WPL Final: ফাইনালে ঝুলনের মুম্বইয়ের কাছে স্বপ্নভঙ্গ সৌরভের দিল্লির, রুদ্ধশ্বাস লড়াইয়ে হল ফয়সালা
Mumbai Indians vs Delhi Capitals: শনিবারের ম্যাচ ছিল বঙ্গ ক্রিকেটের সেরা দুই আইকনের লড়াইও। কারণ, দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। আর মুম্বই ইন্ডিয়ান্স ডাগ আউটে ছিলেন ঝুলন গোস্বামী।

মুম্বই: কাপ আর ঠোঁটের মধ্যে ঠিক যতটা ব্যবধান থাকে।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ডব্লিউপিএল (WPL 2025) ট্রফির ঠিক সেই দূরত্বই থেকে যাচ্ছে। ফের এক ফাইনালে স্বপ্নভঙ্গ। তীরে এসে তরী ডোবার চিত্রনাট্য। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে মাত্র ৮ রানের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হল দিল্লি ক্যাপিটালস। ডব্লিউপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল দিল্লির।
শনিবারের ম্যাচ ছিল বঙ্গ ক্রিকেটের সেরা দুই আইকনের লড়াইও। কারণ, দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। আর মুম্বই ইন্ডিয়ান্স ডাগ আউটে ছিলেন ঝুলন গোস্বামী। বাংলার ক্রিকেটপ্রেমীরাও তাই ডব্লিউপিএল ফাইনালের দিকে হা পিত্যেশ করে চেয়েছিলেন। অবশ্য শেষ হাসি দাদার নয়, তোলা ছিল দিদির জন্যই।
শনিবারের রাতটা ভুলতে চাইবে দিল্লি ক্যাপিটালস শিবির। টানা তিন ডব্লিউপিএলের ফাইনালে হারের যন্ত্রণা সঙ্গী হল তাদের। আর গত তিন বছরের মধ্যে জোড়া ট্রফি জিতে মুম্বই ইন্ডিয়ান্সের মেয়েরা দেখিয়ে দিলেন, কেন তাঁদের সেরা বলা হয়।
ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দুরন্ত হাফসেঞ্চুরি আর টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালকিন ন্যাট স্কিভার ব্রান্টের (Nat Sciver-Brunt) অলরাউন্ড দক্ষতা মুম্বইকে ট্রফি দিল। দিল্লির ম্যারিজান কাপ (Marizanne Kapp) ২৬ বলে ৪০ রান করে মরিয়া লড়াই চালালেও শেষরক্ষা করতে পারলেন না। মুম্বইয়ের ১৪৯/৭ তাড়া করতে নেমে দিল্লি আটকে গেল ১৪১/৯ স্কোরে।
আরও পড়ুন: আইএসএলে মোহনবাগানের সেমিফাইনাল কবে, প্রকাশিত হল সূচি, আরও চনমনে সবুজ-মেরুন শিবির
পরপর দুবার ফাইনালে হারের যন্ত্রণা ভুলতে মরিয়া ছিল দিল্লি। মুম্বইকে ১৪৯ রানে থামিয়ে দেওয়ার পর দরকার ছিল একটা ভাল শুরু। কিন্তা সেটাই হয়নি দিল্লির। প্রথম তিন ওভারের মধ্যে মেগ ল্যানিং আর শেফালি বর্মাকে হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।
Moments to Cherish forever! 💙
— Women's Premier League (WPL) (@wplt20) March 15, 2025
🎥 Mumbai Indians players enjoy special moments as their names are carved onto the coveted trophy! 🏆#TATAWPL | #DCvMI | #Final | @mipaltan pic.twitter.com/bjBTXEYmiI
জেমাইমা রদ্রিগেজও চেষ্টা করেছিলেন। ২১ বলে ৩০ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিনি। তবে স্কিভার ব্রান্ট ২৮ বলে ৩০ রান করার পর বল হাতে ৩ উইকেটও নেন। ৪৪ বলে ৬৬ রান করে ফাইনালের সেরা হয়েছেন হরমনপ্রীত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
