Mobile Recharge: বিনামূল্যে হবে ৩ মাসের মোবাইল রিচার্জ, পাবেন ২০০ জিবি ডেটাও ! সত্যিটা কী ?
Fake Message: এক্স হ্যান্ডলে শেয়ার করা ছবি থেকে দেখা যাচ্ছে, টেলিকম দফতরের পক্ষ থেকে একটি মেসেজে জানানো হচ্ছিল যে বিনামূল্যে মোবাইল রিচার্জ করানো হবে, তাও আবার ৩ মাসের জন্য।
PIB Fact Check: বেশ কিছুদিন ধরেই একটি মেসেজ অনেকের ফোনেই আসছে। সেই মেসেজে বলা হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় টেলিকম দফতর থেকে ভারতের সকল মানুষকে বিনামূল্যে ৩ মাসের মোবাইল রিচার্জ করিয়ে দেওয়া হবে এবং পাবেন আরও কিছু সুবিধে। তার জন্য একটি লিঙ্কে ক্লিক করতে হবে শুধু। আগের মাসেও ঠিক একইভাবে বিনামূল্যে মোবাইল রিচার্জের (Fact Check) একটি মেসেজ হোয়াটসঅ্যাপে আসছিল। সম্প্রতি প্রেস ইনফর্মেশন ব্যুরো এই মেসেজকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছে। এক্স হ্যান্ডলে এই বিষয় নিয়ে একটি সতর্কতামূলক পোস্ট শেয়ার করেছে PIB। বিনামূল্যে রিচার্জের (Free Mobile Recharge) মেসেজটি আদপে ভুয়ো, টেলিকম দফতর এরকম কোনও পদক্ষেপ করেনি।
মেসেজে কী বলা হচ্ছে
এক্স হ্যান্ডলে শেয়ার করা ছবি থেকে দেখা যাচ্ছে, টেলিকম দফতরের পক্ষ থেকে একটি মেসেজে জানানো হচ্ছিল যে বিনামূল্যে মোবাইল রিচার্জ করানো হবে, তাও আবার ৩ মাসের জন্য। এর সঙ্গে আপনি পাবেন ২০০ জিবি সুপারফাস্ট ৫ জি বা ৪ জি ইন্টারনেট এবং এর সঙ্গে আনলিমিটেড ভয়েস কলের সুবিধেও থাকছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া দিচ্ছে এই সুযোগ। সম্প্রতি সমস্ত টেলিকম অপারেটর সংস্থা তাদের রিচার্জ প্ল্যান বাড়ানোর কারণে এই সুবিধে দেওয়া হচ্ছে। এই অফার চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এরপরে নিচে নিজের মোবাইল নম্বর বসানোর একটি জায়গা ছিল। সেখানে মোবাইল নম্বর দিয়ে ক্লিক করলেই নাকি রিচার্জ হয়ে যাবে মোবাইলে। PIB ফ্যাক্ট চেক জানিয়েছে এই মেসেজটি সম্পূর্ণ ভুয়ো, বিভ্রান্তিকর।
এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি সতর্কতামূলক পোস্ট শেয়ার করে PIB জানিয়েছে-
- এই মেসেজটি ভুয়ো, মিথ্যা।
- TRAI অর্থাৎ ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি সংস্থা এরকম কোনও বিনামূল্যে রিচার্জ করাচ্ছে না।
- সতর্ক থাকুন, এরকম কোনও লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।
A message circulating with a link, allegedly from TRAI, claims to offer free mobile recharge to all Indian citizens#PIBFactCheck
❌ This message is #Fake
✅ @TRAI is not providing any free recharge
✅ Be cautious! Do not click on such links pic.twitter.com/undk03sycr
">
কীভাবে কাজ করে এই স্ক্যাম
এই লিঙ্কে নিজের নম্বর দিয়ে ক্লিক করলে একটি ভুয়ো ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে যেখানে আপনার ব্যাঙ্কের সমস্ত তথ্য চাইবে যার মাধ্যমে এই অফারটি আপনি পেতে পারেন। সেখানে ব্যাঙ্কের তথ্য দিলেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা লুট করে নেবে জালিয়াতরা। এই ধরনের মেসেজ এলে তা PIB-কে জানানোর অনুরোধ করা হয়েছে। সেজন্য ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল আইডিও দেওয়া হয়েছে পোস্টের মধ্যেই।
আরও পড়ুন: IRCTC: অন্যের টিকিট কেটে দিলে জেল ! IRCTC নিয়ে ভুয়ো তথ্য সমাজমাধ্যমে- সত্যিটা কী ?