Tiku Weds Sheru: শেষ হল কঙ্গনা-নওয়াজউদ্দিনের 'টিকু ওয়েডস শেরু'-র শ্যুটিং
শেষ হল কঙ্গনা রানাউত (Kangana Ranaut) প্রযোজিত আর নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) অভিনীত 'টিকু ওয়েডস শেরু' (Tiku Weds Sheru) ছবির শ্যুটিং। আজ সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন খোদ কঙ্গনা
মুম্বই: শেষ হল কঙ্গনা রানাউত (Kangana Ranaut) প্রযোজিত আর নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) অভিনীত 'টিকু ওয়েডস শেরু' (Tiku Weds Sheru) ছবির শ্যুটিং। আজ সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন খোদ কঙ্গনা। সেইসঙ্গে প্রকাশ করেন অভিনেতা অভিনেত্রীদের লুকের ছবিও।
আজ কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন কঙ্গনা। সেখানে তিনি লেখেন, 'ভগবানের আশীর্বাদে আমরা মণিকর্ণিকা ফিল্মস প্রাইভেট লিমিটেড-এর প্রথম কাজ 'টিকু ওয়েডস শেরু' ছবির শ্যুটিং শেষ করতে পারলাম। এতজন মানুষের সঙ্গে কাজ করা সত্যিই একটা স্মরণীয় ব্যাপার। এই কাজটার সঙ্গে যুক্ত সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই কাজটার অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আর প্রত্যেকে যেভাবে খেটেছেন এই কাজটার জন্য সেটা আমায় আবেগতাড়িত করছে। সবাইকে আবারও অনেক ধন্যবাদ। এবার মানুষের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসব এই ছবিকে। খুব তাড়াকাড়ি প্রেক্ষাগৃহে আসছে 'টিকু ওয়েডস শেরু'।
আরও পড়ুন: কোভিডকে জয় করেও হৃদরোগে প্রয়াত অভিনেতা অমিতাভ দয়াল
অন্যদিকে, প্রযোজক একতা কপূরের (Ekta Kapoor) আগামী রিয়েলিটি শোয়ের সঞ্চালনার (Reality Show Host) দায়িত্বে থাকবেন কঙ্গনা। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে এই খবরটি নিশ্চিত করেন। যদিও পরে সেই পোস্ট তিনি মুছেও দেন। একটি পোস্ট করে তিনি লিখেছিলেন, 'আমার সর্বপ্রথম শো সঞ্চালনা করতে চলেছি! লেডি বস একতা কপূরের জন্য।'
একতা কপূরের অল্ট বালাজির সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডলে এই অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়েছে সম্প্রতি। পোস্টার শেয়ার করে লেখা হয়, 'একতা আর কপূর ঘোষণা করতে চলেছেন সবচেয়ে বড় এবং ভয়হীন রিয়েলিটি শো'।
ঘনিষ্ঠ সূত্রে খবর, একতা কপূর বিশাল বড় একটি রিয়েলিটি শো নিয়ে আসতে চলেছেন যা ভারতীয় দর্শক এর আগে দেখেননি। যদিও অনুষ্ঠানের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। শোয়ের মূল কনসেপ্টও এখনও অজানা। তবে বিভিন্ন সূত্র মারফত খবর এই ওটিটি শো বিখ্যাত মার্কিনি অনুষ্ঠান 'টেম্পটেশন আইল্যান্ড'-এর ভারতীয় সংস্করণ হতে চলেছে।