West Bengal News Live Updates: এবার বিহারেও আক্রান্ত পুলিশ, ঝামেলা মেটাতে গিয়ে মৃত্যু
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
Breast cancer: স্তন ক্য়ানসার নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন, আলোচ্য় বিষয় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্য়ানসার হসপিটাল
স্তন ক্য়ানসার নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন, তাতে কলকাতার একটি ক্য়ানসার হাসপাতালে কীভাবে স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, তা নিয়ে আলোচনা হতে চলেছে। ভিয়েনায় অনুষ্ঠিত হচ্ছে, সেন্ট গ্য়ালেন আন্তর্জাতিক স্তন ক্য়ানসার সম্মেলন। সেখানেই, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্য়ানসার হসপিটালে কীভাবে স্বল্প ব্য়য়ে স্তন ক্য়ানসার নির্ণয় ও চিকিৎসা হয়, তা আলোচ্য় বিষয় হয়ে উঠেছে।
PK Banerjee: ৫ হাজার টাকা খোয়া যাওয়া নিয়ে পরিচারকদের বকাবকি পি কে-র মেয়ের, তাতেই কি খুনোখুনি?
প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন! দোলের দিন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের বাড়িতে খুন!
পি কে-র সল্টলেকের বাড়িতে বাড়ির পরিচারকের দেহ উদ্ধার। বাড়ি থেকে উদ্ধার পরিচারক গোপীনাথ মুহুরির রক্তাক্ত দেহ। খুনের অভিযোগে গ্রেফতার গাড়িচালক বরুণ ঘোষ। ৫ হাজার টাকা খোয়া যাওয়া নিয়ে পরিচারকদের বকাবকি পি কে-র মেয়ের। পরে মদ আসরে টাকা খোয়া যাওয়া নিয়ে গাড়িচালক-পরিচারক বচসা।
রান্নাঘর থেকে ছুরি থেকে পরিচারকের ওপর হামলা গাড়িচালকের, পুলিশ সূত্রে খবর।
Khardaha News: খড়দায় নৃশংসভাবে টিএমসিপি নেতাকে খুন, প্রকাশ্যে হাড়়হিম করা ফুটেজ
খড়দায় নৃশংসভাবে টিএমসিপি নেতাকে খুন, প্রকাশ্যে হাড়়হিম করা ফুটেজ। টিএমসিপি নেতাকে তাড়া করে, রাস্তা ফেলে এলোপাথারি কোপ! 'পুরনো মারপিট নিয়ে অভিযোগ দায়ের করায় আক্রোশ থেকে খুন। অভিযোগ না তোলায় হামলা', দাবি খড়দার স্থানীয় কাউন্সিলরের। খড়দায় টিএমসিপি নেতা খুনে গ্রেফতার ১, বাকিরা কোথায়?
এখনও বাকি অভিযুক্তেদের খোঁজে তদন্তে পুলিশ।
Bihar News: এবার বিহারেও আক্রান্ত পুলিশ, ঝামেলা মেটাতে গিয়ে মৃত্যু
এবার বিহারেও আক্রান্ত পুলিশ। মুঙ্গেরে দুই পরিবারের মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু এক পুলিশ কর্মীর। বিবাদ মেটাতে গেলে ASI সন্তোষ যাদবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। রক্তাক্ত পুলিশ কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাটনার হাসপাতালে, সেখানেই তাঁর মৃত্যু হয় পুলিশের উপর হামলা চালিয়ে চম্পট দিয়েছে অভিযুক্তরা, এখনও তাদেরকে ধরতে পারেনি পুলিশ।
Fake Voters Row: ভূতুড়ে বিতর্কে তোলপাড়ের মধ্যেই এবার ভোটার ও আধার কার্ড সংযোগ নিয়ে বৈঠক
ভূতুড়ে বিতর্কে তোলপাড়ের মধ্যেই এবার ভোটার ও আধার কার্ড সংযোগ নিয়ে বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে বৈঠকে ডাকলেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকে থাকবেন UIDAI-এর সিইও। আগামী মঙ্গলবার বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
