এক্সপ্লোর
Advertisement
আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিকস-এর মতামত গুরুত্বপূর্ণ: মোদী
হ্যাংঝাউ: জি-২০ সম্মেলনের ফাঁকেই ব্রিকস গোষ্ঠীভূক্ত দেশগুলির নেতাদের সঙ্গে বৈঠকে এই গোষ্ঠীর গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিকস প্রভাবশালী হয়ে উঠেছে। তাই সারা বিশ্বে বিভিন্ন বিষয়ে অ্যাজেন্ডা ঠিক করা এই গোষ্ঠীর সব দেশেরই দায়িত্ব।
১৫ ও ১৬ অক্টোবর গোয়ায় অষ্টম বার্ষিক ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে এই সম্মেলনের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যেই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে মোদী বলেন, উন্নয়নশীল দেশগুলি যাতে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে পারে, সেভাবেই কাজ করা উচিত ব্রিকসের। জি-২০ সম্মেলনে যে বিষয়গুলিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেগুলির প্রতিক্রিয়াশীল এবং সমষ্ঠিগত সমাধান খুঁজতে হবে।
PM:Our shared responsibility to shape intn'l agenda in manner that helps developing nations achieve their objectives pic.twitter.com/Bhc3fnlc90
— Vikas Swarup (@MEAIndia) September 4, 2016
গোয়ায় ব্রিকস সম্মেলন আয়োজন করা প্রসঙ্গে মোদী বলেছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে যুক্ত করার উদ্দেশ্যেই রাজধানী নয়াদিল্লির বদলে গোয়ায় এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। এর ফলে বিমস্টেক গোষ্ঠীভূক্ত দেশগুলির সঙ্গেও সম্পর্ক সুদৃঢ় করার সুযোগ পাওয়া যাবে। নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার ও তাইল্যান্ডের সঙ্গেও আলোচনা করবে ব্রিকস।
এই বৈঠকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবং ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমার হাজির ছিলেন। তাঁদের প্রত্যেককে গোয়ায় ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement