JEE Main 2023: জয়েন্ট এন্ট্রাস ২০২৩ মেন- এর সেশন ১- এর পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে? জানুন বিস্তারিত
JEE Main 2023 Exam: Joint Entrance Examination (JEE Main)- এর মধ্যে দুটো পেপারে পরীক্ষা হবে।
JEE Main 2023: জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা পিছনোর দাবি তুলেছেন পরীক্ষার্থীরা। JEE Main 2023- এর সেশন ১- এর পরীক্ষা পিছনোর দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন পরীক্ষার্থীদের একাংশ। জানুয়ারি মাসে এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সম্প্রতি JEE Main 2023- এর সেশন ১- এর পরীক্ষার জন্য ডেটা শিট রিলিজ করেছে। সেখানে বলা হয়েছে আগামী ২৪ জানুয়ারি এই পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ৩১ জানুয়ারি। গুরুত্বপূর্ণ এই পরীক্ষা বোর্ড পরীক্ষার মাত্র ১৫ দিন আগে নির্ধারিত হয়েছে। আর সেই জন্যই তা পিছনোর দাবি তুলেছেন পরীক্ষার্থীদের একাংশ। দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি। আর প্র্যাকটিকাল পরীক্ষা হওয়ার কথা রয়েছে জানুয়ারি মাসে। দুটো পরীক্ষার মধ্যে খুবই কম ব্যবধান থাকার কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা পিছনোর কথা বলেছেন। postponeJEEMains- এই হ্যাশট্যাগ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। যেসব পড়ুয়া সিবিএসই (দ্বাদশ শ্রেণি) বোর্ড পরীক্ষা এবং JEE Main 2023 সেশন ওয়ান দেবেন, তাঁদের অনেকেই নিজেদের দাবি সোশ্যাল মিডিয়ায় পেশ করে শিক্ষা মন্ত্রক এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)- কে ট্যাগও করেছেন।
পরীক্ষা সম্পর্কে কী কী জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি
Joint Entrance Examination (JEE Main)- এর মধ্যে দুটো পেপারে পরীক্ষা হবে। Paper 1 (BE/BTech)- এই পরীক্ষা নেওয়া হবে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ভাগ যেমন- BE/BTech- এ ভর্তির জন্য। NITs, IIITs এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারের অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান, বিভিন্ন রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে JEE (Advanced)- এর একটি এলিজিবিলিটি টেস্ট। মূলত আইআইটিগুলিতে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হবে। Paper 2- পরীক্ষা নেওয়া হবে দেশের BArch এবং BPlanning কোর্সগুলিতে ভর্তির জন্য।
পরীক্ষার দিনক্ষণ
NTA ঘোষণা করেছে প্রথম সেশনের পরীক্ষা হবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২৪ থেকে ৩১ জানুয়ারির মধ্যে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ৬ থেকে ১২ এপ্রিলের মধ্যে। JEE (Main) 2023- এর প্রথম সেশনের ক্ষেত্রে কেবল সেশন ১ দেখা যাবে এবং পরীক্ষার্থীরা সেখানে পরীক্ষা দিতে পারবেন। একই জিনিস হবে দ্বিতীয় সেশনেও। ইনফরমেশন বুলেটিনে প্রাপ্ত তথ্য অনুসারে সেশন ২- এর অ্যাপ্লিকেশন উইন্ডো পুনরায় খোলা হবে। একটি নোটিসের মাধ্যমে তার নোটিফিকেশনও দেওয়া হবে বলে জানিয়েছে NTA।
আরও পড়ুন- হাতে বাকি ২৪ ঘণ্টা,৭৮৭টি সিআইএসএফ পদে হবে নিয়োগ,এঁরা করতে পারবেন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI