এক্সপ্লোর

Top Entertainment News Today: প্রকাশ্যে 'হীরামাণ্ডি'র প্রথম টিজার, বাড়ি ছাড়তে হল নিক-প্রিয়ঙ্কাকে! বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: প্রকাশ্যে এল সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhanshali) পরিচালিত 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' (Heeramandi: The Diamond Bazaar) সিরিজের প্রথম টিজার। নিজেদের বাড়ি ছাড়তে কেন বাধ্য হলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাস (Nick Jonas)? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

প্রকাশ্যে 'হীরামাণ্ডি'র প্রথম লুক টিজার

বহু প্রতীক্ষার অবসান। 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' ওয়েব সিরিজের প্রথম লুক টিজার প্রকাশ্যে এল। এই সিরিজের হাত ধরে ওয়েব প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা ভনশালী। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজ। মণীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখের মতো তাবড় অভিনেত্রীদের দেখা যাবে এই সিরিজে। গণিকাবৃত্তির এক উল্লেখযোগ্য অধ্যায় তুলে ধরা হবে এই সিরিজে। এই সকল অভিনেত্রীকে দেখা যায় সোনালী বা হলুদের আভা সম্পন্ন পোশাকে, তারই মধ্যে নজর কাড়েন সোনাক্ষী সিন্হা, একেবারে কালো পোষাকে। তাঁর দৃষ্টিও কেড়েছে নজর। প্রথম লুক দেখে মনে হতে পারে, তাঁর কোনও গোপন উদ্দেশ্য রয়েছে। তাই কি? সিরিজে কি তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে? প্রায় ১ মিনিটের বেশি সময় ধরে চলা টিজারে রিচাকে দেখা গেল কনের সাজে, মণিষাকে দেখা গেল কাউকে খুন করতে, অদিতি ও শর্মিন সেহগলের হাতে পিস্তলের দেখা মিলল যার প্রেক্ষাপটে রয়েছে প্রাক-স্বাধীনতার সময়ের ভারত ও স্বাধীনতা সংগ্রাম।

প্রতারণার শিকার আলিয়ার 'প্রেমিক'! 

প্রতারণার শিকার (fraud) আলিয়া ভট্টের (Alia Bhatt) 'প্রেমিক'। বিখ্যাত নৃত্যশিল্পী (Dancer) ও অভিনেতা (Actor) শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari) সম্প্রতি শেয়ার করেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা। অনুরাগীদের সঙ্গে তাঁর প্রতারিত হওয়ার ব্যাপারে জানান এবং একইসঙ্গে দ্রুত পদক্ষেপের দাবি করেছেন। তাঁর পোস্ট দেখে পরিষ্কার যে, এই ডিজিট্যাল যুগে কেবল সাধারণ মানুষ নন, যে কোনও মুহূর্তে যে কোনও ধরনের প্রতারণার শিকার হতে পারেন তারকারাও। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে একটি অভিযোগ করেন শিল্পী। তিনি লেখেন, 'অবিশ্বাস্য! আমার অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতারণার শিকার - একটি কার্ড জেনারেট হয়েছে আমার অজান্তেই। কোনও ওটিপি পাইনি। এবং আমাক রেজিস্টার্ড ইমেল ও ফোন নং বদলে দেওয়া হয়েছে কোনও ভেরিফিকেশন ছাড়াই!... দ্রুত পদক্ষেপ নিয়ে অ্যাকাউন্টের নিরাপত্তা ফিরিয়ে আনলে এবং এই আজব পরিস্থিতি থেকে উদ্ধার করলে খুবই বাধিত থাকব।' তাঁর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য একটি কার্ড তৈরি করা হয়েছে এবং তাঁর ফোন নং, ইমেল আইডি বদলে দেওয়া হয়েছে। এই ঘটনা এককথায় ভয়ঙ্করই বলা চলে। 

