এক্সপ্লোর
ইতালিতে মেলানিয়া ট্রাম্পের মহার্ঘ্য কোট: শিক্ষক, পুলিশ অফিসার, কয়লা খনি শ্রমিক, ট্রাম্প অর্গানাইজেশনের কর্মী- সক্কলের এক বছরের মাইনে হয়ে যায় তার দামে
নয়াদিল্লি: জি সেভেন বৈঠকে যোগ দিতে এসে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যে ডিজাইনার কোটটি পরেছেন, তাতে সক্কলের মাথা ঘুরে গিয়েছে।
ফ্যাশন ডিজাইনার ডোলস ও গাবানার তৈরি ফুলের কাজ করা থ্রি ডি এই কোটের দাম কত জানেন? ৫১,৫০০ মার্কিন ডলার!
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ধনকুবের, তা সকলের জানা। তবু ফার্স্ট লেডির কোট নিয়ে গুঞ্জন থামার কোনও লক্ষণ নেই। ইতালির সিসিলিতে ওই কোট পরে এক প্রাসাদের বাইরে গাড়ি থেকে নামেন তিনি। এক মার্কিন সংবাদপত্র জানাচ্ছে, যে কোনও গড় আমেরিকানের পারিবারিক আয় এই সাড়ে একান্নহাজার ডলার। ট্রাম্প ক্ষমতায় আসেন এই প্রতিশ্রুতি দিয়ে যে প্রত্যেক মার্কিনীর কাজের ব্যবস্থা করবেন তিনি। তাই প্রশ্ন উঠেছে, মেলানিয়ার কোটের দামে কতজনের চাকরি হতে পারে। তাতে দেখা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার মত ধনী প্রদেশেও এই সাড়ে একান্নহাজার ডলার বাড়াবাড়ি রকমের বেশি। এতে অনেকের সারা বছরের মাইনে হয়ে যায়। যেমন ধরুন, আমেরিকায় বহু এলাকার পুলিশ বা শেরিফের ডেপুটি। ক্যালিফোর্নিয়ার দমকল কর্মী। হাইস্কুল শিক্ষক শিক্ষিকা। কয়লা খনি শ্রমিক। বহু সংবাদপত্র কর্মী। নার্স। এছাড়াও পুলিশ অফিসার, লোকোমোটিভ ইঞ্জিনিয়ার, প্রাথমিক স্তরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিমানকর্মী ও লাইব্রেরিয়ানদের বার্ষিক মাইনের একটা বড় অংশ হতে পারে এই সাড়ে একান্নহাজার ডলার। এখন মেলানিয়া বিয়েই করেছিলেন এক কোটি কোটিপতিকে, যিনি তাঁর এ ধরনের দুর্মূল্য ইচ্ছে যথন তখন মেটাতে পারবেন, স্রেফ একবার, ঘণ্টাকয়েক পরার জন্য সাড়ে একান্নহাজার ডলারের কোট কিনতে যাঁকে একবারও ভাবতে হবে না। প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা অবশ্য দরদাম করে জিনিসপত্র কিনতেন বলে শোনা যায়। কিন্তু তাতে মেলানিয়ার কী?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement