Shabaash Mithu release date: ২০২২ এর ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে সৃজিত- তাপসীর 'শাবাশ মিঠু'
মিতালি রাজের জন্মদিনে নতুন ছবি 'শাবাশ মিঠু'-র (Shabaash Mithu) পোস্টার প্রকাশ করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।
কলকাতা: সিনেমা এবং ক্রিকেট, ভারতীয়দের মনে প্রভাব ফেলতে এই দুটি বিষয় কাজ করে দুটি স্তম্ভ হিসেবে। আর সিনেমার পর্দায় যদি উঠে আসে ক্রিকেটের গল্প, তাহলে উত্তেজনা যে দ্বিগুণ হবে সেটাই তো স্বাভাবিক। মিতালি রাজের জন্মদিনে নতুন ছবি 'শাবাশ মিঠু'-র (Shabaash Mithu) পোস্টার প্রকাশ করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।
টলিউড ছেড়ে এখন বলিউডে পাড়ি জমিয়েছেন সৃজিত। তাপসী পান্নুর (Taapsee Pannu) সঙ্গে কাজ করছেন তিনি। তাঁর নতুন ছবি 'শাবাশ মিঠু'-তে নাম ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে। মিতালি রাজের বায়োপিক এই 'শাবাশ মিঠু'। পোস্টার শেয়ার করে সৃজিত লিখেছেন, একটা মেয়ে আর তাঁর ব্যাট গোটা পৃথিবীর সমস্ত রেকর্ড আর বস্তাপচা ধ্যানধারণা ভেঙে দিল। তুমি এই সবকিছু সম্ভব করেছো। শুভ জন্মদিন মিতালি রাজ। ৪ ফেব্রুয়ারি ২০২২ সালে 'শাবাশ মিঠু' আসছে প্রেক্ষাগৃহে।
কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি ছবি শেয়ার করে নেন তাপসী। সেখানে দেখা যাচ্ছে, ভারতীয় মহিলা টিমের জার্সিতে রয়েছেন তাপসী। ক্যাপশানে লেখা, '৮ বছরের ছিলাম যখন কেউ স্বপ্ন দেখিয়েছিল, ক্রিকেট শুধু ছেলেদের খেলা হবে না..' আজ সোশ্যাল মিডিয়ায় মিতালি রাজের ভূমিকায় তাপসীকে দেখে মুগ্ধ অনুরাগীরাও।
সদ্য মুক্তি পাওয়া 'রশ্মি রকেট' ছবিতে একজন অ্যাথলিটের ভূমিকায় দেখা গিয়েছে তাপসী পান্নুকে। তিনি এমন একজন অ্যাথলিটের চরিত্রে অভিনয় করেছেন, যাঁকে খেলাধুলোর জগত্ থেকে নির্বাসিত করা হয় তাঁর শরীরে টেস্টোস্টেরনের মতো পুরুষ হরমোন বেশি থাকার কারণে। খেলার জগতে দুর্নীতি এবং লিঙ্গভেদের অন্ধকার দিক ফুটে উঠেছে 'রশ্মি রকেট' ছবিতে। এই ছবিতে অভিনয় করার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করতে হয়েছে তাপসী পান্নুকে। অভিনেত্রী বলছেন, 'আমার অন্যান্য ছবিগুলির মধ্যে রশ্মি রকেট অন্যতম এবং বিশেষ ছবি হয়ে থাকবে। যেদিন থেকে এই ছবির গল্প শুনেছিলাম, বুঝেছিলাম, এই ছবিতে অভিনয় করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। নাহলে এমন একটা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে পারবো না। প্রায় একটা বছর ধরে আমি অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ নিয়েছি। গতবছর জানুয়ারি মাস থেকে ট্রেনিং শুরু করেছি। আর তা চলেছে শ্যুটিং শেষ হওয়ার দিন পর্যন্ত। ফিট থাকার জন্য কি না করতে হয়েছে। আমি যে বিল্ডিংয়ে থাকি, সেই চল্লিশ-তলা বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে রোজ দৌড়ে ওঠা-নামা করতাম। এছাড়াও জিম এবং ট্র্যাকে দৌড়নোর অনুশীলন করতে হত। ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার দৌড়নোর জন্য নিয়ম করে প্র্যাকটিস করতে হত। রশ্মি রকেট আমার শরীরের সঙ্গে সঙ্গে আমার দৈনন্দিন জীবনযাত্রাকেও বদলে দিয়েছে।'
'শাবাশ মিঠু' ছবিতেও তাপসী পান্নুকে দেখা যাবে একজন খেলোয়াড়ের ভূমিকায়। এর আগে 'রে' ওয়েব সিরিজের দুটি গল্পের পরিচালনা করেছেন সৃজিত। 'শাবাশ মিঠু' যে বলিউডে সৃজিতের জায়গা আরও পাকা করবে, সেই আশাতেই রয়েছেন অনুরাগীরা।