Dev on Ghatal: 'ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না', বড় ঘোষণা দেবের
Dev on Ghatal Master Plan: আজ ঘাটালে গিয়ে দেব বলেন, 'ঘাটাল মাস্টারপ্ল্যান এমন একটা প্ল্যান, যেটা ৩ মাসে সম্ভব নয়। আমি জুন মাসে জিতেছি, এটা সেপ্টেম্বর'
কলকাতা: 'ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন, সবাই মিলে পাশে থাকতে হবে', বানভাসি ঘাটালের পরিস্থিতি পরিদর্শনের পর মন্তব্য তৃণমূল সাংসদ দেবের। আজ, রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে পৌঁছে গিয়েছিলেন সাংসদ দেব। একদিকে চলছে তাঁর নতুন ছবি 'খাদান'-এর শ্যুটিং। সেই ব্যস্ততা থাকলেও, বন্যা পরিস্থিতিতে ঘাটালের পাশে থাকার চেষ্টা করছেন দেব। এর আগেও তিনি ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গিয়েছিলেন দেব। আর রবিবার ফের তাঁকে দেখা গেল তাঁর নির্বাচনী এলাকায়।
আজ ঘাটালে গিয়ে দেব বলেন, 'ঘাটাল মাস্টারপ্ল্যান এমন একটা প্ল্যান, যেটা ৩ মাসে সম্ভব নয়। আমি জুন মাসে জিতেছি, এটা সেপ্টেম্বর। প্রতিশ্রুতি দিয়েছি বলে, কেউ যদি মনে করেন ৩ মাসের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি হয়ে যাবে, সেটা তো ভুল। ঘাটাল মাস্টারপ্ল্যান পুরোপুরি তৈরি করতে অন্তত ৫ বছর লাগবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে আমরা কন্সটাকসনের কাজ শুরু করব। যদি 'ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না'
বছর বছর বন্যা হলেও, ঘাটাল মাস্টার প্ল্যান এখনও বাস্তবায়িত হয়নি। লোকসভায় দেব নিজে বিষয়টি বার বার তুলে ধরেছেন। কেন্দ্রের সঙ্গে সংঘাতের মধ্যে রাজ্য জানায়, নিজেদের খরচেই মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে। এদিন সেই নিয়ে প্রশ্ন করলে দেব বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন, সবাই মিলে পাশে থাকতে হবে। সব ঠিক থাকলে জানুয়ারি-বা ফেব্রুয়ারি মাসে নির্মাণের কাজ শুরু করতে পারব আশাকরি।" দেব আরও বলেন, "মাস্টার প্ল্যানের যে সুপারিশ করে মান সিংহ কমিটি, তা যদি বাস্তবায়িত হয়, তাহলে ঘাটালের অর্ধেক নদী হয়ে যাবে। অনেকগুলি জায়গাকে নদীতে পরিণত করতে হবে। সেটা সম্ভব নয়। তাই নতুন প্ল্যান অনুযায়ী, চার কিলোমিটার জমিকে বাঁধে পরিণত করে দু'টি নদীকে মেলাতে হবে। কাজ শুরু হয়ে গিয়েছে জমি অধিগ্রহণ চলছে।"
রবিবার প্রথমে স্পিড বোটে চেপে জলবন্দি এলাকাগুলি ঘুরে দেখেন দেব। তার পর ভটভটিতে চেপেও ঘোরেন। পানা কাটিয়ে এগিয়ে চলে ভটভটি। সেখানকার একটি মাঠে এত জল জমে গিয়েছে, যা তা নদীর আকার ধারণ করেছে। সেই মাঠের পিছনের এলাকা, অজতনগর ১ নং গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যান দেব। মন্ত্রী জাভেদ খানকেও দেখা যায় দেবের সঙ্গে। পাশাপাশি, নৌকাবোঝাই করে ত্রাণসামগ্রীও নিয়ে যাওয়া হয়। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকও। (Ghatal Flood Situation)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।