Indian Army Diwali Celebration: ১০০০০ ফুট উচ্চতায় দীপাবলি পালন ভারতীয় জওয়ানদের, দেশবাসীকেও শুভেচ্ছা
Diwali 2022: আখনুর সেক্টরেও দীপাবলি পালন হয়েছে। মিষ্টি বিতরণ থেকে কোলাকুলি, সবই আয়োজন।
নয়াদিল্লি: প্রায় দোরগোড়া দীপাবলি। সেই উপলক্ষে আলোর উৎসবে মেতে উঠলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও। নিয়ন্ত্রণরেখা বা (Line of Control)-এর কাছে ভারতের শেষ সেনা পোস্টে দীপাবলি উদযাপন করলেন জওয়ানরা।
কোথায় উদযাপন:
১০ হাজার ফুট উচ্চতায় পালিত হল দীপাবলি। মিষ্টি বিতরণ থেকে কোলাকুলি, সবই আয়োজন। সেখান থেকেই দেশবাসীর জন্য দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে জওয়ানরা।
Poonch, J&K | Indian Army personnel celebrate Diwali at the last Army post near LoC at 10,000 feet altitude
— ANI (@ANI) October 23, 2022
We wish a very Happy Diwali to all Indians on the occasion of Diwali.Don't worry about anything. Indian Army is present at the last post in LoC Poonch: Indian Army soldier pic.twitter.com/o6M3kRKEH6
আখনুর সেক্টরেও দীপাবলি পালন:
শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসব। ধনতেরাস উপলক্ষে উৎসব শুরু হয়েছে। সেই সময়েই উৎসবে মাতলেন কাশ্মীরে মোতায়েন সেনা জওয়ানরা। আখনুর সেক্টরে নিয়ণন্ত্ররেখায় মোতায়েন জওয়ানরা শনিবার রাতে বাজি ফাটিয়ে উৎসবে মাতেন। সেখানেই নানা জায়গায় মাটির প্রদীপ জ্বালিয়ে উৎসব পালিত হয়। লক্ষ্মী-গণেশ পুজো করেন জওয়ানেরা। তারপরেই বাজি ফাটিয়ে শুরু হয় উৎসব। তুবড়ি, রংমশালে ছড়ায় রোশনাই। দেশবাসীকে সমস্ত উদ্বেগ সরিয়ে রেখে দীপাবলিতে মেতে ওঠার বার্তা দেন জওয়ানরা।
দীপাবলির উৎসব:
কোভিডের ধাক্কায় প্রায় ২ বছর কোনও উৎসবই সেভাবে পালিত হয়নি। এবার সেই উদ্বেগ সরিয়ে রেখে আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। পুজো, একাধিক প্রথা পালনের মাধ্যমে শুরু হয়েছে প্রস্তুতি। প্রদীপ, রং, মিষ্টি এবং আরও নানা পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। চলথে বিকিকিনিও। ধনতেরাস থেকে শুরু হয়ে কালীপুজো-দীপাবলি পেরিয়ে একেবারে ভাইফোঁটা। এই টানা সময় জুড়ে চলছে দীপাবলির উৎসব।
দীপাবলিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী:
দীপাবলি (Deepawali) উপলক্ষ্যে এবার অযোধ্যায় (Ayodhya) সরযূ নদীর দীপোৎসবে সামিল হবেন প্রধানমন্ত্রী। আজই উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির দর্শন করাই তাঁর প্রধান উদ্দেশ্য। সেখানে পুজোও করবেন তিনি। ঘুরে দেখবেন প্রকল্প এলাকা। সন্ধেয় সরযূ নদীর তীরে সন্ধ্যারতি দেখার পর, দীপোৎসবে অংশ নেবেন মোদি। এই নিয়ে ষষ্ঠবার দীপোৎসবের আয়োজন করা হয়েছে। এই প্রথম তাতে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। দীপোৎসবে একসঙ্গে ১৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হবে। ১৬টি ট্যাবলো অংশ নেবে। সরযূ-তীরে হবে বিশেষ থ্রি-ডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শো। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদি। নিরাপত্তার জন্যও সব রকম ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এসপিজি দল অযোধ্যায় পৌঁছেছে এবং প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে বিশেষ পরিদর্শনও চলছে। সাকেত কলেজের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য তৈরি করা হচ্ছে হেলিপ্যাড, যা পরিদর্শনও করেছে এসপিজি-র দল।
আরও পড়ুন: দীপাবলির আগে অশনি সঙ্কেত, অন্ধকারেই ঘুম ভাঙল দিল্লির, ধোঁয়াশায় ঢাকল রাজধানী