ফের ফেসবুক ফাঁদে তরুণী, আলাপ হওয়া তরুণের হাতে খুন, ব্যান্ডেল থেকে উদ্ধার দেহ
ব্যান্ডেল: হুগলির ব্যান্ডেলে পাইকপাড়ার তরুণীর দেহ উদ্ধার। ফেসবুকে আলাপ হওয়া যুবকের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। খুনের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। খবরে প্রকাশ, ২২ জানুয়ারি বিকেলে ওই তরুণী দক্ষিণেশ্বর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোন। ২৭ জানুয়ারি, ব্যান্ডেল স্টেশনের পাশে একটি জলা জায়গা থেকে তাঁর বিবস্ত্র দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, ফেসবুকে আলাপ হওয়া এক যুবকের সঙ্গে প্রায় বছর দুয়েকের সম্পর্ক ছিল তরুণীর। খুনের নেপথ্যেও তারই হাত রয়েছে। পুলিশ সূত্রে দাবি, ফেসবুক থেকে ওই যুবককে চিহ্নিত করা গিয়েছে। খোঁজ চলছে। তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মৃতের পরিবার। তাঁদের দাবি, ২২ জানুয়ারি রাতেই তাঁরা চিতপুর থানায় অভিযোগ করেন। পরের দিন অর্থাৎ ২৩ জানুয়ারি লালবাজারের মিসিং পার্সন স্কোয়াডে গিয়ে মেয়ের ছবি, মোবাইল নম্বরও দেন। পরিবারের দাবি, তাদের সামনেই পুলিশ কললিস্ট বার করে এক যুবককে ফোন করে। তারপর বলে, ওরা ভাল বন্ধু। আমরা ডেকে পাঠিয়েছি। কথা বলে নেব। আপনারা চলে যান। কিন্তু, এরপর থেকে বারবার লালবাজারে ফোন করেও তাঁরা সাড়া পাননি বলে অভিযোগ। এরপর ২৭ তারিখ ব্যান্ডেল স্টেশনের পাশে দেহটি উদ্ধার হয়। দেহের পাশ থেকে উদ্ধার হয় মহিলার পোশাক, একটি মানি ব্যাগ এবং পুরুষদের পরার জ্যাকেট। গোটা ঘটনা নিয়ে বেশ কয়েকটি জায়গায় ধোঁয়াশা রয়েছে।