Beijing Winter Olympics 2022: অলিম্পিক্সের মশাল রিলেতে গালওয়ান-কাণ্ডের চিনা সৈন্য, অনুষ্ঠান বয়কট ভারতের
Beijing Winter Olympics: অলিম্পিক্সের মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার দুঃখজনক’, মশাল রিলেতে সংঘর্ষে যুক্ত চিনা সেনাকে রাখার প্রতিবাদ ভারতের
নয়া দিল্লি: শীতকালীন অলিম্পিক্সের মশাল রিলেতে গালওয়ান-কাণ্ডের চিনা সৈন্য! ‘প্রতিবাদে উদ্বোধন-সমাপ্তি অনুষ্ঠানে যাচ্ছেন না ভারতীয় কূটনীতিক। অলিম্পিক্সের মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার দুঃখজনক’, মশাল রিলেতে সংঘর্ষে যুক্ত চিনা সেনাকে রাখার প্রতিবাদ ভারতের।
২০২০-তে সীমান্তে ভারতের সঙ্গে সংঘর্ষে আহত চিনা সেনার হাতে মশাল। প্রসঙ্গত, শুক্রবার বেজিংয়ে উদ্বোধন হচ্ছে শীতকালীন অলিম্পিক্সের। বিদেশমন্ত্রকের তরফে মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, শীতকালীন অলিম্পিকে মশালবাহী যিনি হচ্ছেন তিনি গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে সীমান্ত সংঘর্ষের সময় ছিলেন। বেজিংয়ের সিদ্ধান্তে নয়াদিল্লি তাই অসন্তোষ প্রকাশ করছে। সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, "এটি অত্যন্ত দু:খজনক যে চিন অলিম্পিকের মঞ্চকে বেছে নিয়ে রাজনীতিকরণ করছে। তাই ভারতীয় রাষ্ট্রদূত বেজিংয়ের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন না।"
বিদেশমন্ত্রকের এই ঘোষণার পর প্রসার ভারতীর সিইও শশী শেখর ভেম্পতি বলেন, বেজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান দূরদর্শন সম্প্রচার করবে না। জানা গিয়েছে, চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) রেজিমেন্ট কমান্ডার কুই ফাবাওকে শীতকালীন অলিম্পিক রিলেতে মশাল বহন করার জন্য নির্বাচিত করা হয়েছে। যা নিয়ে আপত্তি জানিয়েছে ভারত।
দ্য গ্লোবাল টাইমস জানিয়েছে, বুধবার শীতকালীন অলিম্পিক পার্কে চিনের চারবারের অলিম্পিক শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং চ্যাম্পিয়ন ওয়াং মেং এর কাছ থেকে মশাল তুলে নেন কুই ফাবাও। এদিকে, জিনজিয়াং অঞ্চলে উইঘুরদের প্রতি চিনের আচরণের বিষয়ে মানবাধিকার উদ্বেগের কারণ জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্যের অন্যান্য দেশগুলিও শুক্রবার থেকে শুরু হওয়া শীতকালীন অলিম্পিকে কূটনৈতিকদের উপস্থিতি বয়কট করছে।