West Bengal News Live : কসবাকাণ্ডে বিহার-যোগের তোলপাড়ের মধ্যেই ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে উত্তরপ্রদেশ যোগ?
WB News Live : রাজ্যের প্রতি প্রান্তের খবরের আপডেট দেখুন এখানে এক ঝলকে
LIVE

Background
West Bengal News Live Update: ফের মা উড়ালপুলে চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা
ফের মা উড়ালপুলে চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা। ফের চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহীর। ১০০ ডায়ালে ফোন করে সাহায্য় চাইলেও পুলিশের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ।
West Bengal Live: কৃষ্ণনগরে ১২ নম্বর জাতীয় সড়কের আমবাগানে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
কৃষ্ণনগরে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে দুর্গাপুরে একটি আম বাগানের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম ঋত্বিক মুন্সি। বয়স ২৪। যার বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বেড়পাড়া এলাকায়। ওই যুবক কলকাতার একটি হোটেলে কাজ করতেন।
West Bengal News Live Update: পারিবারিক জমি বিবাদের জেরে খড়গপুরে খুন হলেন ব্যক্তি
পারিবারিক জমি বিবাদের জেরে খুন হলেন ব্যক্তি। খড়গপুর এক নম্বর ব্লকের হরিয়াতারা অঞ্চলের পোড়াডিহা গ্রামের নেতাজি চকে শনিবার রাত আটটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর মাহাতো। তার বাড়ি খড়গপুর ১ নম্বর ব্লকের করিয়াশোল গ্রামে।
West Bengal Live: সুশান্ত ঘোষের ঘনিষ্ঠের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ
জমি বিবাদেই কি কসবায় কাউন্সিলরের উপর হামলা? ২ হাজার স্কোয়ার ফুট জায়গা দখলের অভিযোগ। জমি দখল করেছিল, তাই হামলা, দাবি গুলজারের। সুশান্ত ঘোষের ঘনিষ্ঠের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ।
West Bengal News Live Update: রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার খেল পুলিশ
শহরে ফের আক্রান্ত পুলিশ! রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার খেল পুলিশ! গতকাল রাতে মালঞ্চ মোড়ের কাছে দুই গোষ্ঠীর সংঘর্ষ। দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসিকে মারধরের অভিযোগ। আহত পুলিশ আধিকারিককে নিয়ে যাওয়া হয় SSKM-এ। পুলিশ কর্মীকে কাজে বাধা ও মারধরের অভিযোগে গ্রেফতার ৩।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
