Fact Check: 'মোদি প্রধানমন্ত্রী হবেন...' আদৌও এটা বলেছেন রাহুল? আসল সত্যি কী?
Rahul Gandhi Viral Video: উত্তরপ্রদেশের একটি সভায় বক্তব্য রেখেছিলেন রাহুল গাঁধী। সেখানে তাঁর বক্তব্য়কে সম্পাদনা করে তৈরি হয়েছে ভুয়ো ভিডিও ক্লিপ।
কলকাতা: সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গাঁধীর একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে রাহুল গাঁধীকে নরেন্দ্র মোদির বিষয়ে বলতে শোনা যাচ্ছে।
এই ভাইরাল ক্লিপটির সত্যতা সম্বন্ধে তদন্ত করেছে বিশ্বাস নিউজ। রাহুল গাঁধীর ওই বক্তব্যের একটি অংশ কারিকুরি করে বা 'টেম্পার' করে ভাইরাল ক্লিপটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। মূল বক্তৃতায় রাহুল গাঁধী বলেছিলেন যে নরেন্দ্র মোদি আর প্রধানমন্ত্রী হচ্ছেন না।
আসল বক্তব্য থেকে 'না' শব্দটি সরিয়ে ওই ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল ক্লিপটি সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হয়েছে।
কী ভাইরাল হয়েছে?
ইনস্টাগ্রাম হ্যান্ডেল chindamjaganmohan 'চিন্দম জগন মোহন' থেকে ১৪মে একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে, যেখানে রাহুল গাঁধীকে বলতে শোনা যায়, 'নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী থাকবেন। শুরুতেই বলি সত্যি কি। ২০২৪, ৪ জুন নরেন্দ্র মোদি (Narendra Modi) ভারতের প্রধানমন্ত্রী (PM Modi) হবেন। আপনি এটি লিখিতভাবে নিন। নরেন্দ্র মোদিজি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন। আমাদের যা কিছু করার ছিল। যা পরিশ্রম করতে হয়েছে, আমরা তা করেছি। এখন দেখছেন, আমাদের জোট উত্তরপ্রদেশে (Uttar Pradesh Election) একটি আসনও পাবে না। তাঁরাও হাসছেন, তাঁরাও জানেন রাহুল গাঁধী যা বলছেন তা সত্য, নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। গল্প শেষ। যেমন আপনি ইংরেজিতে বলেন, বিদায়, ধন্যবাদ।'
তদন্ত করে কী দেখা গেল?
পোস্টটি তদন্ত করতে, আমরা Google Reverse Image-এর মাধ্যমে এই ক্লিপের স্ক্রিনশট খুঁজেছি৷ আমরা জানতে পেরেছি যে ভাইরাল ক্লিপটি ১০মে উত্তরপ্রদেশের কানপুরে হওয়া রাহুল গাঁধী (Rahul Gandhi) এবং অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সভার।
আমরা টাইমস অফ ইন্ডিয়ার (Times Of India) ওয়েবসাইটে এই ভাষণের ১ মিনিটের একটি স্নিপেট পেয়েছি । এটা স্পষ্ট শোনা যায় যে রাহুল গাঁধী বলেছেন, '৪ জুন, ২০২৪-এ নরেন্দ্র মোদি আর ভারতের প্রধানমন্ত্রী থাকবেন না। আপনি এটি লিখিতভাবে নিন। আপনি এটি লিখিতভাবে নিন। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমাদের যা কিছু করার ছিল। যা পরিশ্রম করতে হয়েছে, আমরা তা করেছি। এখন দেখছেন, আমাদের জোট উত্তরপ্রদেশে ৫০টির কম আসন পাবে না। আর দেশের বাকি সব রাজ্যে আমরা বিজেপিকে রুখে দিয়েছি। এই মিডিয়ার লোকেরা, যারা আদানির অন্তর্গত, তারা সত্য বলবে না। এরা আমাদের ভাই, আমরা তাদের ভালবাসি, আমরা তাদের ভালবাসি। কিন্তু এই গরিবদের বেতন নিতে হয়, তাই তাঁরা সত্য লিখতে পারেন না। তাঁদের সন্তান মানুষ করতে হবে। কিন্তু আপনি যদি এখন তাঁদের মুখ দেখেন, তাঁরাও হাসছেন, কারণ তাঁরাও বুঝতে পেরেছেন যে রাহুল গাঁধী যা বলছেন তা সত্য, এবং নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন না। গল্প শেষ। যেমন আমরা ইংরেজিতে বলি, বিদায়, ধন্যবাদ।'
১০মে দৈনিক সালার ডিজিটাল-এর YouTube চ্যানেলে আপলোড করা ১-মিনিটের ক্লিপটিও খুঁজে পাওয়া গিয়েছে। এখানেও শোনা যাচ্ছে যে রাহুল গাঁধী বলেছিলেন, '৪ জুন, ২০২৪-এ নরেন্দ্র মোদী আর ভারতের প্রধানমন্ত্রী থাকবেন না।'
১০মে ভারতীয় জাতীয় কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রাহুল গাঁধীর ওই সভার লাইভ স্ট্রিম রয়েছে। যেখানে রাহুলের সম্পূর্ণ ভাষণও পাওয়া গিয়েছে। সেখানে ৪৬ মিনিটের ব্যবধানের পরে, ভাইরাল ক্লিপের (Viral Video Clip) সেই অংশটি শোনা যাচ্ছে যা সম্পাদনা করা হয়েছে।
ৃ
তদন্তকে এগিয়ে নিয়ে যেকে বিশ্বাস নিউজ কংগ্রেসের কমিউনিকেশন ইনচার্জ প্রণব ঝা-এর সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি বলেছেন, 'রাহুল গাঁধীর ভাইরাল ওই ক্লিপ এডিট করা হয়েছে। আসল ভিডিওতে তিনি বলেছিলেন যে ৪ জুন দেশে নরেন্দ্র মোদী সরকার গঠন হচ্ছে না।
এই বিভ্রান্তিকর পোস্ট যেই হ্যান্ডেল থেকে করা হয়েছে- সেখানে দেখা গিয়েছে যে ইনস্টাগ্রাম ব্যবহারকারী 'চিন্দম জগন মোহন'-এর 7000 এরও বেশি ফলোয়ার রয়েছে।
Shakti Collective-এর অংশ হিসেবে বিশ্বাস নিউজের সম্পাদিত এই ফ্যাক্ট চেক আর্টিকলটি এবিপি লাইভ বাংলা দ্বারা অনুবাদিত ও অনুলিখিত।
মূল ফ্য়াক্ট চেক প্রতিবেদনটি এখানে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ৩৪-এ ঠাকুমা! ৩ বার বিয়ে, রয়েছে ৫ সন্তান! কেন ভাইরাল এই মহিলা?