Bipin Rawat Photos: ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সেনার উর্দি চাপানো, রইল জেনারেল রাওয়াতের পুরনো কিছু ছবি
CDS Bipin Rawat : ২০ বছর বয়সে ১৯৭৮ সালে জেনারেল বিপিন রাওয়াত প্রথম যোগ দেন সেনাবাহিনীতে। চার দশকের দীর্ঘ সময়ে অনেক চড়াই-উতরাই পেরিয়ে বসেন দেশের সেনার শীর্ষপদে।
নয়াদিল্লি : জন্ম থেকেই সেনাবাহিনীর- (Army) সঙ্গে টান তাঁর রক্তে। বাবা লাচু সিং রাওয়াত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সদস্য। বাবাকে দেখেই ছোটবেলা থেকেই বিপিন রাওয়াতের (Bipin Rawat) স্বপ্ন ছিল দেশের মর্যাদা রক্ষার জন্য সেনার উর্দি গায়ে চাপানো। শুধু সেই স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়াই নয়, ভারতীয় সেনাবাহিনীর একেবারে শীর্ষপদ চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defence Staff) পর্যন্ত আসীন হয়েছেন তিনি। ভারতীয় সেনার একেবারে শীর্ষ পদে থাকাকালীনই বুধবার কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক প্রাণ হারান তিনি।
১৯৫৮ সালের ১৬ মার্চ উত্তরাখণ্ডের পাহাড় ঘেরা পৌরি গারওয়াল জেলায় জন্মগ্রহণ জেনারেল বিপিন রাওয়াতের। ২০ বছর বয়সে ১৯৭৮ সালে তিনি প্রথম যোগ দেন সেনাবাহিনীতে। দীর্ঘদিন কাজ করার পর ক্রমাগত ধাপে ধাপে উন্নতির পর ২০১৬ সালের ডিসেম্বরে সেনাপ্রধান হয়েছিলেন। আর ২০১৯ সালের ডিসেম্বরে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হন তিনি।
From childhood to early days in service, photos of Chief of Defence Staff General Bipin Rawat, who died in a helicopter crash earlier today.
— ANI (@ANI) December 8, 2021
General Rawat, his wife, and 11 Army & IAF personnel died in a chopper crash in Coonoor, Tamil Nadu today.
(Source: Family) pic.twitter.com/7Rm6x9JbFU
নরেন্দ্র মোদি সরকারের আমলেই প্রথম তৈরি সিডিএস পদ। মূলত তিন বাহিনীর যৌথ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর মূল পরামর্শদাতা হিসেবে কাজ করেন চিফ অফ ডিফেন্স স্টাফ। তিন বাহিনীর যৌথ মঞ্চ, ট্রাই-সার্ভিস অর্গানাইজেশনের প্রশাসনিক দায়িত্বও তাঁরই হাতে। প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম কেনা ও পরিকল্পনা কমিটির সদস্যও সিডিএস। বিভিন্ন বিষয়ে বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো, সামরিক বিষয়ে কৌশল তৈরি করে, সরকারের সরকারের কাছে তা পেশ করেন সিডিএস। তিন বাহিনীর যৌথ কার্যকলাপের উপরে বাৎসরিক রিপোর্টও দেন তিনি।