'বাঁধ রক্ষনাবেক্ষণে কোনও খরচই করে না সরকার' জেলায় জেলায় বন্যা পরিস্থিতিতে কটাক্ষ শুভেন্দুর
ব্যারেজের ছাড়া জলে, জেলায় জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে, শুরু হয়েছে রাজনৈতিক তরজা
কলকাতা: ডিভিসি জল ছাড়ার সিদ্ধান্ত একা নেয় না। সেচ দফতরকে জানিয়েই জল ছাড়া হয়। তিন অর্থবর্ষে সেচ-পরিবহরণ-পূর্ত দফতরে বরাদ্দ ও ছাড়পত্রের পরিসংখ্যান প্রকাশ করুক রাজ্য সরকার। তাহলেই দেখা যাবে, বাঁধ রক্ষনাবেক্ষণে কোনও খরচই করে না সরকার। বলছেন শুভেন্দু অধিকারী।
ব্যারেজের ছাড়া জলে, জেলায় জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শনিবার বেশ কিছু দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এই পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা।
পাশাপাশি ব্যারেজের ছাড়া জলে, জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। যা নিয়ে ফের ডিভিসি-র বিরুদ্ধে ম্যান মেড বন্যার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি-র প্রাক্তন আধিকারিক অবশ্য মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন।
আবারও ব্যারেজের ছাড়া জলে, জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। আবারও তা নিয়ে শুরু রাজ্য এবং ডিভিসি-র তরজা। আবারও উঠল ম্যান মেড বন্যার অভিযোগ। একটা দু’টো নয়, এই ছবি দক্ষিণবঙ্গের অনেক জেলায়। ব্যারাজের ছাড়া জলে এই পরিস্থিতি তৈরি হতেই, DVC’র বিরুদ্ধে ফের ম্যান মেড বন্যার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি বৃষ্টির জন্য আমাদের বন্যা হত, তাহলে আমরা এটা বুঝতাম, যে বৃষ্টি বেশি হচ্ছে। সেটাকে আমরা সামলাচ্ছি। কিন্তু, বন্যা তো আল্টিমেটলি হচ্ছে জল ছাড়ার জন্য। ম্যান মেড ফ্লাড।
মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছেন DVC’র প্রাক্তন আধিকারিক। এ প্রসঙ্গে ডিভিসির প্রাক্তন চিফ ইঞ্জিনিয়র শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রী যা বলছে ঠিক নয়। রাতের অন্ধকারে ওইভাবে কেউ জল ছাড়ে না। সেচ দফতর তো প্রিকশন নিতে পারত... ম্যান মেড ঠিক নয়। ডিভিসি না বলে ছেড়েছে, এমন নয়।
ডিভিসি’র পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে বিজেপি-ও। তাদের দাবি, DVC আগেই জল ছাড়ার কথা জানিয়েছিল।