KV Admission Revised Guidelines: উঠে যাচ্ছে এমপি কোটা, কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তিতে নয়া নিয়মাবলী জারি
KV Admission: দেশে প্রায় ১২০০-এর বেশি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। পড়ুয়ার সংখ্যা ১৪.৩৫ লক্ষের বেশি। লোকসভায় ৫৪৩ সাংসদ, রাজ্যসভায় ২৪৫ জন সাংসদ। মোট তাঁদের সংরক্ষণে প্রত্যেক বছর ৭ হাজার ৮৮০টি সিট থাকে।
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে বাতিল করা হল একাধিক সংরক্ষণ (quota)। তার মধ্যে উল্লেখযোগ্য, কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে এমপি কোটা (MP Quota) ছিল তাও বন্ধ এবার থেকে। এই সিদ্ধান্তের ফলে গোটা দেশের সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya) মিলিয়ে প্রায় ৪০ হাজার আসন ফাঁকা মিলবে।
কী কী নিয়ম করা হল?
দেশের বিভিন্ন কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কুলগুলিতে ভর্তির জন্য সংরক্ষিত সিটের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (Kendriya Vidyalaya Sangathan)। তার রিভিউয়ের সপ্তাহ খানেক পরই এমন নির্দেশিকা জারি করা হল কেন্দ্রের তরফে।
দেশে প্রায় ১২০০-এর বেশি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। যেখানে পড়ুয়ার সংখ্যা ১৪.৩৫ লক্ষেরও বেশি। লোকসভায় ৫৪৩ সাংসদ এবং রাজ্যসভায় ২৪৫ জন সাংসদ। সবমিলিয়ে তাঁদের সংরক্ষণে প্রত্যেক বছর ৭ হাজার ৮৮০টি সিট থাকে।
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন দ্বারা জারি হওয়া নতুন নিয়মাবলী অনুযায়ী, সরকার এও সিদ্ধান্ত নিয়েছে যে কোভিড মহামারীর কারণে অনাথ শিশুদের জন্য 'পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম'-এর অধীনে কেন্দ্রীয় বিদ্যালয়ে (কেভি) কোনও শ্রেণির ছাত্রসংখ্যার উপরে ভর্তির জন্য বিবেচনা করা হবে।
কীভাবে হবে ভর্তি প্রক্রিয়া?
জেলা ম্যাজিস্ট্রেটের দেওয়া একটি তালিকার ভিত্তিতে ভর্তি করা হবে, প্রতি কেন্দ্রীয় বিদ্যালয়ে ১০ জন শিশুর সাপেক্ষে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং জুন পর্যন্ত চলবে।
বিশেষ নিয়মের অধীনে, সাংসদদের একটি কেন্দ্রীয় বিদ্যালয়ে ১০ জন শিশুকে ভর্তির সুপারিশ করার ক্ষমতা ছিল। এমনকী একজন জেলা ম্যাজিস্ট্রেটের কেন্দ্রীয় বিদ্যালয়ে 'স্পনসরিং অথরিটি কোটা'র অধীনে ১৭ জন শিক্ষার্থীর সুপারিশ করার ক্ষমতা ছিল।
আধিকারিকদের মতে, এই সমস্ত বিশেষ সুবিধা বন্ধ করে দেওয়ার ফলে একটি ক্লাসে অতিরিক্ত ছাত্র ভর্তি নেওয়ার প্রবণতাও কমবে। এক উচ্চপদস্থ কর্মীর মতে, 'এই সংরক্ষণের জন্য স্কুলগুলিতে তফশিলি ও উপজাতি সংরক্ষণের সামগ্রিক শতাংশকেও বিকৃত করেছে। শিক্ষামন্ত্রী এবং চেয়ারম্যানের দ্বারা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কার্যকারিতা পর্যালোচনা করা হয়। দেখা গেছে যে এই কোটার ফলে শ্রেণিকক্ষে ভিড় বাড়ে, ছাত্র-শিক্ষক অনুপাত এবং পাঠদান ও শেখার মানকে বিরূপভাবে প্রভাবিত করে।'
'অন্যদিকে, স্থানান্তরযোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সন্তানেরা যাদের ভর্তিতে অগ্রাধিকার দেওয়া উচিত তারা কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে তাদের সঠিক জায়গা খুঁজে পায়না। ফলে সবদিক বিবেচনা করে সংরক্ষণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
এছাড়া আর কী কী নিয়মে বদল?
শুধু সাংসদের কোটাতেই কাঁচি চলেনি। আগে শিক্ষামন্ত্রকের কর্মচারীদের সংরক্ষণে, এমপি এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় বিদ্যালয় কর্মচারীদের সন্তান এবং নির্ভরশীল নাতি-নাতনি এবং স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যানের বিবেচনামূলক কোটায় ১০০ জন পড়ুয়া ভর্তি হতে পারত। সেই সবই বন্ধ করে দেওয়া হয়েছে।
যে বিশেষ কোটার নিয়ম এখনও বজায় রাখা হয়েছে তার মধ্যে রয়েছে পরম বীর চক্র, মহা বীর চক্র, বীর চক্র, অশোক চক্র, কীর্তি চক্র এবং শৌর্য চক্র প্রাপ্তদের সন্তানদের ভর্তি; জাতীয় বীরত্ব পুরস্কার প্রাপক; রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) কর্মীদের ১৫ সন্তান; সেই সকল কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের সন্তান যারা কর্মরত অবস্থায় মারা গেছেন এবং শিশু যারা চারুকলায় বিশেষ প্রতিভা দেখিয়েছে।
আরও পড়ুন: WBCS Exam Preparation: স্বচ্ছ ধারণা থাকলেই বাজিমাত! WBCS-এ কীভাবে ইকোনমিকস, পলিটির প্রস্তুতি?
কেন্দ্রীয় সরকার গত বছর অর্থাৎ ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ভর্তির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিবেচনামূলক কোটা বাতিল করেছিল। কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সুপারিশের প্রক্রিয়াও বাতিল করা হয়েছিল।
২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য সংশোধিত নির্দেশিকা অনুসারে, ভর্তিতে সংরক্ষণ শুধুমাত্র এসসি, এসটি, ওবিসি এবং প্রতিবন্ধী শিশুদের জন্য বাড়ানো হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI