CBSE Exam Date 2024: দশম, দ্বাদশের পরীক্ষা কবে? দিনক্ষণ ঘোষণা করল CBSE
CBSE Exam 2024: প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। দ্বাদশের পরীক্ষা শেষ হবে ২ এপ্রিল।
নয়াদিল্লি: ২০২৪ সালের CBSE দশম এবং CBSE দ্বাদশের পরীক্ষাসূচি ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। দ্বাদশের পরীক্ষা শেষ হবে ২ এপ্রিল।
দশমের ক্ষেত্রে,
- ১৯ ফেব্রুয়ারি বাংলা সহ অন্যান্য প্রথম ভাষার পরীক্ষা
- ২৬ ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা
- বিজ্ঞান পরীক্ষা ২ মার্চ
- ৭ মার্চ সোশাল সায়েন্স
- ১১ মার্চ অঙ্ক পরীক্ষা
- কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পরীক্ষা ১৩ মার্চ
CBSE releases date sheet for class 10th Board Exams. Examinations to begin from 15th February 2024. pic.twitter.com/b1syspJ6Ut
— ANI (@ANI) December 12, 2023
দ্বাদশের ক্ষেত্রে,
- বায়োটেকনোলজি, ইলেক্ট্রনিক্স টেকনোলজি, নিউট্রিশন পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি
- ডেটা সায়েন্স পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি
- ঐচ্ছিক ইংরেজি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি
- ২৪ ফেব্রুয়ারি কম্পিউটার অ্যাপ্লিকেশন
- ২৬ ফেব্রুয়ারি ট্যাক্সেশন
- ২৭ ফেব্রুয়ারি রসায়ন
- ভূগোল পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি
- পদার্থ বিদ্যার পরীক্ষা ৪ মার্চ
- ৯ মার্চ অঙ্ক পরীক্ষা
- ১৪ মার্চ বাংলা সহ অন্যান্য প্রথম ভাষার পরীক্ষা
- সাইকোলজি পরীক্ষা ১৫ মার্চ
- ইকোনমিকস পরীক্ষা ১৮ মার্চ
- বায়োলজি পরীক্ষা ১৯ মার্চ
- ২৩ মার্চ অ্যাকাউন্টেন্সি পরীক্ষা
- ২৮ মার্চ ইতিহাস পরীক্ষা
- কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি পরীক্ষা ২ এপ্রিল
CBSE releases date sheet for class 12th Board Exams. Examinations to begin from 15th February 2024. pic.twitter.com/zRePYph6ly
— ANI (@ANI) December 12, 2023
২০২৩ সালে CBSE-র ফল ঘোষণা হয়েছিল ১২ মে। দ্বাদশের পরীক্ষায় পাস করেছিল ৮৭.৩৩ শতাংশ ছাত্র-ছাত্রী। যা ২০২২ সালের তুলনায় কম। গতবার এই হার ছিল ৯২.৭১ শতাংশ। ১৬ লক্ষ ৬০ হাজার ৫১১ জন ছাত্র-ছাত্রী দ্বাদশের পরীক্ষা দিয়েছিল ২০২৩ সালে। যার মধ্যে ১৪ লক্ষ ৫০ হাজার ১৭৪ জন পাস করেছিল। শতাংশের বিচারে যা ৮৭.৩৩। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি ছিল। ৯০.৬৮ শতাংশ ছাত্রী এবার দ্বাদশের বোর্ড পরীক্ষায় পাশ করেছিল। অন্যদিকে, ছেলেদের পাসের হার ছিল ৮৪.৬৭ শতাংশ। ছাত্রদের থেকে ছাত্রীদের পাসের হার বেশি ছিল দশমেও। ছাত্রীদের পাসের হার ছিল ৯৪.২৫ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ছিল ৯২.২৭ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ১.৯৮ শতাংশ পাসের হার বেশি ছিল ছাত্রীদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI