বলি ৩
বিধায়কের গাড়ির বেপরোয়া গতি। হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রালের অফিসের উল্টোদিকে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মারায়, গাড়ি চালক-সহ ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। গতকাল রাত ১টা নাগাদ শিবপুরের ফোরশোর রোডে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। পুলিশ সূত্রে খবর, বিধায়কের গাড়ি চালক মহম্মদ মোস্তাক খান তাঁর আত্মীয়দের নিয়ে হাওড়ার বাঁকড়া থেকে ফিরছিলেন। শিবপুরের ফোরশোর রোডে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি। বিধায়কের গাড়ি চালক বছর ২৫-এর মোস্তাক ও তাঁর এক আত্মীয়ের মৃত্যু হয়।
West Bengal Live: গোপনাঙ্গ কেটে খুন সন্দেহে আটক ৭ জন
গোপনাঙ্গ কেটে খুন সন্দেহে আটক ৭ জন। আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্ত জয়গাও-তে এমন রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য । শরীরের গলায় আঘাতসহ গোপানাঙ্গ কেটে মুখে ঢুকিয়ে রাখা হয়েছে বলে পুলিশসূত্রে খবর। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জয়গাও থানার পুলিশ।
West Bengal News Live Update: গঙ্গাসাগরের ভয়াবহ ভাঙন রুখতে উদ্যোগ নিল রাজ্য সরকার
গঙ্গাসাগরের ভয়াবহ ভাঙন রুখতে রাজ্য সরকার আইআইটি মাদ্রাজ ও নেদারল্যান্ডের প্রযুক্তিগত সহায়তা নেবে। আসন্ন সাগরমেলার জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনার পাশাপাশি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। এজন্য সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাঙ্ক।