Goa Election 2022: গোয়া বিধানসভা ভোটে প্রার্থীপদ ছাড়লেন ফালেইরো, দলের লাইন মেনে নতুন মহিলা মুখকে সুযোগ
Goa Assembly Election 2022:তৃণমূলের রাজ্যসভার সাংসদ ফালেইরো। এদিন তিনি নিজের প্রাথী পদ প্রত্যাহারের ঘোষণা করে ওই আসনে নতুন কোনও মহিলা প্রার্থীকে সুযোগ দেওয়ার কথা জানালেন।
পানাজি: গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) থেকে সরে দাঁড়ালেন তৃণমূলের প্রার্থী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro)। তিনি নিজেই জানিয়েছেন প্রার্থীপদ প্রত্যাহারের কথা। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর জায়গায় ফতোরদা থেকে লড়বেন নতুন প্রজন্মের এক মহিলা প্রার্থী। ফালেইরো জানিয়েছেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে দলের হয়ে গোয়া জুড়ে প্রচার চালাবেন।
উল্লেখ্য, গত বছর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়ছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। তৃণমূলে যোগ দিয়ে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভাঙা কংগ্রেসকে পুনরায় ঐক্যবদ্ধ করতেই তৃণমূলে যোগদান। এর পাশাপাশি অভিষেক ট্যুইটে কংগ্রেসকে কটাক্ষ করে লিখেছিলেন, ট্যুইট করে দল চলে না, রাস্তায় নামতে হয়।
তৃণমূলে যোগ দেওয়ার আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। কংগ্রেসের হয়ে ত্রিপুরা-সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্বও সামলেছেন ফালেইরো। তৃণমূলে যোগদানের আগে কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।
ফালেইরো গোয়ার ৭ বারের বিধায়ক ও ২ বারের মুখ্যমন্ত্রী। নবান্নে যোগদান অনুষ্ঠানে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন লুইজিনহো ফালেইরো। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেছিলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছি। তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমি খুশি। ২ দিন আগে আমি কংগ্রেস বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছি।' তাঁর কথায়, 'আমার পথ চলা শুরু হয়েছিল দেশের পশ্চিম উপকূল থেকে। কংগ্রেস ম্যান হিসেবে ৪০ বছর কাজ করেছি। আজ কংগ্রেস পরিবার টুকরো হয়ে গিয়েছে। এখন প্রধান লক্ষ্য বিজেপিকে হারানো।'
গত সপ্তাহে শুরুতে গোয়া নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল।প্রার্থী তালিকায় নাম ছিল গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর। লুইজিনহো ফালেইরোর সঙ্গে তালিকায় নাম ছিল চার্চিল আলেমাওয়ের । তৃণমূলের রাজ্যসভার সাংসদ ফালেইরো। এদিন তিনি নিজের প্রাথী পদ প্রত্যাহারের ঘোষণা করে ওই আসনে নতুন কোনও মহিলা প্রার্থীকে সুযোগ দেওয়ার কথা জানালেন।