West Bengal News Live: মন্ত্রিসভা থেকে অপসারিত জ্যোতিপ্রিয়
Get the latest West Bengal News and Live Updates: জেলা থেকে রাজ্য, দিনভর গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে, সবার আগে।
LIVE

Background
WB Live News: মিঠুনের নিশানায় মমতা
'সারা পৃথিবীতে আরএসএস আছে, ১২ কোটি সদস্য রয়েছে আরএসএসের। দেশ গড়ার জন্য আরএসএস নেগেটিভ ফোর্স নয়, পজিটিভ ফোর্স', মমতার আরএসএসকে আক্রমণের পাল্টা আক্রমণ মিঠুন চক্রবর্তীর
WB Live News: টার্গেট শেখ শাহজাহান
গতকাল বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শেখ শাহজাহানকে ক্লিনচিট দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, আগে টার্গেট শেখ শাহজাহান। ওকে টার্গেট করে ED ঢুকল। তারপরই সবাইকে বার করে দিয়ে, ওখানে আদিবাসী ও সংখ্য়ালঘুদের মধ্য়ে ঝগড়া লাগিয়ে দিল।
West Bengal News Live:মন্ত্রিসভা থেকে অপসারিত জ্যোতিপ্রিয়
অবশেষে মন্ত্রিত্ব থেকে সরানো হল রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দফতর পার্থ ভৌমিক ও বীরবাহা হাঁসদাকে ভাগ করে দেওয়া হল।
WB Live News: মমতার আরএসএসকে আক্রমণের পাল্টা আক্রমণ মিঠুন চক্রবর্তীর
'সারা পৃথিবীতে আরএসএস আছে, ১২ কোটি সদস্য রয়েছে আরএসএসের। দেশ গড়ার জন্য আরএসএস নেগেটিভ ফোর্স নয়, পজিটিভ ফোর্স', মমতার আরএসএসকে আক্রমণের পাল্টা আক্রমণ মিঠুন চক্রবর্তীর
West Bengal News Live: '৩৫৬' দাবি এস সি কমিশনের
সন্দেশখালিকাণ্ডের জেরে এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জাতীয় এস সি কমিশনের। বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত, পাল্টা তৃণমূল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
