West Bengal News Live Updates: লোকসভা ভোটের আগে ২০ সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
১। জল্পনা বাড়িয়ে আচমকা তিন কমিটি থেকে দেবের (Dev) পদত্যাগ। ঘাটাল হাসপাতাল, রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের, বীরসিংহ উন্নয়ন পর্ষদের পদ থেকে ইস্তফা তৃণমূল (TMC) সাংসদের। (Deepak Adhikari)
২। লোকসভা নির্বাচনের আগে আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। জানালেন, ২১ ফেব্রুয়ারি ১০০ দিনের ২১ লক্ষ শ্রমিককে টাকা দেবে রাজ্য। 'কেন্দ্র তো আগেই টাকা দিয়েছে, এতদিন কেন দেননি'? পাল্টা দিলীপ ঘোষ। (Dilip Ghosh)
৩। বঙ্গে জোটে জল, একলা চলোর পর এবার অল আউট খেলে জেতার হুঙ্কার তৃণমূল নেত্রীর। বিজেপির সঙ্গে সেটিং-তত্ত্বে আক্রমণে কংগ্রেস। বিরোধী ভোট ভাগের কৌশল, খোঁচা শুভেন্দু অধিকারীর।- (Suvendu Adhikari)
৪। কংগ্রেস ৪০ আসন পাবে কি না, সন্দেহ তৃণমূলনেত্রীর। ভুল প্রমাণিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, জোট বার্তা জারি রেখেও চ্যালেঞ্জ জয়রাম রমেশের।
৫। কৃষ্ণের সঙ্গে মোদির তুলনা রাজ্যপালের! সিভি আনন্দ বললেন, "শ্রীকৃষ্ণ ছিলেন বলে অর্জুনের রথের ক্ষতি হয়নি, তেমনই মোদি আছেন বলে ভারতের মতো রথের কোনও ক্ষতি হচ্ছে না।"
৬। জগদীপ ধনকড়কে অনুসরণ করে মোদির পদলেহন, রাজ্যপালকে নিশানা শান্তনুর। মমতার কাছেই হাতেখড়ি, পাল্টা শমীক। পদ ঠিক রাখতে মমতার পর মোদির প্রশংসা, কটাক্ষ বাম-কংগ্রেসের।
৭। রাজ্যসভার ভোটে এবার বাংলা থেকে প্রার্থী দিচ্ছে বিজেপি। ৫টি আসনের মধ্যে একটিতে লড়াই, জানালেন শুভেন্দু। ৪-৫জনের নামের তালিকা গেল দিল্লিতে।
৮। গোটা নিয়োগ দুর্নীতিতে পার্থর ছবি, আড়ালে থেকেই নাড়তেন কলকাঠি, সামিল না হলেই অফিসারদের বাধ্য করা হত পদত্যাগ করতে, আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের।
৯। নিয়োগের জন্য দিনের পর দিন অপেক্ষা। ডায়মন্ড হারবারে ফের মাথায় চুল কামিয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীর।
১০ । সিএএ কার্যকর হবেই, ডেডলাইন পিছিয়ে ফের হুঙ্কার শান্তনু ঠাকুরের। বললেন, আগামী ৭দিনে প্রসেস কমপ্লিট, কিছুদিন পরেই সিএএ কার্যকর। 'বাংলায় করতে দেব না', পাল্টা মমতা।
১১। ২৯ দিন ধরে বেপাত্তা তৃণমূল নেতা। আগাম জামিন-মামলার শুনানির আগে শেখ শাহজাহানকে দ্বিতীয়বার নোটিস পাঠাল ইডি। ৭ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ।
১২। ভোটে জিততে এজেন্সির অপব্যবহার বিজেপির। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে আক্রমণে মমতা। রাঁচি থেকে দিল্লি হয়ে কলকাতার পালা, আতঙ্কে আর্তনাদ, পাল্টা শুভেন্দু।
WB News Live Updates: সিটু-র ধর্নামঞ্চে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল
রানিগঞ্জে এক ধর্নামঞ্চে সিপিএম ও বিজেপি। সিটু-র ধর্নামঞ্চে সামিল হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে গত ৩০ জানুয়ারি, রানিগঞ্জের বল্লভপুর পেপার মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলায় কর্তৃপক্ষ। প্রতিবাদে শ্রমিকদের নিয়ে ধর্নায় বসে সিপিএমের শ্রমিক সংগঠন। এদিন তাদের ধর্নামঞ্চে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সিটু-র দাবি, রাজনৈতিক মতবিরোধ থাকলেও শ্রমিক-স্বার্থে বিধায়ক হিসেবে ওঁকে স্বাগত। তৃণমূল নেতারা এখানে কাটমানি খেয়ে বসে আছেন। তাই ধর্নামঞ্চে শাসকদল অনুপস্থিত, কটাক্ষ বিজেপি বিধায়কের। সামনে ভোট, তাই শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে সিপিএম-বিজেপি, পাল্টা তোপ তৃণমূলের।
WB News Live: লোকসভা ভোটের আগে ২০ সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি
লোকসভা ভোটের আগে ২০ সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি। রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, বাংলা থেকে চারজন কেন্দ্রীয় মন্ত্রী, দিলীপ ঘোষ, রাহুল সিন্হা। তবে নাম নেই মিঠুন চক্রবর্তীর। সংগঠন নেই, বিজেপিকে খোঁচা তৃণমূলের।
WB News Live Updates: মাধ্যমিক থেকে শিক্ষা, এবার উচ্চমাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর
মাধ্যমিক থেকে শিক্ষা। এবার উচ্চমাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। প্রশ্নপত্রের ডানদিকে উপরে থাকবে সেটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দেখে উত্তরপত্রেও ওই সিরিয়াল নম্বর লিখতে হবে। সেটা যাতে ছাত্র-ছাত্রীরা করেন, তা নিশ্চিত করতে হবে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের। সংসদ সূত্রে খবর, কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন, তাহলে ওই সিরিয়াল নম্বর দেখে নির্দিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করতে এই নিয়ম চালু করা হচ্ছে।
WB News Live: অনুব্রতর 'চড়াম চড়াম, নকুলদানা' হুঁশিয়ারি কুণালের গলায়
এবার কুণালের মুখে 'কেষ্ট-বাণী'! অনুব্রতর 'চড়াম চড়াম, নকুলদানা' হুঁশিয়ারি কুণালের গলায়। 'নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে কুৎসা করছে, তার জবাব দেওয়া হবে'। 'ভোটে লড়াই করে জেতার ক্ষমতা নেই, সিবিআই-ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে'। 'নেতৃত্ব একবার অনুমতি দিক, সুদে-আসলে উসুল হবে'। 'তৃণমূলের কর্মীরা তৈরি, নেত্রীকে নাম ধরে কুৎসা করবে, আমরা কী রসগোল্লা খাওয়াব!' রেড রোডের ধর্নামঞ্চ থেকে হুঙ্কার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের গলায়।
WB News Live Updates: বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে হুগলিতে ধুন্ধুমার
বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে হুগলিতে ধুন্ধুমার । পুলিশের সঙ্গে বিজেপির মহিলা মোর্চার কর্মীদের ধস্তাধস্তি । আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত বাংলার মানুষ, অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে গেলে তুলকালাম।