West Bengal News Live : বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডের ১ বছরের মাথায় সোনার দোকানে গুলি
এবিপি আনন্দের ওয়েবসাইট, bengali.abplive.com-এ সাড়ে ১২টা থেকে HS র ফল জানা যাবে।
LIVE

Background
West Bengal News Live: ভেঙে ফেলা হল বেআইনিভাবে নির্মিত তৃণমূলের পার্টি অফিস
আদালতের নির্দেশে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল বেআইনিভাবে নির্মিত তৃণমূলের পার্টি অফিস। পঞ্চায়েত প্রধান ও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বড়ঞায় বেআইনি নির্মাণ তৈরি করার অভিযোগ। ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, জেসিবি দিয়ে ভেঙে ফেলা হল তৃণমূলের কার্যালয়।
WB News Live : ফের তৃণমূল বনাম তৃণমূল
বেলেঘাটার পর নারকেলডাঙা, ফের তৃণমূল বনাম তৃণমূল। নারকেলডাঙায় পার্কের আবেদনে সায় মেয়রের, তারপরেও তাণ্ডব।
West Bengal News Live: 'সৌগত রায় বড় বিজ্ঞানী', বোমা মন্তব্যে খোঁচা দিলীপের
দিলীপ ঘোষ এদিন বলেন, 'সৌগত রায় বড় বিজ্ঞানী। তাঁর ৭৫ বছর বয়স। ওনাকে জিজ্ঞাসা করুন, উনি কোনও দিন দেখেছেন, গরমে বোমা ফেটে যায় ? হঠাৎ এভাবে পরপর ফাটতে আরম্ভ করল।'
WB News Live : আঁধারে ডুবল হাসপাতাল
সরকারি হাসপাতাল। ভর্তি রয়েছেন রোগীরা। তখনই আঁধারে ডুবল হাসপাতাল। সামান্য কিছুক্ষণের জন্য নয়। টানা তিন ঘণ্টার জন্য। ততক্ষণ গরমে নাজেহাল হতে হল রোগীদের। অথচ হাসপাতালে জেনারেটর ছিল। তবুও কেন এমন ঘটনা? কারণ শুনে চোখ কপালে ওঠার জোগাড়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জেনারেটরের তেল ফুরিয়ে যাওয়ায় জেনারেটর চালানো যায়নি। এই ঘটনা উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালের। গোটা ঘটনা তীব্র ক্ষোভ রোগীর পরিজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
West Bengal News Live: ইউপিএসসি পরীক্ষায় কৃতীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
ইউপিএসসি পরীক্ষায় ফের সফল বাংলার পড়ুয়ারা। রাজ্যের মধ্যে কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে অন্যান্য জেলা। ইউপিএসসি পরীক্ষায় এবার বাংলায় প্রথম শিলিগুড়ির চৈতন্য খেমানি। সর্বভারতীয় ক্ষেত্রে তাঁর র্যাঙ্ক ১৫৮। আগামীদিনে আইপিএস অফিসার হতে চান তিনি। এর আগে দুবার পরীক্ষা দিয়েও সাফল্য আসেনি। তবে,তৃতীয়বারের চেষ্টায় বাজিমাত করলেন শিলিগুড়ির চৈতন্য খেমানি। অন্যদিকে, চতুর্থবার পরীক্ষা দিয়ে সফল হয়েছেন ইশান সিংহ। সর্বভারতীয় ক্ষেত্রে তাঁর র্যাঙ্ক ২৩৪। ইউপিএসসি-তে রাজারহাট নিউটাউনের বাসিন্দা ঋষভ সিংহের সর্বভারতীয় র্যাঙ্ক ২৯৪। চতুর্থবারের চেষ্টায় সফল হয়েছেন তিনি। কৃতীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
