Sauraseni Maitra Exclusive: আগে দর্শক নায়িকাদের কান্না দেখতে চাইত, এখন ঘুরে দাঁড়ানোর গল্প ভালোবাসে
'একান্নবর্তী' ছবির শ্যুটিং ফ্লোরে গিয়ে পৌঁছলেন, মনে হল কেউ তো অভিনেতা নয়, সবাই একটা পরিবার। আর সেই 'পরিবারের দিদা' মৈনাক ভৌমিক!
![Sauraseni Maitra Exclusive: আগে দর্শক নায়িকাদের কান্না দেখতে চাইত, এখন ঘুরে দাঁড়ানোর গল্প ভালোবাসে Sauraseni Maitra Exclusive: Actress Sauraseni Maitra shares her experience in working of her new film named Ekannoborti Sauraseni Maitra Exclusive: আগে দর্শক নায়িকাদের কান্না দেখতে চাইত, এখন ঘুরে দাঁড়ানোর গল্প ভালোবাসে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/13/88a04e8618078d4504da4512bc5470ce_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ছোটবেলা থেকে একান্নবর্তী পরিবারে মানুষ। মায়ের কাছে শুনেছিলেন, দিদার বাড়িতে রোজ ৫০ জনের পাত পড়ত। তাঁর পরিবার তত বড় না হলেও ভাই, বোন, দাদু, মিলিয়ে বেশ জমাটি। যখন 'একান্নবর্তী' ছবির শ্যুটিং ফ্লোরে গিয়ে পৌঁছলেন, মনে হল কেউ তো অভিনেতা নয়, সবাই একটা পরিবার। আর সেই 'পরিবারের দিদা' মৈনাক ভৌমিক (Mainak Bhowmik)! এবিপি লাইভকে সেই 'একান্নবর্তী' (Ekannoborti) পরিবারের গল্প শোনালেন বাড়ির বড় মেয়ে সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)।
১৯ নভেম্বর এসভিএফের ব্যানারে মুক্তি পাবে মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'। মুখ্যভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, (Aparajita Auddy) অলকানন্দা রায়, (Alakananda Roy) সৌরসেনী মৈত্র ও অনন্য়া সেন (Ananya Sen)। একসঙ্গে তিন প্রজন্মকে পর্দায় তুলে ধরেছে এই ছবি। কেমন ছিল শীলার চরিত্রে পর্দায় কাজের অভিজ্ঞতা? সৌরসেনী বলছেন, 'মৈনাকদার সঙ্গে কাজ করার সবচেয়ে ভালো দিক হল ও সবার সঙ্গে সবার মতো করে মিশে যায়। তার ফলে যে কোনও রকম সমস্যার কথা ওকে বলা যায়। অথবা চিত্রনাট্যের কোনও জায়গায় নিজের মতো করে অভিনয় করতে চাইলে সেই সুযোগটাও দেয়। আর ও যেন পরিবারের দিদা। কোনও কিছু নিয়ে সমস্যা হলে কখনও রাগারাগি করে না। বরং চেষ্টা করে সমস্যাটা কীভাবে মেটানো যায়। পর্দায় আমি বাড়ির বড় মেয়ে, পরিবারের শিরদাঁড়া। আমার মা, ঠাকুমা, বোন সবার নিজস্ব গল্প রয়েছে, আমারও রয়েছে। কিন্তু আমার চরিত্রটা সবদিক থেকেই যেন ঘিরে রেখেছে পরিবারকে। তবে কেবল মহিলা চরিত্র নয়, ছবিতে অনেক গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রও রয়েছে। তাই কেবল মহিলা নয়, পুরুষেরাও নিজেদের সঙ্গে মিল খুঁজে পাবেন ছবির চরিত্রদের।'
টলিউডে এখন নারীকেন্দ্রিক ছবি তৈরি হচ্ছে। 'একান্নবর্তী' ছবির কেন্দ্রিয় চরিত্ররাও নারী। একজন নায়িকা হিসেবে গর্ববোধ হয়? সৌরসেনী বলছেন, 'সমাজ এখনও পুরুষতান্ত্রিকই রয়েছে, তবে মানুষের রুচি আস্তে আস্তে বদলে যাচ্ছে। এটা সবে শুরু.. মইয়ের একটা ধাপ আমরা উঠেছি সবে। এখনও পুরো মইতে ওঠা বাকি। একটা সময় মানুষের নায়িকাদের কাঁদতে দেখতে ভালোবাসত, এখন নারী চরিত্রের কাঠিন্য দেখতে পছন্দ করে। একটা মেয়ের ঘুরে দাঁড়ানোর গল্প দেখতে চায়। একজন পুরুষের তুলনায় একজন নারীর চরিত্রে অনেক বেশি শেড থাকে, কারণ সমাজ একজন মহিলার থেকে অনেক বেশি প্রত্যাশা করে। আর হ্যাঁ, কঠিন নারী চরিত্র মানেই তারা সুপার ওম্যান নয়। আমাদের সবার মধ্যে শক্তি আছে। 'একান্নবর্তী' যে চরিত্রগুলো দেখানো হয়েছে তারা কেউ পৃথিবীর বাইরে নয়। হয়ত দেখবেন আপনার নিজের বাড়িতে বা পাশের বাড়িতেই এমন চরিত্র আছে। নারী হওয়াকে উপভোগ করার ছবি একান্নবর্তী।'
করোনা পরিস্থিতি পেরিয়ে ফের সিনেমাহলে মুক্তি পাচ্ছে সিনেমা। সৌরসেনী বলছেন, 'ছবিটা দেখে দর্শক বিচার করবেন ভালো বা খারাপ। কিন্তু তার আগে হলে গিয়ে সবার ছবিটা দেখা জরুরি। বাংলা ছবির দর্শক প্রয়োজন, তাদের সমর্থন প্রয়োজন। আমাদের সমস্ত পরিশ্রম তো দর্শকদের জন্যই।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)