Madhyamik Exam 2024: প্রশ্নপত্রের ছবি তোলায় বাতিল ২ মাধ্যমিক পরীক্ষার্থীর উত্তরপত্র
Madhyamik Pariksha: প্রশ্নপত্রের ছবি তোলা বা তোলার চেষ্টা করা হলে কড়া পদক্ষেপ করা হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই কড়া পদক্ষেপ করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের ছবি তোলায় বাতিল করা হল দুই মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা। প্রশ্নপত্রে লুকনো কোড দেখে খুঁজে বের করা গিয়েছে পরীক্ষার্থীদের।
অভিযুক্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র বাজেয়াপ্ত করা হচ্ছে, জানাল পর্ষদ। লুকোনো ক্রমিক নম্বরে কাজ হয়েছে, প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর। শুক্রবার শুরু হল মাধ্যমিক। পরীক্ষায় বসেছে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে। সেখানে বলা হয়েছিল, প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকনো রয়েছে। কেউ পাতার ছবি তুললে সেই ছবি দেখে বোঝা যাবে কে ছবিটি তুলেছে। তা জানা গেলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা সেই বছরের জন্য পুরোপুরি বাতিল হয়ে যাবে- এমনটাই পরীক্ষার্থীদের বুঝিয়ে বলার জন্য পরীক্ষা হলের গার্ডদের বলা হয়েছে। পরপর কয়েক বছর ধরে বারবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ছবি বাইরে এসেছে। বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। সেটি আটকাতেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
শুক্রবার শুরু হল মাধ্যমিক। পরীক্ষায় বসেছে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। সকাল পৌনে ১০ টা থেকে শুরু হয় জীবনের প্রথম বড় পরীক্ষা। শেষ হবে দুপুর ১টায়। প্রসঙ্গত, এর আগে সকাল ১০ টায় পরীক্ষা শুরু হত। ১৯৮৮ সালে দুপুর ১২ টায় চালু হয় মাধ্য়মিক। দীর্ঘ ৩৫ বছর পর আবার সকালে ফিরল মাধ্য়মিক পরীক্ষা।
মাধ্যমিকের প্রথম দিনে কয়েকটি স্কুল পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বিধাননগর মিউনিসিপাল স্কুল সহ সল্টলেকের কয়েকটি সকুল পরিদর্শন করেন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা। বিধাননগর পুরসভার ডেপুটি মেয়রের নেতৃত্বে বৈশাখী ফুটব্রিজ থেকে পরীক্ষার্থীদের বিনামূল্য়ে অটো ও টোটো পরিষেবা দেওয়া হয়। কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য় কিশোর রাউতের নেতৃত্বে উল্টোডাঙার ৩টি সকুলের ২১৬ জন পরীক্ষার্থীকে গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্টোডাঙার সারদা প্রসাদ ইন্সটিটিউশন ফর গার্লস সকুলে পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে বেলগাছিয়া উর্দু হাইস্কুলের এক ছাত্রী। আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
কলকাতার মতো জেলাতেও নির্বিঘ্নে মিটল মাধ্য়মিক পরীক্ষার প্রথম দিন। আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল বন দফতর। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে হাসপাতালে বসেই পরীক্ষা দিল এক কোভিড আক্রান্ত পরীক্ষার্থী।
আরও পড়ুন: প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের নির্দেশ! কারা থাকবেন ওই তালিকায়?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