সোশ্যাল মিডিয়ায় গায়ক গৌরবের বিরুদ্ধে বিস্ফোরক তরুণী

 গুরুতর অভিযোগ 'সা রে গা মা পা' (Sa Re Ga Ma Pa) খ্যাত গায়ক গৌরব সরকারের (Gourab Sarkar) বিরুদ্ধে। বিয়ের কথা দিয়ে সম্পর্ক ভেঙে দেওয়ার অভিযোগ উঠল গায়কের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুললেন শ্রেয়সী চট্টোপাধ্যায় (Sreyashi Chatterjee)। প্রোফাইল অনুসারে তিনিও গায়িকা ও রাজ্য সরকারের অর্থ ও রাজস্ব বিভাগে কর্মরতা। দিন দুই আগে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন শ্রেয়সী। গৌরব সরকারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন, তার ক্যাপশনে লেখেন, 'হ্যালো সকলে... আজ এমন কিছু পোস্ট করতে যাচ্ছি যা আমি সাধারণত কখনও পোস্ট করি না... বিগত অনেক মাস ধরে অনেকেই জানে যে আমি গায়ক গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে ছিলাম। আসলে পরশু অবধিও আমরা সম্পর্কে ছিলাম।' কিন্তু কী হল তারপর? সোশ্যাল মিডিয়ায় শ্রেয়সীর প্রোফাইল খানিক ঘাঁটলেই গৌরব সরকারের সঙ্গে অজস্র ছবি দেখতে পাওয়া যাবে। একাধিক ছবির ক্যাপশন দেখে স্পষ্ট একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। একসঙ্গে দার্জিলিংও ঘুরতে গিয়েছিলেন তাঁরা। তারপর? এই ট্রিপে গিয়েই নাকি সমস্যার সৃষ্টি হয়! শ্রেয়সী বলেন, 'কিন্তু আমি বুঝতেই পারিনি যে এই ট্রিপটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। ট্রিপ থেকে ফিরে গৌরবের মনে হয় আমি ওর জন্য পারফেক্ট নই, আমরা একসঙ্গে ভবিষ্যতে ভাল থাকতে পারব না।' তাঁর দাবি এর আগেও তাঁরা একসঙ্গে ঘুরতে গিয়েছেন, কিন্তু তখন কোনও 'সমস্যা'র কথা মনে হয়নি গৌরবের। ঘুরে ফেরার পর সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় গৌরব, দাবি শ্রেয়সীর। পোস্টেই শ্রেয়সী জানান যে, বাবা নেই তাঁর, মা-মেয়ে একা এই ঘটনার পর থেকে ভীত রয়েছেন। তিনি লেখেন, 'ভয় পাচ্ছি, সত্যি ভয় পাচ্ছি এবার...'। 

লস অ্যাঞ্জেলসে সাধের বাড়ি ছাড়তে 'বাধ্য' নিক-প্রিয়ঙ্কা

২০১৯ সাল থেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজেদের সাধের বাড়ি। লস অ্যাঞ্জেলসে নিজেদের বাড়িতে থাকতেন গ্লোবাল তারকা প্রিয়ঙ্কা চোপড়া ও তাঁর স্বামী, গায়ক নিক জোনাস। কিন্তু এবার সেই সুখের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলেন তারকা দম্পতি! কিন্তু কেন? কী এমন হল? আন্তর্জাতিক সংবাদ সংস্থা 'পেজ সিক্স' সূত্রে খবর, ওই বাড়িটি তাঁদের পক্ষে 'কার্যত বসবাসের অযোগ্য' হয়ে উঠছিল। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলসে নিজেদের প্রপার্টি নিয়ে সেখানেই পেতেছিলেন সাধের সংসার। কিন্তু সেই বাড়ি 'কার্যত বসবাসের অযোগ্য' হয়ে উঠেছে এখন। বাড়িটিতে জলের সমস্যার ফলে ক্ষতিগ্রস্ত (mold infestation) হচ্ছে গোটা প্রপার্টি এবং দম্পতি এখন বাড়ির বিক্রেতাদের সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছেন। সম্পত্তির ক্ষতির ফলে বাড়িটিকে 'স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বাসের ক্ষেত্রে বিপজ্জনক' করে তুলেছে। ৭টি বেডরুম, ৯টি বাথরুম, বাতানুকূল ওয়াইন সেলার, শেফস কিচেন, হোম থিয়েটার, বোলিং অ্যালে, স্পা, স্টিম শাওয়ার, জিম ও একটি বিলিয়ার্ড রুম সম্পন্ন এই বিলাসবহুল প্রপার্টি ২০১৯ সালে ২০ মিলিয়ন ডলার দামে কেনেন তারকা দম্পতি। ২০২৩ সালের মে মাসে দায়ের হওয়া মামলা অনুযায়ী, সম্পত্তি কেনার পর থেকেই পুল ও স্পায়ে সমস্যা দেখা যেতে শুরু করে। ওয়াটারপ্রুফিংয়ে সমস্যার ফলে 'ছত্রাকজাত দূষণ এবং সম্পর্কিত সমস্যা' দেখা যাচ্ছিল। অভিযোগে বলা হয় ওই একই সময়ে ডেকের ওপর বার্বিকিউ এরিয়াতেও জল লিকিংয়ের সমস্যা হয়। 

আরও পড়ুন: Suvosmita Exclusive: 'শোয়ের মধ্যেই মঞ্চে উঠে আমায় প্রায় মারতে এসেছিলেন..', কী ঘটেছিল 'ঐশানী'-র সঙ্গে?

