সেখানেই বাড়তি করছাড় পাবেন প্রবীণ নাগরিকরা। ব্যাঙ্ক এবং পোস্ট অফিস থেকে প্রাপ্ত বছরে ৫০ হাজার টাকা পর্যন্ত সুদ সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। বর্তমানে এই ছাড়ের সীমা ১০ হাজার টাকা।
2/7
আগামী অর্থবর্ষ থেকে প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র। ১ এপ্রিল থেকে এই প্রকল্পের আওতায় লগ্নির সীমা সাড়ে ৭ লক্ষ থেকে বাড়িয়ে ১৫ লক্ষ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় জমা অর্থের ওপর ৮ শতাংশ নিশ্চিত সুদ মিলবে। সরকার এই প্রকল্পের সময়সীমা বাড়িয়ে ২০২০ সাল পর্যন্ত করেছে।
3/7
চাকুরিজীবীদের সুবিধার্থে চিকিৎসা বাবদ ছাড়ের সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৮০ডিডিবি-র আওতায় প্রবীণ নাগরিকদের ৬০ হাজার টাকা এবং ৮০ বছরের বেশি বয়স্কদের ৮০ হাজার টাকার আয়কর ছাড় মেলে। এই ঊর্ধ্বসীমা আগামী ১ এপ্রিল থেকে বেড়ে ১ লক্ষ টাকা হচ্ছে।
4/7
১ এপ্রিল থেকে ৪০ হাজারের স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন বেতনভোগীরা। অর্থাৎ বেতনের থেকে প্রথমেই ৪০ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকার ওপর আয়কর দিতে হবে।
5/7
এবছর থেকে আপনার আয়করের ওপর সেস-ও বৃদ্ধি পাচ্ছে। গত ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন, আগামী অর্থবর্ষ থেকে আয়করের ওপর লাগু স্বাস্থ্য ও শিক্ষা সেস ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
6/7
লং টার্ম ক্যাপিটাল গেন(এলটিসিজি) ট্যাক্স বা দীর্ঘমেয়াদী মূলধনী লাভের ওপর পুনরায় কর চালু করা হচ্ছে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন, তাঁদের এটা মাথায় রাখা দরকার যে, ১ এপ্রিল থেকে শেয়ার বাজার, ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে লগ্নি করে যদি বছরে ১ লক্ষ টাকার বেশি লাভ হয়, তাহলে আপনাকে এই এলটিসিজি কর দিতে হবে। তবে, ১ ফেব্রুয়ারি ২০১৮ থেকে লগ্নি করা মূলধনই এই করের আওতায় আসবে। আগেরগুলি এখনকার মতো কর-মুক্তই থাকবে।
7/7
চলতি অর্থবর্ষ শেষ হতে আর মাত্র ১০ দিন বাকি। ১ এপ্রিল থেকে চালু হবে নতুন আর্থিক বছর। নতুন অর্থবর্ষ শুরু হতেই আপনার আয়করের সঙ্গে জড়িত একাধিক নিয়ম বদলে যাচ্ছে। এই পরিবর্তনগুলির সঙ্গে অবগত হওয়া আপনার অত্যন্ত জরুরি। কারণ, এর সরাসরি প্রভাব আপনার ওপর পড়বে। জেনে নিন আপনার জন্য কোন নিয়মে বদল আসছে...