এক্সপ্লোর
Advertisement
পঙ্গপাল রুখতে কীভাবে তৈরি দিল্লি? জানালেন উন্নয়ন মন্ত্রী
পঞ্জাব, হরিয়ানার মতো দিল্লিতে প্রচুর চাষের জমি নেই। দিল্লির শহরতলিতে যমুনার ধারে বেশ কিছু জমিতে চাষ হয়।
নয়াদিল্লি: পঙ্গপাল হানা নিয়ে ত্রস্ত উত্তর ভারত। জয়পুরে পঙ্গপালের আতঙ্ক ছড়িয়েছে। হানা হতে পারে ভারতের বিভিন্ন রাজ্যে । এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাজধানী দিল্লিও পঙ্গপাল নিয়ে প্রমাদ গুণছে। এই পরিস্থিতিতে দিল্লি সরকার জানাল, তারা ফসল বাঁচাতে তৈরি। আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, শস্যে ও সব্জিতে কীটনাশক ও জীবাণুনাশক দিতে, যাতে পঙ্গপাল ফসল নষ্ট না করতে পারে।
দিল্লির উন্নয়ন মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, উত্তর ভারতে পঙ্গপাল আতঙ্ক বাড়ছে। সেইজন্য আগেভাগে সতর্ক হতে হবে কৃষিজীবীদের। 'ইতিমধ্যেই উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক পঙ্গপাল হানার খবর পাওয়া গিয়েছে। সংশ্লষ্চ আধিকারিকদের এ ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে।'
যদিও পঞ্জাব, হরিয়ানার মতো দিল্লিতে প্রচুর চাষের জমি নেই। দিল্লির শহরতলিতে যমুনার ধারে বেশ কিছু জমিতে চাষ হয়। যা কমবেশি ৩৪,৭৫০ হেক্টর। তার মধ্যে বেশিরভাগ জমিতে ফুল চাষ হয়। তাছাড়া অর্গ্যানিক ফসল চাষও হয়। সেই চাষেরও ক্ষতি হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement