Filmfare Awards Bangla 2024: আসছে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা', রইল মনোনয়নের সম্পূর্ণ তালিকা
Filmfare Awards Bangla: সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী থেকে সেরা ডেবিউ পরিচালক, ডেবিউ অভিনেত্রী, সেরা সিনেম্যাটোগ্রাফার ইত্যাদি একাধিক বিভাগের মনোনয়ন তালিকা এল প্রকাশ্যে।
![Filmfare Awards Bangla 2024: আসছে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা', রইল মনোনয়নের সম্পূর্ণ তালিকা Full List of Nominations for the Joy Filmfare Awards Bangla 2024 Filmfare Awards Bangla 2024: আসছে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা', রইল মনোনয়নের সম্পূর্ণ তালিকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/26/cd0aecf2b2c524e875c1b9c253945c411711457876099229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ফের সময় এসে গিয়েছে বাংলা ছবির অন্যতম পুরস্কার বিতরণী অনুষ্ঠান 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা'র (Joy Filmfare Awards Bangla)। মর্যাদাপূর্ণ 'ব্ল্যাক লেডি' ফের হাজির হতে চলেছেন শহরের বুকে। আগামী ২৯ মার্চ ২০২৪, শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছে ঝাঁ চকচকে তারকাখচিত সন্ধ্যার যেখানে বাংলা সিনে দুনিয়ার প্রতিভাবান শিল্পীদের সম্মানিত করা হবে। তবে কোন বিভাগে মনোনয়ন (nominations) পেয়েছেন কে কে? সেরা ছবি থেকে সেরা অভিনেতা, তালিকায় কোন কোন নাম?
'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা'র সম্পূর্ণ মনোনয়ন তালিকা:
সেরা ছবি
অর্ধাঙ্গিনী
বাঘা যতীন
দশম অবতার
কাবুলিওয়ালা
প্রধান
রক্তবীজ
সেরা পরিচালক
অরুণ রায় (বাঘা যতীন)
অতনু ঘোষ (শেষ পাতা)
অভিজিৎ সেন (প্রধান)
কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (রক্তবীজ)
সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার)
সুমন ঘোষ (কাবুলিওয়ালা)
সেরা ছবি (ক্রিটিক্স)
মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)
নিহারীকা (ইন্দ্রাশিস আচার্য)
পালান (কৌশিক গঙ্গোপাধ্যায়)
শেষ পাতা (অতনু ঘোষ)
শহরের উষ্ণতম দিনে (অরিত্র সেন)
মুখ্য চরিত্রে সেরা অভিনেতা
অনির্বাণ চক্রবর্তী (দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান)
দেব (বাঘা যতীন)
দেব (প্রধান)
জিৎ (মানুষ)
মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)
পরমব্রত চট্টোপাধ্যায় (শিবপুর)
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা)
সেরা অভিনেতা (ক্রিটিক্স)
অঞ্জন দত্ত (পালান)
মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা)
ঋত্বিক চক্রবর্তী (মায়ার জঞ্জাল)
শিলাজিৎ মজুমদার (নিহারীকা)
সুব্রত দত্ত (সমরেশ বসুর প্রজাপতি)
মুখ্য চরিত্রে সেরা অভিনেত্রী
চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
জয়া আহসান (দশম অবতার)
কোয়েল মল্লিক (জঙ্গলে মিতিন মাসি)
ঋতাভরী চক্রবর্তী (ফাটাফাটি)
সোলাঙ্কি রায় (শহরের উষ্ণতম দিনে)
স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
সেরা অভিনেত্রী (ক্রিটিক্স)
অনুরাধা মুখোপাধ্যায় (নিহারীকা)
অপি করিম (মায়ার জঞ্জাল)
গার্গী রায়চৌধুরী (শেষ পাতা)
মমতা শঙ্কর (পালান)
স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
তাসনিয়া ফারিণ (আরো এক পৃথিবী)
সেরা সহ অভিনেত্রী
অনসূয়া মজুমদার (রক্তবীজ)
অপরাজিতা আঢ্য (চিনি ২)
জয়া আহসান (অর্ধাঙ্গিনী)
মল্লিকা মজুমদার (নিহারীকা)
শ্রাবন্তী চট্টোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান)
সেরা সহ অভিনেতা
অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী)
অনির্বাণ ভট্টাচার্য (দশম অবতার)
অনির্বাণ চক্রবর্তী (প্রধান)
যীশু সেনগুপ্ত (দশম অবতার)
কৌশিক গঙ্গোপাধ্যায় (আরো এক পৃথিবী)
সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)
বিক্রম চট্টোপাধ্যায় (শেষ পাতা)
সেরা মিউজিক অ্যালবাম
অর্ধাঙ্গিনী (অনুপম রায়)
