Oxygen New Guidelines: ৯৬%- এর বেশি অক্সিজেনের প্রয়োজন নেই রোগীর, অপচয় রুখতে হাসপাতালকে নয়া নির্দেশিকা রাজ্যের
৯৬% স্যাচুরেশনেই রোগী সুস্থ থাকবে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত হাসপাতালে অক্সিজেন মজুত-সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট করতে হবে।
কলকাতা: অক্সিজেনের অপচয় ঠেকাতে নির্দেশিকা দিল রাজ্য স্বাস্থ্যদফতর। বুধবার তীদের তরফে একটি নির্দেশিকা দিয়ে জানানে হয়, ৯২-৯৬ % অক্সিজেন স্যাচুরেশন রাখতে হবে রোগীর। ৯৬%-এর বেশি স্যাচুরেশনের প্রয়োজন নেই। ৯৬% স্যাচুরেশনেই রোগী সুস্থ থাকবে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত হাসপাতালে অক্সিজেন মজুত-সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট করতে হবে। এই সংক্রান্ত বিষয় দেখাশোনার দায়িত্ব থাকবেন একজন সহকারী সুপার। নির্দেশিকা অনুযায়ী অক্সিজেন নার্সিং ম্যানেজমেন্টের দায়িত্বও নির্দিষ্ট করতে হবে। এই দায়িত্বে থাকবেন একজন নার্স।
গতকালই গড়িয়ার রেমেডি হাসপাতালে তীব্র অক্সিজেনের সঙ্কটের ছবি প্রকাশ্যে আসে। হাসপাতালের চিকিৎসকরা জানান, ‘হাতে যতটা অক্সিজেন, তাতে চলবে আর মাত্র আড়াই ঘণ্টা’। রোগীদের নিয়ে তীব্র সঙ্কট তৈরি হয়েছিল গড়িয়ার রেমেডি হাসপাতাল। দ্রুত কোনও ব্যবস্থা না করা গেলে কীভাবে রোগীদের প্রাণ বাঁচানো যাবে, তা নিয়ে তীব্র সংশয়ে ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পরই তড়িঘড়ি অক্সিজেনের সঙ্কট কাটল। লালবাজার থেকে আপদকালীন পরিস্থিতিতে এসে পৌঁছয় একাধিক অক্সিজেন সিলিন্ডার। একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে আসে।