(Source: Poll of Polls)
স্বাধীনতা দিবসে ৬ লক্ষ গ্রামে ১০০০ দিনের মধ্যে হাইস্পিড ইন্টারনেটের ঘোষণা নরেন্দ্র মোদির
“আগামী ১০০০ দিনের মধ্যে দেশের ৬ লক্ষ গ্রামে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ সম্পন্ন হবে।”
নয়াদিল্লি: আন্দামানের সঙ্গে দিল্লিকে অন্তর্জালে জুড়ে দিয়ে মনের দূরত্ব দূর করেছিলেন। এবার সেই পথেই গোটা দেশকে জুড়তে চলেছেন দেশের ‘বিকাশ পুরুষ’ নরেন্দ্র মোদি। ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, “আগামী ১০০০ দিনের মধ্যে দেশের ৬ লক্ষ গ্রামে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ সম্পন্ন হবে।” এতে শহরের মতো গ্রামের মানুষও ডিজিটাল ভারতের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারবে বলে আশাবাদী নরেন্দ্র মোদি।
মূলত ডিজিটাল হেলথ মিশনের কথা মাথায় রেখেই গ্রামে হাইস্পিড ইন্টারনেট চালুর পরিকল্পনা করেছে ভারত সরকার। সেকথা প্রধানমন্ত্রীর এদিনের ভাষণ থেকেই পরিষ্কার। নরেন্দ্র মোদি শনিবার ঘোষণা করেন, “প্রযুক্তিকে কাজে লাগিয়েই স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার পথে হাঁটবে ভারত। ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের আওতায় প্রত্যেক ভারতীয়কে দেওয়া হবে হেলথ আইডি।” এই আইডি-তে লেখা থাকবে রোগীর রোগের খতিয়ান। নাম ঠিকানা পরিচয় সহ কী রোগ, কী ওষুধ, কোথায় চিকিৎসা, কোন ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, সব কিছুই উল্লেখ থাকবে এই একটি কার্ডে।
আরও পড়ুন: তিনটি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, প্রত্যেক ভারতীয়কে করোনা টিকা দেওয়ার রূপরেখা তৈরি, ঘোষণা মোদির
ভারতের ৬ লক্ষ গ্রামই নয়, নরেন্দ্র মোদি এদিন লাক্ষাদ্বীপেও বুলেট গতির ইন্টারনেট প্রসারের কথা বলেন। দেশের মানুষ প্রযুক্তিকে ব্যবহার করে সুরক্ষিত ভাবে যেন স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সেই লক্ষ্যেই অবিচল ভারত সরকার।
উল্লেখ্য, করোনাকালে ভারতে ভ্যাকসিন আবিষ্কারের অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। একটি নয়, দেশে তিন তিনটি করোনা ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে বলেও জানান তিনি। মোদির ঘোষণা, “গবেষকদের সবুজ সংকেত পেলেই ভারতে করোনা টিকার গণ উৎপাদন শুরু হবে। প্রত্যেক ভারতীয়কে সেই টিকা দেওয়ার রূপরেখাও তৈরি।”