Rajasthan Wedding: শুধু পরিণীতি-রাঘব নন, ডেস্টিনেশন ওয়েডিং হিসেবে রাজস্থানকে বেছে নিয়েছেন একাধিক বলিউড তারকা
Parineeti-Raghav: রাঘব ও পরিণীতি প্রথম নয়, এর আগে বলিউডের একাধিক তারকা রাজস্থানে বিয়ে করেছেন। একঝলকে দেখে নেওয়া যাক সেই সব তারকাদের।
![Rajasthan Wedding: শুধু পরিণীতি-রাঘব নন, ডেস্টিনেশন ওয়েডিং হিসেবে রাজস্থানকে বেছে নিয়েছেন একাধিক বলিউড তারকা Rajasthan Wedding: From Vicky Katrina to Priyanka Nick Know about bollywood couple who choose Rajasthan as destination wedding, know in details Rajasthan Wedding: শুধু পরিণীতি-রাঘব নন, ডেস্টিনেশন ওয়েডিং হিসেবে রাজস্থানকে বেছে নিয়েছেন একাধিক বলিউড তারকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/18/6de0b4a956da894520c99f6a6e6c8fa0169503395923049_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সাত পাকে বাঁধা পড়া এখন খালি সময়ের অপেক্ষা। রাজস্থানের ওবেরয় উদয়ভিলার লীলা প্যালেসে সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আম আদমি পার্টি নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha)। ইতিমধ্যেই সেজে উঠেছে সেই রাজকীয় প্যালেস... জোরকদমে চলছে তোড়জোড়। আপাতত দিল্লিতে রয়েছেন রাঘব ও পরিণীতির পরিবার। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে গতকাল থেকেই। ২৩ ও ২৪ তারিখ হবে বিয়ের অনুষ্ঠান। সেই কারণেই দুই পরিবারকে নিয়ে রাজস্থান পাড়ি দেবেন হবু দম্পতি। তবে রাঘব ও পরিণীতি প্রথম নয়, এর আগে বলিউডের একাধিক তারকা রাজস্থানে বিয়ে করেছেন। একঝলকে দেখে নেওয়া যাক সেই সব তারকাদের।
প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস
দিদির পথে হেঁটেই রাজস্থানে বিয়ে করছেন পরিণীতি। এর আগে, রাজস্থানের যোধপুরের উমিদ ভবনে রাজকীয় বিয়ে সেরেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং-এর উল্টোপথে হেঁটে, প্রিয়ঙ্কা কার্যত তাক লাগিয়ে দিয়েছিলেন। নেটিজেনরা বলেছিলেন, প্রিয়ঙ্কার বিয়েই ছিল ২০১৮ সালের সবচেয়ে ঝলমলে বিয়ে।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ
সওয়াই মধুপুরের বারোয়ারার অপূর্ব সিক্স সেন্স ফোর্টে বিয়ে করেছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর, ভিকি ক্যাটরিনার রাজকীয় বিয়ে হয়েছিল। সোশ্যাল মিডিয়া মুগ্ধ হয়েছিল বিয়ের অনুষ্ঠানে জাঁকজমকে।
কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র
বলিউডের রোমিও আর জুলিয়েট বলা হয় তাঁদের। সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। 'শেরশাহ' (Shershah) জুটি বিয়ে করেছিলেন রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেস হোটেলে। সেই হোটেলের বাউলিতে বসেছিল সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের মন্ডপ। চলতি বছরেরই ২০২৩ সালে বিয়ে করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। রাজস্থান থেকে বিয়ে করে ফেরার পরে দিল্লি ও মুম্বইতে পার্ট দিয়েছিলেন এই জুটি।
নীল নীতিন মুকেশ ও রুক্মিণী সাহায়
বলিউড তারকা নীল নীতিন মুকেশ (Neil Nitin Mukesh) তাঁর বিয়ের জন্য বেছে নিয়েছিলেন রাজস্থানকে। ২০১৭ সালে উদয়পুরে বিয়ে করেছিলেন এই তারকা। নীলের বর্তমানে একটি কন্যাও রয়েছে।
রবিনা টন্ডন ও অনিল থাদানি
বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন ২০০৪ সালে বিয়ে করেছিলেন ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানিকে। উদয়পুরের শিব নিবাস প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। অর্থাৎ রাজস্থানকে বিয়ের ডেস্টিনেশন হিসেবে বেছে নেওয়া বলিউডের পক্ষে নতুন নয়।
এছাড়াও হংসিকা মতোয়ানি ও সোহেল কাঠুরিয়া (Hansika Motwani and Sohael Kathuriya), শ্রীয়া সরণ ও অন্ধেকী কোশচিভ (Shriya Saran and Andrei Koscheev)-এর মতো তারকারাও বিয়ের জন্য বেছে নিয়েছেন রাজস্থানের বিভিন্ন রাজকীয় প্যালেসকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)