West Bengal News Live Updates:হুইলচেয়ারে বেরোলেন SSKM থেকে, বাড়ির পথে গাড়ি নিলেন মুখ্যমন্ত্রী
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
অভিষেকের (Abhishek Bnaerjee) রোড শোয়ের (Road Show) আগে ফের উত্তপ্ত ডোমকল (Domkol)। সিপিএম-তৃণমূল সংঘর্ষে (CPM-TMC Clash) গুলিবিদ্ধ ৪ কর্মী, দাবি তৃণমূলের (TMC)। শাসকেরই দ্বন্দ্ব, দাবি বামেদের।
একটা দল বলুক, যে দলে একটাও মস্তান নেই। যে দল বলতে পারবে, তাদের অফিসে গিয়ে দারোয়ানি করব। শাসক দলের বিরুদ্ধে বেনজির সন্ত্রাসের অভিযোগের মধ্য়েই, এমন সাফাই দিলেন, শোভনদেব চট্টোপাধ্যায়। গুণ্ডা-সংস্কৃতি তো তৃণমূলেরই আমদানি, কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। আগে নিজের পার্টিটা দেখুন। অন্য় পার্টির কথা পরে ভাববেন, শোভনদেবকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। কৃষিমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি ISF বিধায়কও।
নিউ ব্যারাকপুরে সিপিএমের মিছিলে বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা। সিপিএম কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। প্রতিবাদে নিউ ব্যারাকপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সিপিএমের কর্মী-সমর্থকরা। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
পূর্বস্থলীতে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হল ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬টি সকেট বোমা। বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতার ছেলে ও ২ ভাইকে। পরিবারের সদস্যদের একাংশের সঙ্গে তৃণমূল চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়েছে, অভিযোগ তুলেছেন বিজেপি নেতা!
WB News LIVE Updates:ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ড সহ পুলিশের হাতে ধরা পড়ল নেপালের এক যুবক।সোমবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার ডিআইবি দপ্তরে
ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ড সহ পুলিশের হাতে ধরা পড়ল নেপালের এক যুবক।সোমবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার ডিআইবি দপ্তরে।
WB News LIVE Updates:মালদার কালিয়াচকের বাখরপুরে প্রাইমারি স্কুলের ময়দানে একটি বিশাল যোগদান কর্মসূচিতে ৫০০ জন নেতা-কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন
মালদার কালিয়াচকের বাখরপুরে প্রাইমারি স্কুলের ময়দানে একটি বিশাল যোগদান কর্মসূচি অনুষ্ঠিত। এই যোগদান কর্মসূচিতে প্রায় ৫০০ জন নেতা-কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।
WB News LIVE Updates:'ভোটপ্রক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে নবান্নর ১৪ তলা থেকে', ধারাল আক্রমণ শুভেন্দুর
'ভোটপ্রক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে নবান্নর ১৪ তলা থেকে', ধারাল আক্রমণ শুভেন্দুর
WB News LIVE Updates:ভর সন্ধ্যায় মালদার চাচল থানার মালতীপুরে দুঃসাহসিক ডাকাতি
ভর সন্ধ্যায় মালদার চাচল থানার মালতীপুরে দুঃসাহসিক ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট। গুলিবিদ্ধ দোকান মালিক গৌতম সেন। এলাকার মানুষ বাধা দেওয়ার চেষ্টা করলে, দুষ্কৃতীরা বোমা মারতে মারতে এলাকা ছেড়ে পালায় বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থলে চাচল এসডিপি এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
WB News LIVE Updates:হুইলচেয়ারে এসএসকেএম থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী
হুইলচেয়ারে এসএসকেএম থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী।