Kapil Sharma Death Threat: কপিল শর্মা, রাজপাল যাদবকে খুনের হুমকি, পাকিস্তান থেকে এল ইমেল
Kapil Sharma Rajpal Yadav: কপিল শর্মা সহ আরও ৩ তারকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। অভিনেতা রাজপাল যাদব, সুগন্ধ মিশ্র এবং কোরিওগ্রাফার রেমো ডিসুজাকেও (Remo D'Souza) একইসঙ্গে এই খুনের হুমকি দেওয়া হয়েছে।

মুম্বই: কপিল শর্মা সহ আরও ৩ তারকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। অভিনেতা রাজপাল যাদব, সুগন্ধ মিশ্র এবং কোরিওগ্রাফার রেমো ডিসুজাকেও (Remo D'Souza) একইসঙ্গে এই খুনের হুমকি দেওয়া হয়েছে। ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে এই হুমকি-বার্তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কপিল শর্মার (Kapil Sharma Death Threat) বন্ধু-বান্ধব এবং নিকটাত্মীয়দেরকেও এই মর্মে টার্গেট করা হতে পারে। ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। একইভাবে সুগন্ধ মিশ্র এবং রেমো ডিসুজাও এই মর্মে অভিযোগ দায়ের করেছেন।
জানা গিয়েছে রাজপাল যাদবের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১ নং ধারার অধীনে এই মর্মে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পাকিস্তান থেকে এরকম হুমকি-বার্তা পাঠানো হয়েছে ভারতীয় তারকাদের। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে ইমেল থেকে এই হুমকি এসেছে তা পাকিস্তানের। ইমেল আইডিটি হল don99284@gmail.com। যে ব্যক্তি এই হুমকি দিয়েছেন তিনি নিজেকে বিষ্ণু বলে পরিচয় দিয়েছেন। সেই ইমেলে বলা হয়েছে যে উক্ত তারকাদের সাম্প্রতিক কাজকর্মের উপর কড়া নজরদারি চলছে। ইমেলে লেখা রয়েছে, 'আমরা আপনার সাম্প্রতিক কাজকর্ম খুব কাছ থেকে নজর করছি। আমাদের বিশ্বাস একটি সংবেদনশীল ব্যাপার আপনাদের অবগত করানো দরকার। এটা কোনো পাবলিসিটি স্টান্ট নয় বা কোনোভাবে আপনাদের হয়রানি করানোর চেষ্টা নয়। আমাদের অনুরোধ যে আপনি এই মেসেজ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন।' যদি দাবি পূরণ না হয় তাহলে ভবিষ্যতে খুব খারাপ কিছু ঘটবে বলেও হুমকি দেওয়া হয়।
এই বার্তায় উল্লেখ ছিল যে ৮ ঘণ্টার মধ্যেই এর জবাব দেওয়ার জন্য। এও লেখা ছিল যে যদি কোনো জবাব না পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া হবে যে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। ইমেলের শেষে নিজের নাম 'বিষ্ণু' বলে লিখে দেওয়া হয়েছে।
এর আগে সলমন খান এবং শাহরুখ খানও খুনের হুমকি পেয়েছেন। ফলে এই হুমকি বলিউড জগতে প্রথম ঘটনা নয়। এপি ধীলনও পেয়েছেন খুনের হুমকি। সলমন খানকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের দল, এমনকী মুম্বইতে তার বাড়ির সামনে গুলিবর্ষণও করে এই দলের আততায়ীরা। এরপরে থেকেই নিরাপত্তা চরমে সলমন খানের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
