Punjab Poll: প্রার্থী নির্বাচনে থাকবে না পিকে-র হাত, 'অন্দরের চাপে' মুখ খুললেন অমরিন্দর
কিছুদিন আগেই প্রশান্ত কিশোরকে নিজের 'প্রিন্সিপাল অ্যাডভাইজার' নিয়োগ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।এরপর থেকেই দলের অন্দরে গুঞ্জন শুরু হয়। কংগ্রেসের একাংশ প্রশান্তকে নিয়ে গুঞ্জন শুরু হয়। জল্পনা শুরু হয় যে, ভোটে কংগ্রেসের টিকিট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেমেন প্রশান্ত কিশোর। দলের নেতাদের এই চিন্তার বিষয় কানে যায় ক্যাপ্টেনের।
চণ্ডীগড়: দলের অন্দরেই শুরু হয়েছিল জল্পনা। বেগতিক দেখে মুখ খুললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়ে দিলেন, রাজ্য বিধানসভার আসন্ন নির্বাচনে কংগ্রেসের প্রার্থী নির্বাচনে হাত থাকবে না ভোট কৌশলী প্রশান্ত কিশোরের।
কিছুদিন আগেই প্রশান্ত কিশোরকে নিজের 'প্রিন্সিপাল অ্যাডভাইজার' নিয়োগ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।এরপর থেকেই দলের অন্দরে গুঞ্জন শুরু হয়। কংগ্রেসের একাংশ প্রশান্তকে নিয়ে গুঞ্জন শুরু হয়। জল্পনা শুরু হয় যে, ভোটে কংগ্রেসের টিকিট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেমেন প্রশান্ত কিশোর। দলের নেতাদের এই চিন্তার বিষয় কানে যায় ক্যাপ্টেনের।
বছর ঘুরলেই পঞ্জাবে ভোট। বিধানসভা নির্বাচনের আগে নতুন কোনও ঝুঁকি নিতে চাইছেন না রাজ্যে 'কংগ্রেসের ক্যাপ্টেন'। মঙ্গলবার তাই তড়িঘড়ি পিকে-কে নিয়ে 'ব্যাট ধরলেন' অমরিন্দর। এদিন তিনি বলেন, ''এরকম হওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কিশোরের ওই বিষয় সম্পর্কে বলার কোনও অধিকার নেই। দলের নির্দিষ্ট নিয়ম মেনেই আগামী দিনে রাজ্যে প্রার্থী নির্বাচন হবে।''
মঙ্গলবার তাই সব জল্পনা উড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''কংগ্রেসের প্রার্থী নির্বাচনের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। প্রতি রাজ্যে নির্বাচনের আগে 'স্টেট ইলেকশন কমিটি' তৈরি করে কংগ্রেস হাইকমান্ড।যারা রাজ্য থেকে নাম নিয়ে একটা তালিকা তৈরি করে। পরবর্তীকালে সেই তালিকা কংগ্রেস স্ক্রিনিং কমিটির কাছে যায়। যার মধ্যে খোদ কংগ্রেসের সভাপতি থাকেন।শেষে সেন্ট্রাল ইলেকশন কমিটি প্রার্থী নির্বাচন করে। সেখানে কোনও ব্যক্তি বিশেষের বলার কিছু থাকে না।''
এই বলেই অবশ্য চুপ থাকেননি পঞ্জাব মুখ্যমন্ত্রী। ২০২২-এর বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের হাত থাকবে না বোঝাতে কারা এই প্রার্থী নির্বাচন করবেন, তাদের কথাও তুলে ধরেন তিনি। ক্যাপ্টেন জানান, দলের অন্দর থেকে খবর নেয় এই 'স্টেট ইলেকশন কমিটি'। পাশাপাশি এজেন্সির মাধ্যমেও প্রভাবশালীদের নাম জানা হয়। প্রার্থী নির্বাচনের ওই একই পদ্ধতি ২০১৭ সালের নির্বাচনেও মানা হয়েছে। তাই এখানে প্রশান্ত কিশোরের নাম আসার কোনও প্রশ্নই ওঠে না।
পঞ্জাবের রাজনীতির হাওয়া মোরগ বলছে, রাজ্যে কৃষক আন্দোলনের জেরে এখন অনেকটাই অ্যাডভান্টেজে কংগ্রেস। সাম্প্রতিক পুর নির্বাচনেও ভালো ফল করেছে 'হাত'। সেই প্রসঙ্গ ধরে এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, '' বিগত চার বছরে রাজ্যে প্রতিষ্ঠান বিরোধিতার কোনও হাওয়া
তৈরি হয়নি। এসবই সংবাদ মাধ্যমের তৈরি। গত চার বছর ভালোভাবেই সরকার চালিয়েছি আমরা।''