প্রকাশ্যে অনিন্দ্য বসুর বই 'অস্থির আয়না'

সম্প্রতি শেষ হল '৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'। এই বছরই সেখানে প্রকাশ পেল গায়ক অনিন্দ্য বসুর বই 'অস্থির আয়না'। 'বার্তা প্রকাশনা'র হাত ধরে সাধারণ মানুষের জন্য আত্মপ্রকাশ করল এই বই। 'পরশপাথর' থেকে 'শহর', অনিন্দ্য বসুর পুরনো গান, ফেসবুকে প্রকাশিত বিভিন্ন লেখা একত্রিত করে এই বই লেখা হয়েছে। সমাজ, সাহিত্য এবং মানব মনের নানান যাপন নিয়ে বিভিন্ন ধরনের লেখার এক অনুভবি সংকলন এই বই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পরশপাথর ব্যান্ডের কিছু পুরনো সদস্য। ছিলেন চলচ্চিত্র পরিচালক, কবি ও লেখক পারমিতা মুন্সী, যাঁর 'হেমা মালিনী' ছবিতে কিছুদিন আগেই একটি বিশেষ ধরনের গানে প্লে ব্যাক করেছেন অনিন্দ্য।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Tab Scam: চা বাগানে বসে ট্যাব-‘প্রতারণা‘র ছক! কলকাতা পুলিশের জালে ২ চা শ্রমিক
চা বাগানে বসে ট্যাব-‘প্রতারণা‘র ছক! কলকাতা পুলিশের জালে ২ চা শ্রমিক
Winter Forecast: কাল থেকেই পারদ পতন, কবে থেকে শীতের আমেজ? জানিয়ে দিল হাওয়া অফিস
কাল থেকেই পারদ পতন, কবে থেকে শীতের আমেজ? জানিয়ে দিল হাওয়া অফিস
Viral Video: বিবর্ণ মুখ-স্থির দৃষ্টির 'জ্যান্ত ভূত' ঘুরছে পথে, রাত বাড়লেই ভয়ঙ্কর 'উপদ্রব' রাস্তায়
বিবর্ণ মুখ-স্থির দৃষ্টির 'জ্যান্ত ভূত' ঘুরছে পথে, রাত বাড়লেই ভয়ঙ্কর 'উপদ্রব' রাস্তায়
Bangladesh News: সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি সরাতে চান ৯০ শতাংশ বাংলাদেশি মুসলিম!
সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি সরাতে চান ৯০ শতাংশ বাংলাদেশি মুসলিম!
Advertisement
ABP Premium

ভিডিও

West Bengal News : লটারি-দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতায় ইডি-র হানাWeather Update: সপ্তাহান্তে হাওয়া বদল, কবে থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গে ?WB By Elcetion 2024 : উপনির্বাচনে জেলায় জেলায় অশান্তির ছবি, কোথাও চলল গুলি, কোথাও গাড়ির ভাঙচুরGaighata News : গাইঘাটাতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রতিবেশী যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tab Scam: চা বাগানে বসে ট্যাব-‘প্রতারণা‘র ছক! কলকাতা পুলিশের জালে ২ চা শ্রমিক
চা বাগানে বসে ট্যাব-‘প্রতারণা‘র ছক! কলকাতা পুলিশের জালে ২ চা শ্রমিক
Winter Forecast: কাল থেকেই পারদ পতন, কবে থেকে শীতের আমেজ? জানিয়ে দিল হাওয়া অফিস
কাল থেকেই পারদ পতন, কবে থেকে শীতের আমেজ? জানিয়ে দিল হাওয়া অফিস
Viral Video: বিবর্ণ মুখ-স্থির দৃষ্টির 'জ্যান্ত ভূত' ঘুরছে পথে, রাত বাড়লেই ভয়ঙ্কর 'উপদ্রব' রাস্তায়
বিবর্ণ মুখ-স্থির দৃষ্টির 'জ্যান্ত ভূত' ঘুরছে পথে, রাত বাড়লেই ভয়ঙ্কর 'উপদ্রব' রাস্তায়
Bangladesh News: সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি সরাতে চান ৯০ শতাংশ বাংলাদেশি মুসলিম!
সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি সরাতে চান ৯০ শতাংশ বাংলাদেশি মুসলিম!
Stock Market Today: আজ বাজার খুলতেই লাফাবে এই পাঁচ স্টক, ট্রেড সেটআপ কী রয়েছে 
আজ বাজার খুলতেই লাফাবে এই পাঁচ স্টক, ট্রেড সেটআপ কী রয়েছে 
Phone Hack: শুভেচ্ছা বার্তাতেও লুকিয়ে রয়েছে বিপদ! কোন মেসেজে ক্লিক করলেই হ্যাক হয়ে যাচ্ছে ফোন?
শুভেচ্ছা বার্তাতেও লুকিয়ে রয়েছে বিপদ! কোন মেসেজে ক্লিক করলেই হ্যাক হয়ে যাচ্ছে ফোন?
PM Vidyalakshmi Scheme: ১০ লাখ টাকা দেবে সরকার, এই পরিবারের ছাত্ররা পাবে সুবিধা
১০ লাখ টাকা দেবে সরকার, এই পরিবারের ছাত্ররা পাবে সুবিধা
Saltlake Accident: সল্টলেকে দুর্ঘটনায় প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে, শিশুর মৃত্যুর পর তৈরি হচ্ছে স্পিড ব্রেকার
সল্টলেকে দুর্ঘটনায় প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে, শিশুর মৃত্যুর পর তৈরি হচ্ছে স্পিড ব্রেকার
Embed widget