Kashmir Heatwave: গরমে হাঁসফাঁস ভূস্বর্গ, তীব্র তাপপ্রবাহ, কাশ্মীরে বন্ধ হল স্কুল !
Heatwave In India : ৯ ও ৩০ জুলাই সরকারি এবং স্বীকৃত বেসরকারি উভয় বিদ্যালয়েই প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকছে কাশ্মীরে।
শ্রীনগর : সারা দেশে ঢুকে পড়েছে বর্ষা। তীব্র তাপপ্রবাহ (Kashmir Heatwave) থেকে মিলেছে অনেকটাই স্বস্তি। কিন্তু এরই মধ্যে এক জায়গায় তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁশ অবস্থা। না, রাজস্থান নয়। পঞ্জাব , হরিয়ানা, দিল্লি নয়। নয় বিহার কিংবা ছত্তীসগঢ়ও। জুলাই শেষে প্রবল গরমে কষ্ট পাচ্ছে ভূস্বর্গ। হ্যাঁ ঠিকই শুনেছেন। জম্মু ও কাশ্মীর ( Jammu & Kashmir )। কনকনে ঠান্ডা, তুষারশুভ্র পাহাড়, হিমশীতল নদীর জলের রাজ্যে তীব্র তাপপ্রবাহ। তাও আবার জুলাইতে।
তাপপ্রবাহের দাপট এতটাই যে রবিবার কাশ্মীরের স্কুল শিক্ষা দফতর সপ্তাহের প্রথম দুই দিন স্কুল ছুটি দিয়েছে। ২৯ ও ৩০ জুলাই সরকারি ও বেসরকারি স্কুলের প্রাথমিক বিভাগে ছুটি দেওয়া হয়েছে। ক্লাস ফাইভ অবধি পড়ুয়াদের এমন অস্বাভাবিক গরমে স্কুল করতে হবে না। ডিভিশনাল কমিশনার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, পড়ুয়াদের জন্যই স্কুল ছুটি, আসতেই হবে শিক্ষকদের। তাদের উপস্থিত থাকতে হবে ও নির্দিষ্ট দায়িত্বপালন করতে হবে।
ভি কে বিধুরি (Divisional Commissioner Kashmir, V K Bidhuri) ওই নির্দেশিকায় জানিয়েছেন, উপত্যকায় টানা তাপপ্রবাহ চলছে। সেই কথা মাথায় রেখেই ২৯ ও ৩০ জুলাই সরকারি এবং স্বীকৃত বেসরকারি উভয় বিদ্যালয়েই প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা হল। তবে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়মমাফিক দায়িত্ব পালন করতে থাকবে।
ভূস্বর্গে এই সময়টায়, যখন ঠাণ্ডা একটু কমে যায়, তখন বাচ্চা থেকে বুড়ো সকলেই একটু স্বস্তি খোঁজেন স্থানীয় জলাশয়গুলিতে। ঠান্ডা জলে গা ভিজিয়ে একটু স্বস্তি পেতে চায়। এবারও গরম থেকে নিষ্কৃতি পেতে জলে ডুব দিচ্ছেন। স্থানীয় জলাশয়গুলিতে বাচ্চারা খেলছে জল ছিটিয়ে। বড়রা সাঁতার কেটে আরাম পাচ্ছেম। স্থানীয় এক বাসিন্দা এএনআই-কে জানিয়েছেন, এবার ভূস্বর্গেও গরম তীব্র। বিশ্ব উষ্ণায়নের জেরে হাঁসফাঁস করছে ভূস্বর্গও। শ্রীনগরে তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ এর আশেপাশে। এত গরম যে, মহিলা ও শিশুরা বাইরে বেরতে পারছে না।যা পরিস্থিতি আবার গরমের ছুটি পড়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।
এই তাপপ্রবাহ ঠিক কী? অনেকেই প্রশ্ন করতে পারেন, এই ৩৩ থেকে ৩৬ ডিগ্রি তাপমাত্রা তো কলকাতায় অহরহ থাকে, তাকে তো তাপপ্রবাহ বলা হয় না ! আবহবিদরা বলছেন, যদি সেই অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি হয়, তাহলে তাকে তাপপ্রবাহ বলা হয়। আইএমডি-র ওয়েবসাইট বলছে, তাপপ্রবাহ হচ্ছে তাপমাত্রার এক অবস্থা যখন সেই তাপে বেশিক্ষণ থাকলে সেই এলাকার মানুষের মারাত্মক ক্ষতি হতে পারে। যখন সর্বোচ্চ তাপমাত্রা সমতলের ক্ষেত্রে কমপক্ষে ৪০ ডিগ্রি বা তার বেশি হয় আর পার্বত্য অঞ্চলের জন্য কমপক্ষে ৩০ ডিগ্রি বা তার বেশি হয়, তখন তাকে তাপপ্রবাহের পরিস্থিতি বলা হয়।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
29-Jul | 25.0 | 36.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
30-Jul | 23.0 | 32.0 | Thunderstorm with rain | |
31-Jul | 22.0 | 30.0 | Thunderstorm with rain | |
01-Aug | 20.0 | 30.0 | Thunderstorm with rain | |
02-Aug | 20.0 | 31.0 | Thunderstorm with rain | |
03-Aug | 20.0 | 31.0 | Rain or Thundershowers | |
04-Aug | 21.0 | 31.0 | Rain or Thundershowers |
আরও খবর :