এক্সপ্লোর
১ এপ্রিল থেকে আয়কর নিয়মে আসতে চলেছে এই বড় পরিবর্তনগুলি, জেনে নিন...
1/7

সেখানেই বাড়তি করছাড় পাবেন প্রবীণ নাগরিকরা। ব্যাঙ্ক এবং পোস্ট অফিস থেকে প্রাপ্ত বছরে ৫০ হাজার টাকা পর্যন্ত সুদ সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। বর্তমানে এই ছাড়ের সীমা ১০ হাজার টাকা।
2/7

আগামী অর্থবর্ষ থেকে প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র। ১ এপ্রিল থেকে এই প্রকল্পের আওতায় লগ্নির সীমা সাড়ে ৭ লক্ষ থেকে বাড়িয়ে ১৫ লক্ষ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় জমা অর্থের ওপর ৮ শতাংশ নিশ্চিত সুদ মিলবে। সরকার এই প্রকল্পের সময়সীমা বাড়িয়ে ২০২০ সাল পর্যন্ত করেছে।
Published at : 21 Mar 2018 09:17 PM (IST)
Tags :
Income TaxView More






















