Top Social Post: ভিড়ের মধ্যে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রণবীর, কাঞ্চন-শ্রীময়ীর মেহেন্দির ছবি, আজকের সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
প্রবল ভিড়ে দীপিকাকে আগলে রণবীর সিংহ, ভাইরাল ভিডিও
বৃহস্পতিবার সকালে জল্পনায় সিলমোহর দেন রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মা হচ্ছেন 'মাস্তানি', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তারকা দম্পতি। আর ওইদিনই অনেকটা রাতে তাঁরা পৌঁছলেন জামনগরে। অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছন 'দীপবীর'। গাড়িতে উঠতে যেতেই ঘিরে ধরে পাপারাৎজিরা। । সেই আবহেই বৃহস্পতিবার বেশ অনেকটা রাতেই গুজরাতের জামনগরে পৌঁছলেন হবু অভিভাবক রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। বিমান থেকে নেমে গাড়ি পর্যন্ত পৌঁছতেই হিমশিম খেতে হল দম্পতিকে। সন্তানসম্ভবা দীপিকা, ফলে ভিড় বাঁচিয়ে সাবধানে গাড়িতে পৌঁছনোই ছিল সকলের লক্ষ্য। নিরাপত্তারক্ষী, পুলিশের পাশাপাশি রণবীরও একেবারে ঢালের মতো আগলে গাড়িতে তুললে স্ত্রীকে। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
View this post on Instagram
কাঞ্চন-শ্রীময়ীর মেহেন্দির ছবি
১৪ ফেব্রুয়ারি সেরেছেন আইনি বিয়ে। আগামী ৬ মার্চ সামাজিক বিয়ে সারবেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তুঙ্গে অনুষ্ঠানের প্রস্তুতি। বৃহস্পতিবার মেহেন্দির অনুষ্ঠান সারলেন বাড়িতে। হাজির ছিলেন হবু দম্পতির পরিবারের লোকজন ও কাছের বন্ধুবান্ধব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একগুচ্ছ ছবি। কমলা ও লালের মিশেলে ঝলমলে লেহঙ্গায় নজর কাড়লেন শ্রীময়ী চট্টরাজ। সঙ্গে সাদা শার্ট প্যান্টে কাঞ্চন। তবে শুধু কনেই নয়, ছোট্ট মেহেন্দির ছোঁয়া বরের হাতেও। দুই হাত জুড়ে সুন্দর মেহেন্দি পরে সেই ছবিও পোস্ট করেন অভিনেত্রী। তাতে লেখালেন প্রিয় মানুষ কাঞ্চনের নাম। বাদ যান না অভিনেতাও। গোটা হাত জুড়ে না হোক, হবু স্ত্রীয়ের প্রতি ভালবাসা থেকেই হাতে লিখলেন, 'শ্রী'। শুধু মেহেন্দি পরাই নয়, নাচ গান হই হুল্লোড় করে দিন কাটালেন হবু দম্পতি। তুলেছেন একগুচ্ছ ছবি। মজার মুহূর্ত পোস্টে ভাগ করে নিয়ে লিখলেন, 'ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ফরএভার। নাচ, গান আর হুল্লোড়।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।