দশম অবতার (অনুপম রায়)
কাবুলিওয়ালা (ইন্দ্রদীপ দাশগুপ্ত)
মায়াকুমারী (বিক্রম ঘোষ)
মিথ্যে প্রেমের গান (কুন্তল দে, রণজয় ভট্টাচার্য, সৌম্য ঋত)
শহরের উষ্ণতম দিনে (নবারুণ বসু ও আকাশ চক্রবর্তী)
সেরা লিরিক্স
অনুপম রায় - আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার)
অনুপম রায় - আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী)
অরিত্র সেনগুপ্ত ও রণজয় ভট্টাচার্য - নীরবতায় ছিল (মিথ্যে প্রেমের গান)
কৌশিক গঙ্গোপাধ্যায় - আমি আর ও (পালান)
ঋতম সেন - জানি অকারণ (ফাটাফাটি)
সেরা গায়ক
অনুপম রায় - আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার)
অনুপম রায় - ফিরে এসো (প্রধান)
অরিজিৎ সিংহ - ভাবো যদি (কাবুলিওয়ালা)
অরিজিৎ সিংহ - জিয়া তুই ছাড়া (বিয়ে বিভ্রাট)
ইশান মিত্র ও রণজয় ভট্টাচার্য - নীরবতায় ছিল (মিথ্যে প্রেমের গান)
মাহতিম শাকিব - তুমি জানতেই পারোনা (চিনি ২)
রূপম ইসলাম - শেষ বলে কিছু আছে কি (শেষ পাতা)
সেরা গায়িকা
অবর্ণা রায় - মলয় বাতাসে (নিহারীকা)
অন্তরা মিত্র - জানি অকারণ (ফাটাফাটি)
অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী - নাক্কু নাকুড় না যাও (রক্তবীজ)
ইমন চক্রবর্তী - আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী)
গার্গী রায়চৌধুরী - আমার জ্বলেনি আলো (শেষ পাতা)
সেরা অরিজিন্যাল গল্প
অতনু ঘোষ (শেষ পাতা)
কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
কৌশিক গঙ্গোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান)
নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেন (রক্তবীজ)
সেরা চিত্রনাট্য
অতনু ঘোষ (শেষ পাতা)
ইন্দ্রনীল রায়চৌধুরী ও সুগত সিন্হা (মায়ার জঞ্জাল)
সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার)
জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল (রক্তবীজ)
সেরা সংলাপ
অতনু ঘোষ (শেষ পাতা)
কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
শ্রীজীব (কাবুলিওয়ালা)
সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার)
জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল (রক্তবীজ)
সেরা আবহ সঙ্গীত
অমিত চট্টোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)
ইন্দ্রদীপ দাশগুপ্ত (দশম অবতার)
ইন্দ্রদীপ দাশগুপ্ত (কাবুলিওয়ালা)
জয় সরকার (নিহারীকা)
নীলায়ন চট্টোপাধ্যায় (বাঘা যতীন)
সন্তজিৎ চট্টোপাধ্যায় (ঘাসজমি)
সেরা সম্পাদনা
আমির মণ্ডল (সমরেশ বসুর প্রজাপতি)
মলয় লাহা (রক্তবীজ)
প্রণয় দাশগুপ্ত (দশম অবতার)
সুজয় দত্ত রায় (শেষ পাতা)
সুমন্ত্র রায় (ঘাসজমি)
সুমিত ঘোষ (মায়ার জঞ্জাল)
সেরা সাউন্ড ডিজাইন
অমিত কুমার দত্ত (বাঘা যতীন)
অনিন্দিত রায় ও আদীপ সিংহ মানকি (শেষ পাতা)
অনিন্দিত রায় ও আদীপ সিংহ মানকি (দশম অবতার)
দীপঙ্কর চাকি (রক্তবীজ)
শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল)
সুকান্ত মজুমদার (নিহারীকা)
সেরা সিনেম্যাটোগ্রাফি
ইন্দ্রনীল মুখোপাধ্যায় (মায়ার জঞ্জাল)
প্রতীপ মুখোপাধ্যায় (রক্তবীজ)
রাণা প্রতাপ কারফর্মা (ঘাসজমি)
শান্তনু দে (নিহারীকা)
সৌমিক হালজার (দশম অবতার)
সৌমিক হালজার (শেষ পাতা)
শুভঙ্কর ভড় (কাবুলিওয়ালা)
সেরা প্রোডাকশন ডিজাইন
বাবলু সিংহ (বাঘা যতীন)
গৌতম বসু (শেষ পাতা)
কৌশিক দাস (মায়ার জঞ্জাল)
নাফিসা আলি খাতুন (রক্তবীজ)
শিবাজী পাল (দশম অবতার)
তন্ময় চক্রবর্তী (কাবুলিওয়ালা)
তন্ময় চক্রবর্তী (পালান)
সেরা কস্টিউম
জয়ন্তী সেন (বাঘা যতীন)
ঋতরূপা ভট্টাচার্য (মায়ার জঞ্জাল)
সঞ্চিতা ভট্টাচার্য (বগলা মামা যুগ যুগ জিও)
সুলগ্না চৌধুরী ও নিঘাত ইমন (অর্ধাঙ্গিনী)
সেরা ডেবিউ অভিনেত্রী
সৌমিতৃষা কুণ্ডু (প্রধান)
সৃজা দত্ত (বাঘা যতীন)
তাসনিয়া ফারিণ (আরো এক পৃথিবী)
সেরা ডেবিউ পরিচালক
অরিত্র সেন (ঘরে ফেরার গান)
পরমা নেওটিয়া (মিথ্যে প্রেমের গান)
শ্রীজাত (মানবজমিন)
সুমন্ত্র রায় (ঘাসজমি)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)