Bangladeshi Infiltration: দিল্লি পুলিশের 'বাংলাদেশ সেল', বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে তৎপর রাজধানীর প্রশাসন
Delhi Police: দু'দশক আগে বাংলাদেশ সেল তৈরি করেছিল দিল্লি পুলিশ। এবার সেই বিভাগই সক্রিয় করল রাজধানীর পুলিশ। বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলা জানা ৫ থেকে ১০ জন পুলিশ থাকবেন।
বরুণ জৈন, দিল্লি : অনুপ্রবেশকারীদের খোঁজে দিল্লি পুলিশের 'বাংলাদেশ সেল'। লাগাতার ভারতে অনুপ্রবেশ, দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। দিল্লি পুলিশের বাংলাদেশি সেলে থাকছেন ৫-১০জন পুলিশ। বাংলা জানা এমন পুলিশকর্মীদের নিয়েই 'বাংলাদেশ সেল'। এখনও পর্যন্ত দিল্লিতে ১৭৫জন বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত। ২ দশক আগে তৈরি 'বাংলাদেশ সেল' ফের সক্রিয় করল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনের পড়ে দিল্লি পুলিশ। তার বাংলাদেশ সেলে থাকবে ৫ থেকে ১০জন বাংলা জানা পুলিশকর্মী। ২০ বছর আগে দিল্লি পুলিশের এই বাংলাদেশি সেল তৈরি হয়েছিল। সেখানে বাংলা ভাষা জানা এবং বলতে পারা পুলিশকর্মী থাকবেন।
দিল্লির পুলিশের আওতাধীন সমস্ত জেলায় রয়েছে তাদের এই বাংলাদেশ সেল। এর মূল লক্ষ্য হল অবৈধ ভাবে বাংলাদেশি নাগরিকরা দিল্লিতে ঢুকলে তাদের খুঁজে বের করে বাংলাদেশে ফেরত পাঠানো। রাজধানীতে ইতিমধ্যেই দিল্লি পুলিশের একাধিক অভিযানে ধরা পড়েছেন অসংখ্য বাংলাদেশি নাগরিক। তাঁদের সকলেই বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছেন এই দেশে। এমনকি গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে পাওয়া গিয়েছে বাংলার যোগও। আধার কার্ডে মিলেছে পশ্চিমবঙ্গের ঠিকানা। বর্তমানে অবৈধভাবে বেআইনি উপায়ে যেসব বাংলাদেশি নাগরিক ভারতে তথা দিল্লিতে প্রবেশ করেছেন, তাঁদের খুঁজে বের করে পুনরায় বাংলাদেশে পাঠানোর জন্যই দিল্লি পুলিশ ২০ বছর আগে তাদের তৈরি হওয়া বাংলাদেশ সেল নতুন করে সক্রিয় করেছে।
দিল্লিতে বর্তমানে যে সমস্ত বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন, তাঁদের অনেকের কাছেই পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গের ঠিকানা দেওয়া আধার কার্ড। এমনকি পুলিশি জিজ্ঞাসাবাদেও বাংলা ভাষায় কথা বলা সন্দেহভাজনদের অনেকেই তাঁদের ঠিকানা পশ্চিমবঙ্গ জানান। আদৌ তাঁরা সত্যিই পশ্চিমবঙ্গের বাসিন্দা নাকি তাঁদের সঙ্গে রয়েছে বাংলাদেশের যোগ, তা খতিয়ে দেখার জন্য বঙ্গেও রয়েছে দিল্লি পুলিশের টিম। অর্থাৎ যেভাবেই হোক বেআইনি অনুপ্রবেশ রুখে দেওয়ার জন্যই তৎপর হয়ে উঠেছে দিল্লি পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দক্ষিণ-পশ্চিম দিল্লিতে অভিযান চালিয়ে এক দম্পতি-সহ ৮ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দাবি, বসন্তকুঞ্জের বাসিন্দা এই বাংলাদেশের নাগরিকদের কাছে ছিল ভারতীয় আধার কার্ড যেখানে ছিল পশ্চিমবঙ্গের ঠিকানা। প্রাথমিক ভাবে তাই বেআইনি অনুপ্রবেশকারীদের ধরতে বেগ পেতে হয় বলে দিল্লি পুলিশের দাবি। পরে তদন্ত করে সমস্ত তথ্য খতিয়ে দেখে দিল্লি পুলিশ বুঝতে পারে যে এই ব্যক্তিরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। পুলিশ সূত্রে খবর, এক দম্পতি ও তাদের ৬ সন্তানকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
আরও পড়ুন- আনসারুল্লা বাংলা টিমের সক্রিয়তার নেপথ্যে খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত জেলবন্দি