West Bengal News Live Updates: লোকসভা ভোটের আগে ২০ সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE

Background
WB News Live Updates: সিটু-র ধর্নামঞ্চে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল
রানিগঞ্জে এক ধর্নামঞ্চে সিপিএম ও বিজেপি। সিটু-র ধর্নামঞ্চে সামিল হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে গত ৩০ জানুয়ারি, রানিগঞ্জের বল্লভপুর পেপার মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলায় কর্তৃপক্ষ। প্রতিবাদে শ্রমিকদের নিয়ে ধর্নায় বসে সিপিএমের শ্রমিক সংগঠন। এদিন তাদের ধর্নামঞ্চে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সিটু-র দাবি, রাজনৈতিক মতবিরোধ থাকলেও শ্রমিক-স্বার্থে বিধায়ক হিসেবে ওঁকে স্বাগত। তৃণমূল নেতারা এখানে কাটমানি খেয়ে বসে আছেন। তাই ধর্নামঞ্চে শাসকদল অনুপস্থিত, কটাক্ষ বিজেপি বিধায়কের। সামনে ভোট, তাই শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে সিপিএম-বিজেপি, পাল্টা তোপ তৃণমূলের।
WB News Live: লোকসভা ভোটের আগে ২০ সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি
লোকসভা ভোটের আগে ২০ সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি। রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, বাংলা থেকে চারজন কেন্দ্রীয় মন্ত্রী, দিলীপ ঘোষ, রাহুল সিন্হা। তবে নাম নেই মিঠুন চক্রবর্তীর। সংগঠন নেই, বিজেপিকে খোঁচা তৃণমূলের।
WB News Live Updates: মাধ্যমিক থেকে শিক্ষা, এবার উচ্চমাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর
মাধ্যমিক থেকে শিক্ষা। এবার উচ্চমাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। প্রশ্নপত্রের ডানদিকে উপরে থাকবে সেটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দেখে উত্তরপত্রেও ওই সিরিয়াল নম্বর লিখতে হবে। সেটা যাতে ছাত্র-ছাত্রীরা করেন, তা নিশ্চিত করতে হবে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের। সংসদ সূত্রে খবর, কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন, তাহলে ওই সিরিয়াল নম্বর দেখে নির্দিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করতে এই নিয়ম চালু করা হচ্ছে।
WB News Live: অনুব্রতর 'চড়াম চড়াম, নকুলদানা' হুঁশিয়ারি কুণালের গলায়
এবার কুণালের মুখে 'কেষ্ট-বাণী'! অনুব্রতর 'চড়াম চড়াম, নকুলদানা' হুঁশিয়ারি কুণালের গলায়। 'নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে কুৎসা করছে, তার জবাব দেওয়া হবে'। 'ভোটে লড়াই করে জেতার ক্ষমতা নেই, সিবিআই-ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে'। 'নেতৃত্ব একবার অনুমতি দিক, সুদে-আসলে উসুল হবে'। 'তৃণমূলের কর্মীরা তৈরি, নেত্রীকে নাম ধরে কুৎসা করবে, আমরা কী রসগোল্লা খাওয়াব!' রেড রোডের ধর্নামঞ্চ থেকে হুঙ্কার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের গলায়।
WB News Live Updates: বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে হুগলিতে ধুন্ধুমার
বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে হুগলিতে ধুন্ধুমার । পুলিশের সঙ্গে বিজেপির মহিলা মোর্চার কর্মীদের ধস্তাধস্তি । আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত বাংলার মানুষ, অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে গেলে তুলকালাম।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
