Messi Gifts Jersey To Sourav: মারাদোনার পর এবার মেসির সই করা আর্জেন্তিনার জার্সি উপহার পেলেন সৌরভ
Sourav Ganguly: বিশ্ব ফুটবলের আর এক কিংবদন্তি তথা মারাদোনার উত্তরসূরি লিওনেল মেসি নিজের সই করা আর্জেন্তিনার জার্সি উপহার দিলেন ক্রিকেট মাঠের মহারাজকে।

সন্দীপ সরকার, কলকাতা: তিনি দিয়েগো মারাদোনার (Diego Martadona) ভক্ত । বিশ্ব ফুটবলের রাজপুত্র কলকাতায় এসে আর্জেন্তিনার জাতীয় দলের জার্সিতে সই করে তাঁকে উপহার দিয়েছিলেন । যে জার্সি এখনও সাজানো রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়ির ড্রইংরুমে ।
এবারও আরও এক মহার্ঘ উপহার পেলেন জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক । বিশ্ব ফুটবলের আর এক কিংবদন্তি তথা মারাদোনার উত্তরসূরি লিওনেল মেসি নিজের সই করা আর্জেন্তিনার জার্সি উপহার দিলেন ক্রিকেট মাঠের মহারাজকে ।
এমনিতে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা একটা খবর নিয়ে এখন থেকেই রোমাঞ্চিত । আর সেটা হল, ফের ভারতের মাটিতে পা রাখতে পারেন লিওনেল মেসি । ১৪ বছর পর । এর আগে ২০১১ সালে মেসি আর্জেন্তিনা দলের হয়ে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচ খেলে গিয়েছিলেন । সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল আর্জেন্তিনা ।
তবে সেই আর্জেন্তিনা আর এখনকার আর্জেন্তিনার তফাত বিস্তর । এখন আর্জেন্তিনা বিশ্বচ্যাম্পিয়ন । সঙ্গে জোড়া কোপা আমেরিকা ট্রফি ও ফাইনালিসিমা - চারটি আন্তর্জাতিক ট্রফি টানা জিতেছে আর্জেন্তিনা । বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের কলকাতা আগমনের জল্পনা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত । শতদ্রু আগেই জানিয়েছিলেন, ২০২৫ সালের শুরুর দিকে মেসিকে ভারতে আনার চেষ্টা করবেন তিনি । কয়েক দিন সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে সাক্ষাতের একাধিক ছবি পোস্ট করেন শতদ্রু ।
দীর্ঘদিন ধরেই মেসিকে ভারতে আনার চেষ্টা করছেন তিনি । এর আগে মেসির বাবা তথা মেসির এজেন্ট হর্হে মেসির সঙ্গে দেখা করেছেন । এরপর তিনি সাক্ষাৎ করেন মেসির সঙ্গেও । তাঁকে ভারত থেকে নিয়ে যাওয়া একাধিক উপহারও দিয়েছেন । সেই সময়ই সৌরভের জন্য আর্জেন্তিনার জার্সিতে মেসির সই করিয়ে এনেছিলেন শতদ্রু । সেই জার্সিই তিনি তুলে দেন সৌরভের হাতে ।
যদিও এমন একটা দিনে মহার্ঘ এই উপহার পেলেন সৌরভ, যেদিন ডব্লিউপিএলের ফাইনালে কার্যত মুঠোয় থাকা ট্রফি বেরিয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের । যে দলের সর্বেসর্বা সৌরভই । মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ফাইনালে ৮ রানে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে সৌরভের দিল্লি ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
